নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
চোখে সর্ষে ফুল দেখা বলে একটা প্রবাদ বাংলা ভাষায় প্রচলিত আছে। আসলে ওটা হলো মাথায় আকাশ ভেঙ্গে পড়া বা মহা বিপদে পড়ে পথের দিশা না পাওয়া। আমার সর্ষে ফুল কিন্তু .....একেবারে খাটি সর্ষে ফুল
(২)
(৩)
(৪)
(৫)
(৬)
(৭)
(৮)
(৯)
(১০)
(১১)
(১২)
(১৩)
(১৪)
(১৫)
(১৬)
(১৭)
(১৮)
(১৯)
(২০)
(২১)
(২২)
এবার দেখেন তো আপনারাও চোখে সর্ষে ফুল দেখছেন কিনা
১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: ভুত দেখে অভিভুত, সুন্দর ছন্দ তো
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০১
সাদা মনের মানুষ বলেছেন: পোষ্টখানা এমন হলো ক্যান? একাই প্রথম পেজের অর্ধক দখল করে নিলো
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১
বিপ্লব06 বলেছেন: সর্ষে ফুল দেইখা যে এত্ত ভালু লাগে এইটা এই অধমের মাথায় আগে আছিল না!
ভাই আপনের ছবিগুলারে বহুত ভালা পাইছি!
পরথম টা তো পুরাই লা-জওয়াব!!!
১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিপ্লব ভাই, তাহলে আর কোন জওয়াব দেওয়ার দরকার নাই
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৭
আহলান বলেছেন: হ দেখতাচি ....চোখে আমি সরষে ফুলই দেখতাচি .....
১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আমারো একই অবস্থা
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: স্নিগ্ধ সুন্দর সব ছবি
১ম ভালোলাগা ভ্রাতা ++++++
শুভ সকাল ।।
১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রায়হান ভাই, শুভেচ্ছা অবিরত
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চোখে সরষে ফুল দেখছি।
মনমুগ্ধকর সব ছবি+++++++++++++
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আমিও
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৭
আম জনতা০৭ বলেছেন: কবির ভাষায় বলতে হয়, দেখা হয় নাই চক্ষু মেলিয়া............
অথবা আমার সোনার বাংলা।
মুগ্ধ করে দিলেন ভাই
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৮
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাই
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
আছিয়া হক বলেছেন:
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৭
সাদা মনের মানুষ বলেছেন:
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১
বলেছেন:
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
আমির হোসেন বলেছেন: নতুন এলাম। আপনাকে চিনি চিনি মনে হয়। আপনার নামটা মনে করতে পারছি না।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আমির ভাই, আপনার কথায় মজা পাইলাম, তাড়াতাড়ি নাম মনে করেন, অন্যথায় জেল জরিমানা হয়ে যেতে পারে
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!! +++
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, শুভেচ্ছা অবিরত
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭
ইমিনা বলেছেন: এই নেন, এইটা আমার ছবি।
এবার বলেন, আপনার ছবিগুলো কোথা থেকে তুলেছেন? সুন্দর হয়েছে
১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ম্যাক্রোতে তোলা চমৎকার ছবি আপনারটা, আমার ছবিগুলো নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলা থেকে তোলা, ধন্যবাদ।
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
তুষার কাব্য বলেছেন: আমরাও সর্ষে ফুল'ই দেখলাম....
১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, সবার একই অবস্থ্যা
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫
পাজল্ড ডক বলেছেন: নতুন ভার্সনে ছবি গুলা বড় আসতেছে, আরো সুন্দর লাগছে!
১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আমার তো মনে হচ্ছে, আমি পুরোনো ভার্সনেই রয়ে গেলাম
১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪
মুহিব বলেছেন: কোনঠে । । । । ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আমার গ্রামের আশেপাশের এলাকায়
১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬
প্রামানিক বলেছেন: ১৩ তারিখের পরের পোষ্ট কই?
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০২
সাদা মনের মানুষ বলেছেন: ২৩ তারিখে একটা পোষ্ট আছে প্রামানিক ভাই
১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৩
ভিটামিন সি বলেছেন: চউক্ষে তো সইষ্যা ফুল দেখপার নাগছি। এই পোষ্টে নাঙ্গুবাবার আগমন পোষ্টকে সার্থক করয়িাছে। ছবিগুলার অধিকরণ কারক নির্ণয় করা জরুরী ছিল।
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
সাদা মনের মানুষ বলেছেন: অধিকরণ কারক আগে আমি নির্ণয় করে রাখতাম, এখন আর রাখিনা, আমি চাই আমার ছবিগুলো সবাই ব্যবহার করতে পারুক, ধন্যবাদ ভাই
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২২
নুরএমডিচৌধূরী বলেছেন: নয়ন ভরানো রুপে
আমি মুগ্ধ হয়েছি কবি
অভিভূত হয়েছি
দেখিয়া তোমার
মন্মাতানো ছবি
পোষ্টে++++++
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নুর ভাই, শুভেচ্ছা জানবেন
২০| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬
নীল আতঙ্ক বলেছেন: অসাধারণ
১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ নীল
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০০
পরিবেশ বন্ধু বলেছেন: কথায় বলে সর্ষে ফুলে লুকিয়ে থাকে ভুত
এমন হলুদ রং যে সেথায় দেখেই অভিভুত ।
ছবি গুলু ভাল লাগল
পোস্টে ধন্যবাদ ।।