নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
দেড় যুগ আগে ১৯৯৭ সালের ১২ জুন এই ছবিটা উঠিয়েছিলাম। তারপর কত ছবি উঠাইলাম এমন ছবি আর একটা হলো না।
১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
সাদা মনের মানুষ বলেছেন: কারো কারো জীবনে কিন্তু একাধিকবারও আসে কাবিল ভাই
২| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০২
এম. মাসুদ আলম. বলেছেন: সত্যিই অতুলনীয় ছবি তুলেছেন। গ্রাম বাংলার চিরায়ত ছবি।
view this link
১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, ধন্যবাদ
৩| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১১
বেসিক আলী বলেছেন: আমার বয়স তখন ১৬ কি ১৭ বছর। এস এস সি র রেজাল্টের অপেক্ষায়
১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
সাদা মনের মানুষ বলেছেন: আমার তখন ২৬ +
৪| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
কাবিল বলেছেন: লেখক বলেছেন: কারো কারো জীবনে কিন্তু একাধিকবারও আসে কাবিল ভাই
ভাই আমি বিবাহের কথা বলিনি, সময়ের কথা বলেছি।
একই সময় যদি একাধিকবার আসতো তাহলে আপনি একাধিকবার একই ছবি তুলতে পারতেন।
ধন্যবাদ আপনাকে।
১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই
৫| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
জামাল হোসেন (সেলিম) বলেছেন: খাওয়াটা ভালো হয়েছিল তো ভাই ২৬+ ?
১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, সে কি আর বলতে হয়?
৬| ১৩ ই জুন, ২০১৫ রাত ৯:০২
জুন বলেছেন: তারিখটা আমার কাছেও important সাদামনের মানুষ
আমার জনমদিন
শুভকামনা রইলো অনেক
১৪ ই জুন, ২০১৫ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: তাই বুঝি নাম নিয়েছেন জুন?
৭| ১৩ ই জুন, ২০১৫ রাত ৯:১১
এ কে এম রেজাউল করিম বলেছেন: আমার বয়স তখন ৩৪, তার আগের বছর আমি বিবাহ করিয়াছিলাম আমেরিকা থেকে লেখাপড়া করে উড়োজাহাজ প্রস্তুতকারি কমপানিতে চাকুরী পাওয়ার পরে। ঠিক এমনি কিছু ছবি আমার সেই বিবাহ অনষ্ঠানের ছিল যা এখন শুধুই ব্যাথার স্মরন।
আমার জন্মদাতা পিতা তার সেচ্ছাচারিতা বাস্তবে রূপান্তরিত করিয়া আমার বিবাহটি ভাংগিয়া দিয়াছে।
সেই ক্ষয় থেকে আমি এখনও সারিয়া উঠিতে পারি নাই।
এখন আমি ভন্ড, প্রতারক ও ভবঘুরে।
১৪ ই জুন, ২০১৫ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই কষ্টের বিষয়, আপনার প্রতি সহানুভুতি।
৮| ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।
১৪ ই জুন, ২০১৫ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা
৯| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৫০
কামরুন নাহার বীথি বলেছেন: দাদাভাই -এর বিবাহ বার্ষিকী নাকি আজ? তাই এই দিনটির আর ছবিটির কথা খুব বেশী করে মনে পড়ছে???
অনেক অনেক শুভেচ্ছা!!!
১৪ ই জুন, ২০১৫ রাত ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিক বলেছেন বীথি আপু
১০| ১৪ ই জুন, ২০১৫ রাত ৯:০৬
মায়াবী রূপকথা বলেছেন: এমন সময় আর আসবেনা। সত্যি দুর্লভ ছবি হয়েই থাকবে আপনার জীবনে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক যেন মায়াবী রূপকথা
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
প্রামানিক বলেছেন: বিয়েটা কার?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আমার বউয়ের বিয়ে
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫১
কাবিল বলেছেন: এই সময়টা একবারই আসে।
সুন্দর স্মৃতিচারণ ভাল লাগলো।