নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

সুন্দর বনে যাওয়ার সুবর্ণ সুযোগ.......

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮



সাধারণত যে কোন যায়গায় ভ্রমণে যাওয়াটা সহজ হলে ও সুন্দর বনে যাওয়াটা কিন্তু অতো সহজ নয়, সুন্দর বনে যেতে হলে একটা টিম দরকার, দরকার একটা বোট বা লঞ্চ । এবারের শীতে যারা সুন্দর বন যেতে চান তাদের জন্য ভ্রমণ বাংলাদেশের আয়োজনটা একটা সুবর্ণ সুযোগ ।

ভ্রমণ বাংলাদেশের এবারের যাত্রায় সুন্দর বনের যে স্থান গুলো পরিদর্শন করবেন.......



* করমজল ।

* কটকা ।

* জামতলা সি বীচ ।

* টাইগার পয়েন্ট ।

* হাড়বাড়িয়া ।

* নীল কমল (হিরন পয়েন্ট)



বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

ভিটামিন সি বলেছেন: আমার যাইতে ইচ্চা করে কিন্তু আমিতো দেশে নাই।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আজই বিমানের টিকেট কাটেন :)

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

আমি বাঁধনহারা বলেছেন:
যদি পাই অবসর
তবে যাব সুন্দর বন।
বেড়াতে চাই কিন্তু
পারি না.তাইতো
নীরব কবি-মন।

ভালো লাগল++++

শেয়ার করার জন্য ধন্যবাদ।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম,

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++

ইসস রে ভাই , দেশে থাকলে অবশ্যই অবশ্যই যেতে পারতাম :(

আসলে তখন নিবেন কিন্তু সাথে :)

ভালো থাকবেন সবসময় :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনি ও ভালো থাকুন, সব সময় ।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

মনে নাই বলেছেন: সুন্দরবন যাওয়ার স্বপ্ন অনেকদিনের, দেশে আসলে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো।

পোষ্টে প্লাস।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ.... অপ্রাসঙ্গিকতার জন্য ক্ষমা করবেন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.