নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় দেশ আমার।

অনেক হয়েছে এবার মুক্তি দাও।

সাবু ছেেল

খারাপ না।চলনসই।

সাবু ছেেল › বিস্তারিত পোস্টঃ

একটি সাহায্যের আবেদনঃ জাতিকে কলঙ্ক মুক্ত করতে অতি দ্রুত এদের ফাঁসি চাই!

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৫



সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে প্রায় দেড় ঘণ্টা নির্যাতন করা হয় ১৫ বছরের কিশোর শেখ সামিউল আলম রাজনকে। বাঁধা অবস্থায় পানির জন্য বেশ কয়েকবার আর্তনাদ করেও রাজনকে পানি দেয়নি নির্যাতনকারীরা। পানি চাইলেও নির্যাতনকারীরা তাকে উল্টো বলে ‘পানি নাই ঘাম খা’। কয়েকজন মিলে উল্লাসের সাথে কিশোর রাজনের উপর চালায় অমানবিক নির্যাতন। ভিডিও চিত্র ধারণ থেকে পাওয়া যায় কিশোর সামিউল হত্যাকান্ডের নির্যাতনের নির্মম দৃশ্য।

এদিকে, মামলার এজহারনামীয় আসামিদেরকে গ্রেফতার করার জন্য শনিবার দিবাগত রাতে কুমারগাঁও এলাকাসহ বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি। গত বুধবার নিমর্মভাবে নির্যাতন করে হত্যা করার পর গুম করার সময় উদ্ধার করা হয় কিশোর শেখ সামিউল আলম রাজনের লাশ। এবার তাকে নির্যাতন করার দৃশ্য ভিডিওচিত্রে প্রকাশ পেয়েছে। কিশোর শরীরে টানা নির্যাতন সইতে না পেরে শেষে পানি খাওয়ার আকুতি জানালেও পাষণ্ডরা তাকে পানি পর্যন্ত দেয়নি।

পুলিশ জানায়, লাশটি ওই দিন পর্যন্ত অজ্ঞাত ছিল। খবর পেয়ে বুধবার রাত ১১টায় থানায় গিয়ে পরিবারের সদস্যরা শনাক্ত করলে পরিচয় সম্পর্কে নিশ্চিত হলে নির্যাতন করে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় রাজনের লাশ ফেলার সময় হাতেনাতে আটক মুহিত ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে।

রাজনকে নির্যাতন করার প্রায় ২৮ মিনিটের ভিডিওচিত্রে দেখা গেছে, চোর সন্দেহে রাজনকে কুমারগাঁও বাসস্টেশন এলাকার বড়গাঁওস্থ সুন্দর আলী মার্কেটের একটি ওয়ার্কশপের সামনে বারান্দার খুঁটিতে বেঁধে রাখা। ভিডিওচিত্রে তিন-চারজনের কণ্ঠস্বর শোনা গেলেও ভিডিওধারণকারী আরও দুজনের উপস্থিতিও দেখা গেছে। ‘এই ক (বল) তুই চোর, তোর নাম ক… লগে কারা আছিল…’ ইত্যাদি বিষয়ে জানতে চেয়ে মারধর করা হয়।

একনাগাড়ে প্রায় ১৬ মিনিট রাজনকে অনেকটা খুঁচিয়ে খুঁচিয়ে রোল দিয়ে পেটানো হয়। এরপর চোখ-মুখ ফোলা অবস্থায় দেখা গেছে। একপর্যায়ে মাটিতে নিস্তেজ হয়ে পড়ে পানি খাওয়ার আকুতি জানায়। কিন্তু পানির বদলে ‘ঘাম খা’ বলে ফেলে রাখা হয়। এমনকি নির্যাতনের সময় নির্যাতনকারীরা উল্লাস করতে দেখা গেছে। এছাড়াও নির্যাতনের এক পর্যায়ে সামিউলকে বোতলের কর্ক দিয়ে একজন কয়েক ফোটা পানিও দিতে দেখা গেছে।

ভিডিওচিত্র ধারণ করার সময়ও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত রয়েছে সময়। তখন সকাল সাড়ে ৭টা। মারধর করার সময় একদিকে রাজনের মুখে আর্তচিৎকার, আর অন্যদিকে নির্যাতনকারীদের মুখে অট্টহাসি দিয়ে নানা কটূক্তি করতেও শোনা গেছে। রাজনের নখে, মাথা ও পেটে রোল দিয়ে আঘাত করে এক সময় বাঁ হাত ও ডান পা ধরে মুচড়াতেও দেখা যায়। কয়েক মিনিটের জন্য রাজনকে হাতের বাঁধন খুলে রশি লাগিয়ে হাঁটতে দেওয়া হয়। ‘হাড়গোড় তো দেখি সব ঠিক আছে, আরও মারো…’ বলে রাজনের বা হাত খুঁটির সঙ্গে বেঁধে রেখে আরেক দফা পেটানো হয়। এসময় রাজনের শরীর ও চোখ-মুখ বেশ ফোলা দেখা গেছে।

