নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

একটু ফান.........

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৩৬



নেই কাজ তো খই ভাজ টাইপের একটা পোষ্ট দিলাম, যারা অবসর আছেন তরা একটু ঢু মেরে দেকতে পারেন, আশা করছি মন্দ লাগবে না:)



(২) আঁকাঝোকা।





(৩) ডিজিটাল ঘড়ি।





(৪) ডলার লাগলে আহেন।





(৫) কর্মফল।





(৬) সংসারে ফাটল ধরলে যা হয়।





(৭) টিটিকে ফাঁকি দিয়া বিনা টিকেটে রেলে চড়ার মজাই আলাদা।





(৮) রকেট গতিতে সাইকেল চালানোর পদ্ধতি।





(৯) খুব তাড়াতাড়ি কোথাও যেতে চাইলে এটাতে চড়ে বসতে পারেন।





(১০) কার পার্কিং এর সহজ পদ্ধতি।





(১১) চায়ের তেষ্টা একটু বেশী পেলে কি আর করা?





(১২) বোতলের ভেতরে কি আছে না দেখে কি আর খাওয়া যায়?





(১৩) আমাদের ঢাকা শহরে বৃষ্টির পর পর সাইকেল চালালে যা হতে পারে।



নেট থেকে সংগ্রিহীত।

মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৪০

বেলা শেষে বলেছেন: good post , some Thing to learn, i like it , i learn it.

০৫ ই মে, ২০১৪ সকাল ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: এটা কঠিন কিছু না, ছবি পোষ্ট যেভাবে দেন এটাও সেভাবেই দিতে হবে।

২| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৪২

বেলা শেষে বলেছেন: The dirty writer they will unable to do it .....so they will very angry.

৩| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৪৪

সুমন জেবা বলেছেন: অনেক হাসলাম ;)
সুন্দর পোষট ..

০৫ ই মে, ২০১৪ সকাল ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জেবা, ভালো থাকুন, সব সময়।

৪| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~ =p~

ছবি গুলো কিভাবে এডিট করে??

০৫ ই মে, ২০১৪ সকাল ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: এই লিঙ্কে ঢুকে পড়ুন, আর ছবি পোষ্ট যেভাবে দেন ঠিক সেভাবেই বাকি কর্ম সারতে পারবেন।

৫| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

চুক্কা বাঙ্গী বলেছেন: আপনার সব ছবি চলমান দেখাচ্ছে কি করিয়া? আমি দিলেতো এইরকম আসেনা!

০৫ ই মে, ২০১৪ সকাল ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আমি চলমান ছবিই দিয়েছি, তাই চলমান দেখাচ্ছে. এখানে ঢু মারলে এমন অনেক চলমান ছবি পাবেন

৬| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:১২

এস প্রামানিক বলেছেন: fantastic post.

০৫ ই মে, ২০১৪ সকাল ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ

৭| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি চমেতকার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৫ ই মে, ২০১৪ সকাল ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আমিও তাই কই :-B

৮| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

আমার নাম প্রভা বলেছেন: ভাই কি ভাবে এরকম করলেন । আমার সাদা মনে কাদা নেই যদি একটু নিয়ম কানুন বলতেন।

০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগে ছবি দেওয়ার নিয়মেই আপনি এগুলো দিতে পারেন, নিচে দেখেন অনেকেই পেরেছে।

৯| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

তূর্য হাসান বলেছেন: হেব্বি মজা পাইলাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

১০| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

জামাল হোসেন (সেলিম) বলেছেন: যারা অবসর আছেন তরা একটু ঢু মেরে দেকতে পারেন....।

অবসরে নাই, তবু তার ফাঁকেই যা দেখার দেখে নিলাম ভাই সাদা মনের মানুষ। দেখলাম আর হাসলাম। আপনি পারেনও বটে! :D

১১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:১০

কস্কি বলেছেন: অনেক হইছে এবার
B-)) B-)) B-))


গতবছর কোন এক হরতালের দিনে হোংটামী কইরা এইটা বানাইছিলাম, কাজে লাইগা গেল >_< B-)


;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে :-B

১২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: চেষ্টা করে দেখি , পারি কি না!

০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০৪

সাদা মনের মানুষ বলেছেন: সাবাশ :D

১৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:০০

মামুন রশিদ বলেছেন: হুম সুন্দর ।

০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রশিদ ভাই।

১৪| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৩৪

রাতুল_শাহ বলেছেন: সিরাম সুন্দর ভাই।

০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধইন্যা :-B

১৫| ০৫ ই মে, ২০১৪ রাত ১:৫৩

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: মাথা পল্টি লৈল

০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ঠান্ডা পানি ঢালেন :)

১৬| ০৫ ই মে, ২০১৪ দুপুর ২:৫৮

চুক্কা বাঙ্গী বলেছেন: একটু চেক কইরা দেখি ব্রাদার। আপনার পোস্টে স্প্যামারের মত অপ্রাসঙ্গীক ছবি পোস্ট করার জন্য দু:খিত।

০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: :( :(

১৭| ০৫ ই মে, ২০১৪ দুপুর ২:৫৯

চুক্কা বাঙ্গী বলেছেন: নাহ! হইল না। আমারটা স্টিল ফটো দেখাচ্ছে।

০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আবার ট্রাই করে দেখেন, হয়ে যাবে।

১৮| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২৩

আদম_ বলেছেন: াহাহাহাহাহাহাহাহাাহাহাহা
পৃয়তে

০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আদম ভাই, কেমন আছেন ?

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবি গুলা কিভাবে ডাউনলোড করতে পারি

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: জিফ ইমেজ ডাউনলোড করার কৌশল আমার জানা নাই বাবু ভাই

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: |-) |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.