![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
মীরপুরের কসাই কাদের খ্যাত কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ায় পাকিস্তান চটেছে ব্যাপক। এই ঘটনায় পাকি পার্লামেন্টে ( আসলে নাপাকি ) নিন্দা প্রস্তাব উথ্থাপন করা হয়।
পাকি স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানও বলেন, “বাংলাদেশ হওয়ার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ পাকিস্তানের একজন অকুণ্ঠ সমর্থক ছিলেন কাদের মোল্লা। তার মৃত্যুতে প্রতিটি পাকিস্তানি শোকার্ত ও মর্মাহত।” এরপর ‘ঐক্যবদ্ধ পাকিস্তানের’ একনিষ্ঠ সমর্থক হিসেবে কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পার্লামেন্টে সোমবার একটি প্রস্তাব পাস হয়।
অথচ বাংলার এক শ্রেণীর আবালরা বলে এই কাদের মোল্লা নির্দোষ, এই কাদের কসাই কাদের নয় ইত্যাদি ইত্যাদি।
আসুন আমরা এমন মহৎ কর্মে নিজেকে নিয়োজিত করি
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯
মুদ্দাকির বলেছেন: মামুন রশিদ বলেছেন: এই কাদের যে সেই কাদের তা তাদের (না)পাকি প্রভুরা প্রমান করে দিয়েছে
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমিও তাই বলি।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
HHH বলেছেন: উনি পাকি ছিলেন, তো বাংলাদেশে রাজনীতি করার দরকার কি ছিল? পাকিস্তানেই তো করতে পারতেন।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
সাদা মনের মানুষ বলেছেন: উনি পাকি ছিলেন, তো বাংলাদেশে রাজনীতি করার দরকার কি ছিল? পাকিস্তানেই তো করতে পারতেন।
ঠিক কথা ।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
সাইবার অভিযত্রী বলেছেন: উৎসর্গ কাদের মোল্লা
কাদের মোল্লার সন্মানে ও ভালবাসায় এত এত গায়েবানা জানাজা, এত লোক ! ওমর - ওসমান -আলী কেউই পান নি!!
কসাই কাদের আর কাদের মোল্লা এক ব্যাক্তি না ! ভুল লোকের ফাসি হল ?
সাঈদীর চেহারা চাদে দেখা যাবার পর আবারও আল্লাহর কুদরত প্রকাশ, কাদের মোল্লার বিচার কার্যে !
দুই মোল্লা ! একজনের উপর জাতিসংঘ খোশ , আমেরিকা খোশ, সবাই খোশ,অপর জনের উপর নাখোশ !
ভাই , আপনি কি রসুলের গায়েবানা জানাজা পড়েছেন ? পড়বেন ?? না শুধু কাদের মোল্লা আর মৌদুদীর জানাজাই গায়েবানা তরীকায় পড়বেন ??
গায়েবানা জানাজা রসুলের আদর্শে নেই, মৌদুদীর আদর্শে আছে !
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: এতো পোষ্ট পড়ার সময় নাই, সব রাজাকারদের ফাঁসি চাই।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
তুহিন সরকার বলেছেন: সকল রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি ছাড়া আর কোন দাবি নাই.........
রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ।
জয়বাংলা।
ধন্যবাদ সাদা মনের মানুষ, শুভকামনা সতত।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: তুহিন ভাই, আপনার প্রতি রইলো শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
মামুন রশিদ বলেছেন: এই কাদের যে সেই কাদের তা তাদের (না)পাকি প্রভুরা প্রমান করে দিয়েছে![;)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_09.gif)