যে ভিডিও ধারণ করার কাজটি করছিল, তাকে নির্দেশ করে নির্যাতনকারীরা জানতে চায়- ঠিকমতো ভিডিও ধারণ হচ্ছে কি-না। ওপাশ থেকে ‘ফেসবুকে ছাড়ি দিছি, অখন সারা দুনিয়ার মানুষ দেখব…’ বলতে শোনা গেছে। শেষ দিকে নির্যাতনকারী একজন সঙ্গীদের কাছে জানতে চায়, কিতা করতাম?’ বলে। অপর একজনকে তখন ‘মামায় যে কইছন, ওই কাম করি ছাড়ি দে!’ বলতে শোনা যায়।

রাজনের বাড়ি কুমারগাঁও বাসস্টেশন পার্শ্ববর্তী সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে। রাজনের বাবা শেখ আজিজুর রহমান পেশায় একজন মাইক্রোবাসচালক। তাঁর দুই ছেলের মধ্যে রাজন বড়। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা রাজন সবজি বিক্রি করত।

আজিজুর জানান, তিনি যেদিন ভাড়ায় মাইক্রোবাস চালাতে পারেন না, সেদিন সংসার খরচ চালাতে সবজি বিক্রি করতে বের হয় রাজন।

মা লুবনা আক্তার জানান, ওইদিন (বুধবার) রাজনের বাবা গাড়িতে (ভাড়ার ট্রিপে) ছিলেন বলে বাড়ি ফিরেননি। ভোরে টুকেরবাজার থেকে সবজি নিয়ে বিক্রির জন্য রাজন বের হয়েছিল। সারা দিন ছেলের খোঁজ পাননি তারা। রাতে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার সময় এক কিশোরের লাশ পাওয়ার সূত্র ধরে রাজনকে শনাক্ত করা হয়। তিনি বলেনন, ‘আমার পুয়া (ছেলে) চোর না, ই কথা সারা এলাকার মানুষ জানে।

শনিবার ঘটনাস্থল কুমারগাঁও বাসস্টেশনে গেলে মুঠোফোনে সংগ্রহ করে অনেকেই ওই ভিডিওচিত্র দেখেছেন বলে এলাকাবাসী জানান। এ কারণে এলাকাবাসী গত শুক্রবার জালালাবাদ থানায় মিছিল করে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, প্রবাসী কামরুলের ভিডিওচিত্র ধারণ করার বিকৃত অভিলাষ চরিতার্থ করতেই কিশোর রাজনকে চোর সাজিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনার জন্য এলাকাবাসী নির্যাতন করার ভিডিওচিত্র ধারণ ও হত্যাকান্ড এ দুই ঘটনায় পৃথক বিচারও দাবি করেন।

তোদের একই ভাবে নিযাতন করে মারা উচিত ।শুকরের বচ্চারা তোদের জন্ম কে দিয়েছে মানুয় নাকি শুকর?

কুত্তার চাইতে অধম তোরা যারা এই বাচ্চা ছেলেটাকে মেরে ফেলেছিস।তোদের নির্যাতন প্রাগৌতিহাসিক নির্যাতনকেও হার মানিয়েছে। ওকে দেখেতো মনে হয় না চোর !!!

প্রথম-আলোর সিলেট শাখার কাছে এই ভিডিওটি পুরোটা রাখা আছে।

ফাঁসি চাই এদের,শুধুই ফাঁসি চাই এবং তা অবিলম্বে!!

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৫

ঢাকাবাসী বলেছেন: আম্লী আমলে এদের বিচার? অসম্ভব! খোজ নেন ওরা অলরেডি আম্লীতে আছে বা যোগ দিসে, ব্যাস তারপর শাসকদলীয় হবার কারণে ... ডিসমিস!

