নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

আজকের দিনটা কার কেমন যাবে জেনে নেই......ফটোব্লগ

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯



আমি কোন জইতিষি নই, নেট থেকে রাশিফল আর আমার তোলা ছবি নিয়ে একটু মজা করা আর কি:D ছবিগুলো আমি তুলেছি বাগের হাটের সুন্দরবন রিসোর্ট ও পিকনিক স্পট থেকে।





মেষ রাশি



২১ মার্চ-২০ এপ্রিল বছরের প্রথম দিনে দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। সামনে নেয়ার চেষ্টা করুন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। নতুন বিনিয়োগ ফলপ্রসু নাও হতে পারে।





বৃষ রাশি



২১ এপ্রিল-২০ মে ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বিদ্যমান থাকবে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। শিল্পী সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।





মিথুন রাশি



২১ মে-২০ জুন কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য অসুস্থ বোধ করতে পারেন। স্নায়ুবিক কোনো সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক ভালো নাও যেতে পারে। অপ্রত্যাশিত কোনো ধরনের বাধা-বিঘ্ন দেখা দিতে পারে। প্রাপ্তি বিলম্বিত হওয়ার আশঙ্কা আছে।





কর্কট রাশি



২১ জুন-২০ জুলাই দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। পরিশ্রমের সুফল প্রাপ্তি শুরু হতে পারে। পুরানো কোনো ঝামেলা মিটে যেতে পারে। প্রিয় সান্নিধ্য অনন্দদায়ক হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিনোদন শুভ।





সিংহ রাশি



২১ জুলাই-২১ আগস্ট কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কোনো পূর্ব প্রচেষ্টায় সাফল্য সম্ভাবনা দেখা দিতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। শরীর ভালো নাও যেতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে ।





কন্যা রাশি



২২ আগস্ট-২২ সেপ্টেম্বর কোনো পূর্ব প্রচেষ্টা সফল হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। কোনো কারণে মন দুর্বল হতে পারে। ভাবাবেগের বশবর্তী হয়ে কিছু করা ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ ।





তুলা রাশি



২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। বিশেষ কোনো খবরে আনন্দ পেতে পারেন। আগের কোনো চেষ্টার সাফল্য আসতে পারে। শরীর ভালো নাও যেতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না ।





বৃশ্চিক রাশি



২৩ অক্টোবর-২১ নভেম্বর শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। নতুন কোনো কাজের প্রস্তাব পেতে পারেন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন।





ধনু রাশি



২২ নভেম্বর-২০ ডিসেম্বর দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। নতুন কোনো সুযোগ পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আজ আপনার দ্বারা কেউ উপকৃত হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।





মকর রাশি



২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি সময় মোটামুটি অনুকূল থাকবে। কোনো ধরনের খারাপ সময়ে অবসান হতে পারে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। আজ ভালো কোনো খবর পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।





কুম্ভ রাশি



২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি কর্মস্থলে কোনো পরিবর্তন আসতে পারে। অথবা নিজের কাজের ধরন পাল্টাতে পারে। নতুন কোনো হাত দেয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পরীক্ষার্থীদেরকে সতর্ক থাকতে হবে। যোগাযোগ শুভ।





মীন রাশি



১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ গবেষকদের জন্য দিনটি শুভ। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য আসতে পারে। যোগ্যতা ও উদ্যমের সমন্বয় করতে পারলে ভালো করবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বিনোদন শুভ।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

খেয়া ঘাট বলেছেন: ভালোই লাগলো।
সারা বছর সব রাশির মানুষের জীবন হাশি খুশী হোক।

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমিও তাই বলি, ধন্যবাদ।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
কয়েকটার ডেট মিলে নাই।
পোস্ট সজ্জ্বা ইনোভেটিভ হৈসে ||

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ডেট মিলে নাই আমি দেখতাছি, কিন্তু আমার কিছুই করার নাই, একটা কপিপেষ্ট মারছি, অন্যটা ছবি তুলেছি, যা আছে তাই :D

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

মামুন রশিদ বলেছেন: ভালই হৈল! ব্লগে একজন জইতিষির দরকার আছে :P


ছবিগুলো খুবই সুন্দর ।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ভ্যাট নিয়া আসুন হাত দেইখা দেই, আমি এখনি বলতে পারি ৫ তারিখের নির্বাচনের পর কোন দল ক্ষমতায় আসবে ;)

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে রে! দিন তো ভালাই যাইব বইলা মনে হইতাছে!!

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, ভালো গেলেই ভালা :D

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জইতিষি হবার দরকার আছে... খালি ভালু কতা লিখে দিলেই হলো।

রাশিতে নিজের সব মঙ্গল দেখে আনন্দ পাই, কিন্তু বিশ্বাস হয় না B-)

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

সাদা মনের মানুষ বলেছেন: মইনুল ভাই, আমি গ্যারান্টি দিয়া কইতে পারি আপনি এই দুনিয়ায় থাকতে পারবেন না B-)

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

আমি নিন্দুক বলেছেন: উরিবাবা...!!

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

সাদা মনের মানুষ বলেছেন: যাক বাবা কোন নিন্দার মুখে যে পড়তে হয়নি :)

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

হাতীর ডিম বলেছেন: আমার লগে কিছুই মিলে নাই :(

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

সাদা মনের মানুষ বলেছেন: মানুষের সাথে কিন্তু কিছুটা মিল আছে :-P

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

শায়মা বলেছেন: ছবিগুলো দেখে মুগ্ধ হলাম! আর প্রিয়তে রেখে দিলাম।:)

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শ্রদ্ধা জানবেন।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

আমি ইহতিব বলেছেন: আমিতো ভাবলাম আপনি গনক হয়ে গেলেন। :)

ভালো লাগলো পোস্ট পরিবেশনা।

আপনার নতুন বছর শুভ হোক।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আপনারও নতুন বছরটা আগের চেয়ে আরো ভালো৯ কাটুক এই প্রত্যাশা করছি।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

নিয়েল হিমু বলেছেন: ছবি গুলো দারুন তো ।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হিমু, ভালো থাকুন, সব সময়।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

সুমন কর বলেছেন: ছবি ও পোস্ট সুন্দর হয়েছে।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, জেনে ভালো লাগলো।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

অন্য কথা বলেছেন: আমার রাশিতে তো পুরুষ Water-bearer আছিল .. মহিলা আসলো কেমনে :(

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: এর জন্য আমি কোনভাবেই দায়ী নই, ধন্যবাদ।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

নাহিদ রুদ্রনীল বলেছেন: আমি টুকটাক হাত দেখতে পারি। কারও হাত দেখাতে চাইলে যোগাযোগ করুন। :-P

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: নীল ভাই, আপনি কি আমার ভাত মারার তালে আছে নাকি :-B

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

রাবেয়া রব্বানি বলেছেন: তেমন কিছু মিলে নাই

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আপনার জন্য নতুন রাশি আবিস্কার করতে হবে B-)

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার সাথে মিলে নাই :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: :(( :((

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

আদম_ বলেছেন: ভালো কিছু থাকলে রাশিফল বিশ্বাস করতে ইচ্ছা করে..............
খারাপ কিছু থাকলে, মনে হয় রাশি-মাশি সব ভুয়া..........

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি কখনো এগুলো বিশ্বাস করিনা, ধন্যবাদ।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯

সুমন জেবা বলেছেন: ছবিগুলা সেইরম !! হইছে ..

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আশা করি আপনার রাশিফল জেনে নিবেন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.