নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি অল্প তে খুশি হউয়া একটা সাধারন মেয়ে। আমার পরিচিতিঃ facebook.com/ musammat.samin https://musammatsamina.github.io

সাবিনা

আমার আমি মোসাম্মত সামিনা

সাবিনা › বিস্তারিত পোস্টঃ

পাগলের প্রলাপণ

১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:১৫


নিয়তি কত বড় আজ এসে আগের জায়গা তে দাড় করায়। কেউ যানে না কখন সেই মুহূর্ত চলে গেছে আর সে বসে আছে আগের জায়গা তে। সমস্যা তার নিজের আর সে দোষ দেয় অন‍্যের। ভাবেও না যে আরেক পরিবারের বংশ নির্বংশ করতেছে। কেমন যেন সমাজ তাদের সাথে নিয়ে আগায় যারা কিনা সমাজের উচু স্থান থেকে সমাজ নষ্টায়। তাদের আবার সমাজে নাম ধাম কারো বলার সাহস কোথায়। তারা না নিজের বংশ রাখে না অন‍্যের। সবচেয়ে বড় কথা তারা সম্পর্ক চেনে না। পাগলের আবার ঘর সংসার। আশে পাশের কিছু এরকম আর্বজনা যদি অটো ক্লিন হয়ে যেত। যাই হোক পরিসমাপ্তি দিন শেষে কিছু মানুষ চিনলাম।নিয়তি কত বড় আজ এসে আগের জায়গা তে দাড় করায়। কেউ যানে না কখন সেই মুহূর্ত চলে গেছে আর সে বসে আছে আগের জায়গা তে। সমস্যা তার নিজের আর সে দোষ দেয় অন‍্যের। ভাবেও না যে আরেক পরিবারের বংশ নির্বংশ করতেছে। কেমন যেন সমাজ তাদের সাথে নিয়ে আগায় যারা কিনা সমাজের উচু স্থান থেকে সমাজ নষ্টায়। তাদের আবার সমাজে নাম ধাম কারো বলার সাহস কোথায়। তারা না নিজের বংশ রাখে না অন‍্যের। সবচেয়ে বড় কথা তারা সম্পর্ক চেনে না। পাগলের আবার ঘর সংসার। আশে পাশের কিছু এরকম আর্বজনা যদি অটো ক্লিন হয়ে যেত। যাই হোক পরিসমাপ্তি দিন শেষে কিছু মানুষ চিনলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২১ রাত ১১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাই হোক পরিসমাপ্তি দিন শেষে কিছু মানুষ চিনলাম।
অতি অল্পতে খুশিহওয়া সাবিনা আপুর মুখে এমন কথা মানায়না।
পরিসমাপ্তি দিন বলতে কি মিন করছেন আপনি?

২| ১৫ ই জুলাই, ২০২১ ভোর ৪:১৩

সাবিনা বলেছেন: আশেপাশের কিছু মানুষদের চিত্র তুলে ধরলাম আর পরিসমাপ্তি দিন মানে দিন শেষে জানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.