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

সাবু ছেেল বলেছেন: প্লিজ ভাই,এখানে যেন আমরা রাজনীতি না আনি।অতি রাজনীতিতে অনেক খারাপ কিছু পার পেয়ে যায়।তার চেয়ে আমরা সামুর পুরাতন-নতুন ব্লগাররা আমাদের লেখালেখিতে এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ করি।

এখানে যেন আমরা আওয়ামী লীগ-বিএনপি না টানি এবং জানোয়ারদের ধরা ও দ্রুত বিচারের মাধ্যমে আরও দ্রুত ফাঁসি কার্যকরের জন্য সরকারের নিকট একটানা আকুল ও বিশেষ অনুরোধ জানাতে থাকি।

সরকারের বিরোধী হয়ে নয়,বরং সরকার ও পুলিশ প্রশাসনের সহযোগী হয়ে আমরা যেন এই জঘন্য ঘটনাটির একটা এপাড়-ওপাড় করে ছাড়ি।কেন জানি আমি বাচ্চাটাকে দেখে কিছুতেই কান্না থামাতে পারছিনা।ওর আসল বয়স ১৩,১৫ নয়।

২| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৬

নৈশ শিকারী বলেছেন: এই জানোয়ারদের প্রকাশ্যে ফাঁসি দেয়া উচিত, আজ আফসোস হয় চেতনাধারিদের মানবতা দেখে! কোথায় তোমাদের মানবতা? রাজাকারদের ফাঁসির জন্য তো উন্মাদ নৃত্য করতে পার গণজাগরণ মঞ্চে, তাহলে আজ এক মাসুমের হত্যার পিছনে দায়ী নরপশুদের জন্য তোমাদের আন্দোলন কোথায়? রাজাকাররা পরাধীন দেশের শত্রু হলে; ওরাতো স্বাধীন দেশের শত্রু। হয় সম দৃষ্টিতে মানবতার বুলি ছাড় নয়তো এই চেতনাধারির মুখোশ খুলে কারো দালালি বন্ধ করে ভাল হয়ে যাও, স্বাধীন বাংলায় তোমাদের মতো অভিনেতা/অভিনেত্রীর স্থান নাই। দাম দিয়ে কিনেছি বাংলা কারো বাবার দানে নয়।

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

সাবু ছেেল বলেছেন: নৈশ শিকারী বলেছেন ঃ রাজাকাররা পরাধীন দেশের শত্রু হলে; ওরাতো স্বাধীন দেশের শত্রু।

১০০% সহমত।এ ঘটনা যেন পার পেয়ে না যায় তা আমরা কিছুতেই হতে দেবনা।

৩| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪

নতুন বলেছেন: দেশে মানুষের মানুষিকত এতো খারাপ কেন হচ্ছে?

এদের ফাসি হওয়া উচিত। আমাদের সবার উচিত এটা অনলাইন মিডিয়াতে সবার নজরে আনা যাতে এই নরপশুগুলির বিচার হয়।

সবার প্রতি অনুরোধ সবাই এই খবর ভিডিও সবখানে ছড়িয়ে দিন। সবার নজরে থাকলে এরা পারপাবে না।

এখানে একটা ভিডিও আছে এই ঘটনার Click This Link

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

সাবু ছেেল বলেছেন: নতুন বলেছেন: দেশে মানুষের মানুষিকত এতো খারাপ কেন হচ্ছে?

এদের ফাসি হওয়া উচিত। আমাদের সবার উচিত এটা অনলাইন মিডিয়াতে সবার নজরে আনা যাতে এই নরপশুগুলির বিচার হয়।


১০০% সহমত।আশা করছি জানা আপু এ ব্যাপারে বিশেষ একটি ভূমিকা রাখবেন।আমরা ব্লগাররা এ ঘটনার একটা একূল-ওকূল দেখেই ছাড়বো।বাচ্চা একটা ছেলেকে জঘন্যভাবে এই পবিত্র সিয়াম মাসে মারা হয়েছে!!!

৪| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ভিডিও দেখার কোন ইচ্ছা নাই। মানুষের মধ্যে পশু বাস করে এইটা তার অকাট্য প্রমান যদি সত্য হয়। পড়তেই খুব খারাপ লাগলো। এইরকম লোকই মনে হয় আমাদের আসেপাশে এখন বেশি। মানসিকভাবে বিকারগ্রস্থ লোকজন...

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সাবু ছেেল বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: ভিডিও দেখার কোন ইচ্ছা নাই।

আমিও ভিডিওটি দেখছি না! এমনিতেই পুরা ঘটনাটি জেনে ও পড়ে আমার মানসিক অবস্থা খুবই খারাপ! এই জানোয়ারদের একটা কিছু না হলে বাংলাদেশের ধ্বংস আসন্ন।আসুন আমরা আমাদের লেখনীতে এই নৃশংস ঘটনাটির প্রতিবাদ করি নিরন্তর।

৫| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫

আহমেদ জী এস বলেছেন: সাবু ছেেল ,



নৃশংস ।

অপরাধীদের ফাঁসি হওয়া উচিৎ ।

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

সাবু ছেেল বলেছেন: ফাঁসি চাই,তবে ক্রস ফায়ার হলে ঘটনাটির খুব দ্রুত মিমাংসা হয়ে যায় বৈকি!! যাই-ই হউক না কেন,অপরাধীদের উচিত বিচার না হওয়ার আগ পর্যন্ত আমাদের লেখালেখি চলতেই থাকবে!

