নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

সাকা হাফং যাত্রা...........

০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯



ত্রিপুরাদের ভাষায় সাকা হাফং মানে পূর্বের পাহাড়। আর বমদের ভাষায় ত্ল্যাং ময় , মানে সুন্দর চূড়া । আর জিপিএস রিডিং বলে এখন পর্যন্ত আবিস্কৃত ৩৪৮৮ ফুটের এই চুড়াই বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চুড়া।



অনেক দিন ধরেই যাওয়ার পরিকল্পনা থাকলেও সময় সুযোগ পেলাম এবারই ওখানে যাওয়ার, যদি রাজনৈতিক কোন গোলযোগে বিঘ্নিত না হয় তাহলে আমাদের ১০জনের ভ্রমণ বাংলাদেশ টিম আগামী ১৫ নভেম্বর রাতেই রওয়ানা হয়ে যাবো বান্দরবানের উদ্দেশ্য। আমদের রুট হবে নিম্নরূপ।



প্লান-

দিন-১-ঢাকা-বান্দরবান-রুমা-বগালেক

দিন-২-বগালেক-দার্জিলিংপাড়া-কেওক্রাডং-পাসিংপাড়া-জাদিপাইপাড়ার পাস দিয়ে-ক্যাপিটাল পিক - বাকলাই

দিন-৩-বাকলাই-সিমত্লাপিপাড়া-থানদুইপাড়া-নয়াচরণপাড়া

দিন-৪-নয়াচরণপাড়া-নেপিউপাড়া-সাকাহাফং-সাজাইপাড়া

দিন-৫-সাজাইপাড়া-সাতভাইখুম (ঝর্না)-আমিয়াখুম-নাইক্ষামুখ-সাজাইপাড়া

দিন-৬-সাজাইপাড়া-জিন্নাহপাড়া-নাফাখুম-রেমাক্রি

দিন-৭-রেমাক্রি-বারপাথর(বড়পাথর)-টিন্ডু-থানচি-বান্দরবান-ঢাকা



সাত দিনের ট্যুর যাতে ভালোমতো শেষ করতে পারি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।







মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

মামুন রশিদ বলেছেন: আপনাদের যাত্রা আনন্দময় হোক ।


শুভকামনা রইলো ।

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রশিদ ভাই, শ্রদ্ধা জানবেন।

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

মোঃ ইসহাক খান বলেছেন: যাত্রা শুভ হোক। বন ভয়াজ। নিরাপদে থাকবেন এই আশা করি।

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই, ভালো থাকুন, সব সময়।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২২

খেয়া ঘাট বলেছেন: আপনাদের যাত্রা নিরাপদ হোক , আনন্দময় হোক, এ্যডভেন্চারপূর্ণ হোক। অনেক শুভকামনা রইলো।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫১

ভিটামিন সি বলেছেন: ভ্রমণ শেষে ভালোভাবে ঘরে ফিরো বাছা।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শুভ কামনার জন্য।

৫| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫২

পুলহ বলেছেন: ভাই এই ট্যুরটা কি দেয়া হইছিলো পরে? এখন কি এই রুটে যাইতে প্রশাসন অনুমতি দেয়?
থাংকস ইন এডভান্স

২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই গিয়েছিলাম, এই পথে যাওয়ার অনুমতি না দেওয়ার কোন কারণ ঘটেছে বলে তো জানিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.