নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রচন্ড গরম। ইদের ছুটাটা গরমে অনেকটা অতিষ্ট করে রেখেছে জন জীবন। আসুন কিভাবে গরম দূর করা যায় তার কিছু টিপস্ জেনে নেই।
(২) সাগরের পাড় ধরে ঝিনুক কুড়াতে নেমে পড়ুন, মাঝে মাঝে সাগরে নেমে শরীরটা ভিজিয়ে নেবেন।
(৩) যারা সাতার জানেন না, তারা বাতাস ভড়া টিউব নিয়ে সাগরে নামতে যেনো ভুল করবেন না।
(৪/৫) গরম তাড়ানোর সব চেয়ে কার্যকরী উপায় হলো দিগম্বর দৌড়
(৬/৭) কাঁদা মাখা পদ্ধতিটা ও খারাপ না, প্রথমে নদীর পাড় থেকে শরীরে কাঁদা মাখবেন তারপর নদীতে ঝাপিয়ে পড়বেন, এমন ভাবে চলতে পারে ঘন্টার পর ঘন্টা।
(৮) আজকে বিশ্ব বন্ধু দিবস, তাই বন্ধুরা মিলে এভাবে কোথাও পানি পেলেই নেমে যেতে পারেন।
(৯) অনেক উঁচু যায়গা থেকে এভাবে লাফিয়ে পড়তে পারেন, যত উঁচু থাকে লাফাবেন ততই পানির গভীরে যাবেন, আর যতো গভিরতা ততোই ঠান্ডা
(১০) যাদের ফটোগ্রাফির সখ আছে তারাও ক্যামেরা নিয়ে এভাবে পানিতে নেমে যেতে পারেন।
(১১) বুক সমান পানিতে নেমে এক্কা দোক্কা খেলতে পারেন।
(১২) নৌকায় চড়লে গরম লাগে বলে নিজেরাই পানিতে নেমে নৌকা ঠেলে নিয়ে যেতে পারেন।
(১৩) যারা সাতার জানেন না তারা লাইফ জ্যাকেট পড়ে নিয়ে দল বেধে পানিতে নেমে জলকেলী করতে পারেন।
(১৪) আশে পাশে লাফানোর জন্য উঁচু জায়গা না থাকলে অন্যের কাধে উঠে এভাবে লাফাতে পারেন।
এবার দেখেন আপনারা কে কোনটা করে গরম দূর করতে স্বচ্ছন্দ বোধ করেন
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: বিনুদিত হওয়া ভালো
২| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮
হামিদ আহসান বলেছেন: ঠান্ডা হবার ভাল উপায় ......................
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে চালিয়ে যান
৪| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭
সুমন কর বলেছেন: !! সুন্দর !!
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
৫| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪
মুদ্দাকির বলেছেন: সুন্দর !!
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৭:০৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুদদাকির ভাই, শ্রদ্ধা জানবেন।
৬| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৭
ডি মুন বলেছেন: হা হা হা। দারুন। বিশেষ করে লাইফ জ্যাকেট পরে জলকেলি খেলার ছবিটা দেখে ভীষণ হাসি লেগেছে।
ভালো থাকুন নিরন্তর।
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: মুন, আপনিও ভালো থাকুন, সব সময়।
৭| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০৭
পাজল্ড ডক বলেছেন: ১৩ নং এর এক্সপেরিয়েন্স আমারো আছে,সেইরকম লাগে
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে করলেও ডুবে যাওয়া যায় না, শুধুই ভাসিয়ে রাখে
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৭:১৭
রাজিব বলেছেন: লাইফ জ্যাকেট কতক্ষন একজনকে পানিতে ভাসিয়ে রাখতে পারে। দাম কেমন?
বরাবরের মত দারুণ পোস্ট।
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮
সাদা মনের মানুষ বলেছেন: লাইফ জ্যকেট যতোক্ষণ একজন মানুষের গায়ে থাকবে সে ইচ্ছে করলেও ডুবে যেতে পারবে না, দাম জানা নাই, তবে খুব বেশী হওয়ার কথা না, আনুমানিক৩০০/৪০০ টাকা হতে পারে।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৮:৫১
লেখোয়াড় বলেছেন:
মজার পোস্ট।
ভাল লাগল।
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খেলোয়ার, ভালোভাবে খেলে যান, আমরা আছি সাথে
১০| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৪
আদম_ বলেছেন: সুন্দর
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:১১
মৃদুল শ্রাবন বলেছেন: ফটোগুলান দেইখ্যা বিনুদিত হইলাম।