৬| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফাঁসি চাই এদের,শুধুই ফাঁসি চাই এবং তা অবিলম্বে!!

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

সাবু ছেেল বলেছেন: ফাঁসি চাই এদের,শুধুই ফাঁসি চাই এবং তা অবিলম্বে এবং অবশ্যই!! রমজান মাসের চেতনাকে যারা বিনষ্ট করেছে,আইন-শৃঙ্খলা বাহিনী যেন তাদের নোংরা জীবনগুলোকে বিনষ্ট করে দেয়!!!

৭| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

নতুন বলেছেন: সমাজের ভন্ডামীর পরিমান বেড়ে যাচ্ছে।

সমাজে ঘুসখোর অফিসার / টেন্ডারবাজ নেতা/ ভ্যাজাল ব্যবসায়ী সবাই সন্মানী.... কারন টাকা আছে...

১০টাকা চুরি করলে সবাই হামলে পড়ে বাচ্চা ছেলের উপরে? পিটিয়ে মেরে ফেলে?

সমাজে ভাল কথা সবাই বলে... কিন্তু কাজের সময় কতজন নৈতিকতা ধরে রাখে?

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

সাবু ছেেল বলেছেন: সমাজে ভাল কথা সবাই বলে... কিন্তু কাজের সময় কতজন নৈতিকতা ধরে রাখে?

প্রায় একজনও না !!

৮| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৫

সজিব্90 বলেছেন: ঔই জানোয়ারদের যদি একশত তীর নিক্ষেপ করে মারি ,তাহলে ও আমার মনের ঞোধ মিটবেনা ,

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩১

সাবু ছেেল বলেছেন: আমারও না।শুধুই ধিক্কার জানালে এই ঘটনা থেমে থাকবে না।ভিডিওটি শেষ পর্যন্ত দেখলাম।কালো গেঞ্জি আর লুঙ্গি পরা কুত্তার বাচ্চাটাকে রাস্তার মোড়ে মোড়ে ফাঁসি দেওয়া উচিত!!

৯| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৫

কোলড বলেছেন: Dont try to act so civil and humanist. This kind of things dont happen in vacuum. When you silently watch burning people in bus, beat people to death by political parties and you all take side due to your political affiliation then this Rajan death is just a natural extension. The killers like you too are part of the society. Remember, it was not the Nazis only who killed Jews, Hitler had 30 million German as silent supporter

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৪

সাবু ছেেল বলেছেন: Whatever It Might Be,Only Few Revenges Against Those Horrific Incident May Keep Our Human Minds Minimum Calm.

১০| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৫

এমরান তালুকদার ০০৭ বলেছেন: মানুষ আর কত নিমম হতে পারে,,,,,,,

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

সাবু ছেেল বলেছেন: নির্মম মানুষদের নির্মমভাবে মোকাবেলা করা উচিত মনে হচ্ছে!!

১১| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৩

আমি স্বর্নলতা বলেছেন: কঠিন সাজা চাই ওই জানোয়ারদের।

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

সাবু ছেেল বলেছেন: কঠিন,শুধুমাত্র সুকঠিন সাজা-ই এর একমাত্র সমাধান।

১২| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্মম, পৈশাচিক, অমানবিক
নিষ্ঠুরতার চরম প্রকাশ. ধিক
এই মানবরুপী পশুদের।
নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী করছি।

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

সাবু ছেেল বলেছেন: বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি,তবে কিছু করার ভাষা যেন আমরা হারিয়ে না ফেলি!!

১৩| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৫

রিকি বলেছেন: ভাই ভিডিওটা দুর্ভাগ্যক্রমে আমি দেখেছি, কালকে খবর দেখতে পারি নি বিধায়, এত নির্মম মানুষ কিভাবে হতে পারে জানিনা। বিচার নামের কোন জিনিস নাই ভাই-- ভিডিওতে তাদের মোটামুটি পরিষ্কার ভাবেই দেখা যায়, তাও বলে ধরা পড়ে না--কোন জায়গায় আমরা থাকি একটু ভেবে দেখেন। ওদের আইনি বিচারের দরকার নেই, মানুষের হাতে ছেড়ে দেয়া হোক।

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

সাবু ছেেল বলেছেন: ভিডিও দেখে আমাদের মানসিকভাবে আরও ভেঙ্গে পরেছি।এ বিষয়টি নিয়ে সরাসরি দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

১৪| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:০৩

ছণ্ণ্ ছাড়া বলেছেন:

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৭

সাবু ছেেল বলেছেন: এটি ইসলামেরও বাণী। সুতরাং,অপরাধী ও অপরাধে সহয়তাকারী উভয়কেই শাস্তির আওতায় আনতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.