নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

আড্ডাবাজি করতাম চাই

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২



প্রতি শুক্রবারে একটা আড্ডাবাজির পোষ্ট দিতে চাই, আড্ডাবাজরা আওয়াজ দিয়েন, আপনাদের আওয়াজের উপরই নির্ভর করবে আড্ডাবাজি প্রতি শুক্রবারে চলবে কিনা..............

মন্তব্য ২২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

কল্লোল পথিক বলেছেন:






গুড আইডিয়া।
চলবে

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ওকে তাহলে প্রস্তুতি নেন :)

২| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার জিগায়,কও কি ভায়া
এক ঠ্যাং-এ তে রাজী;
একি কথা কবেন সব্বাই
হাজার টেকা বাজী। :D

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আরেক ঠ্যাং রাইখা আইছেন কুন্ডাই হেইয়া আগে কন =p~

৩| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: চা টা এখনো বেশ গরম, তাড়াতাড়ি খেতে গিয়ে জিহবার ১২ টা বাইজা গেছে,

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: গরম চা কিছুক্ষণ পরেই ততা হইয়া যাইবো, নো চিন্তা :-B

৪| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

রুদ্র জাহেদ বলেছেন: ভালোইতো চলুক ভার্চুয়াল আড্ডা...

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, দল ভারী হইতাছে দেইখা ভাল্লাগতাছে !:#P

৫| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এক পায়ে খাড়া।

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: খাড়া থাকলে হইবোনা, সাথে সাথে দৌড়াইতে অইবো ( বুড়া মানুষ কোন কামের না, যতই কই, খাড়াইয়াই থাকবো টাইপের ইমো হবে)

৬| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আড্ডা ছাড়া বাঙালী কী চলতে পারে? কফি হাউসের সেই আড্ডাটা.........

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন:

৭| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আম আদমি বলেছেন: রাজি আছি জনাব। বিনুদন চাই।

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আম জনতা, আম আদমি, সবাই আমরা এক সাথে আছি, সুতরাং ............ :D

৮| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেখছেন কামাল ভাই? কইছিলাম না!

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: দেখতাল তো, এখানে ব্লগার একজনও নাই, সব আড্ডাবাজ ;)

৯| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২

ফেরদৌসা রুহী বলেছেন: আড্ডার পাগল আমি তাতো ভালো করেই জানেন।

আগে কত আড্ডা দিতাম। এখন সময় পাইনা। আড্ডা চলুক।

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে যারা ছিলাম সবই তো এই রুগী ছিলাম :-B

১০| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেরদৌসা ঠিকই সময় কইরা আড্ডা দিব কামাল ভাই। ভইন আমার মহা আড্ডাবাজ।

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আড্ডাবাজের স্ত্রীলিঙ্গ কি? আড্ডিবাজ? :-B

১১| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ঐ মিয়া আড্ডা পোস্ট দিয়া আপনি হারাইলেন কই? X((

জলদি কইরা এক কাপ কফি আর একটা ব্যান্সন লইয়া চইল্লা আহেন! ;)

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন:
নেন কফি দিলাম, এইবার দেহি ব্যাঞ্চন খুঁইজা পাইনি :D

১২| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: এটা কেমন হইল গিয়া, আমরা সবাই আড্ডা দিবাল্লাই আইছি,আর আপনি আমাদের খাড়ায়া রাইক্কা কই চইল্লা গেলেন গ্যা?

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: এমন কথা কইয়া আমাদের হৃদয় ভাইঙ্গা দিয়েন্না, আগাইয়া যান সাথে আছি

১৩| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

তার আর পর নেই… বলেছেন: বিষয়বস্তুটা কি?

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: সমকালিন, আপদকালিন, বিপদকালিন, কিংবা কালিন ছাড়া যেই কোন বিষয় হতে পারে, খালি রাজনীতি আর ধর্ম বাদ দিয়া :D

১৪| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কি করি ভাই এক ট্যাঙ্গে রাজি থাকে ক্যামনে? উনি ল্যাংড়া নাকি? ;)
বিষয়ডা তদন্ত কইরা বের করনের দাবি জানাইয়া গেলাম...... :P

মুই কইলাম দুই পায়ে খাড়া!

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে কিন্তু টাইগার মানুষ, পুড়া চাইর পায়ে খাড়া থাক্তেই হইবো B-)

১৫| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন:
ঐ মিয়া আড্ডা
পোস্ট দিয়া আপনি হারাইলেন
কই?
জলদি কইরা এক কাপ কফি আর
একটা ব্যান্সন লইয়া চইল্লা
আহেন!
আল্লাই জানে আপনার আবদার শুইন্না নাকি
ভয় পাইয়া গ্যাছে,

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন:

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: পারভেজ ভাই, আপ্নে সবাইরে বিতরন কইরা দেন, আমি দেখি কিচেনে আর কিছু আছে নাকি :-B

১৬| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: রুহি আপুনিইইইইইইই আপনি এতু আড্ডাবাজ হেইয়া তো মুই আগে জানবার পারি নাই? কামাল ভাই, রুহিপুর খরগশের বাচ্চা কেমন আছে একটু জিগাইয়েন তো? ;)

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই কই খাইচ্ছত যায়না ধুইলে, টাইগার খালি সব সময় খরগোশ খুঁজে, খরশোশ যে টাইগারকে কুয়ায় ফেলে হেইয়া ভুইল্লা গেলেন কেম্নে? ;)

১৭| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: যার বাড়ি তার খবর নাই

পাড়া পড়শির ঘুম নাই =p~

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আপু আপনি দায়িত্ব নিলে আমি একটু ঘুমাতে পারি :)

১৮| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাই, আড্ডা তো শুরু হইয়া গেল! :)

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: সব দুষ আপ্নের

১৯| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: বাঘ মামা খরগোশের বাচ্চা সহি সালামতেই আছে। সারাদিন খায় আর লাফালাফি করে।

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: বাঘ মামাকে খরগোশের খবর দিয়ে দিলেন, ওর নিরাপত্তার বিষয়টা এখন কে দেখবে আপু?

২০| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: @পারভেজ ভাই, হইতেও পারে মনে কয়! যদ্দুর জানি কামাল ভাই সহজ সরল পুলা। ব্যাঘ্রর হুংকারে উনি ভয় পাইয়া ঝাড় ফুক নিতে গেছেন কিনা আল্লায় জানে!

কামাল ভাই ভুই পাইয়েন না! বুকে থুত্থুড়ি দেন....... ;)

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: হ, ভাই আপনার সাদা মনের কথাই ঠিক, আমি এক্কেরে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট পুলা :D

২১| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাই আড়ালে বইসা মুচকি মুচকি হাসতাছে।

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: অট্ট হাসি দিলে দাঁতে ব্যথা হয়, কি করমু কন! :-B

২২| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: হে হে আড্ডা জমে উঠতেছে, চা কপির পরিমাণ কমে গেলে আমারে বইলেন, মুই রেডি আছি,
কিন্তু কইলাম,সিগারেট এর কথা কইবেন না, মোর কাছে নাই ও,পছন্দ ও করি না,

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: পারভেজ ভাই, টাইগার ভাই কইছে, আপ্নে ওয়েটারের দায়িত্ব নিবেন, আমার কুনু দুষ নাই B-)

২৩| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: রুহীপু,
যাক আল-হামদুলিল্লাহ! আপনাগো লইয়া বড়ই টেনশনে থাকি! বুঝলেন না?
আরে পাবলিক ফিগার তো! সিটিকর্পোরেশন নির্বাচনে খাড়াইতে চাইতাছি তো, হের লাই সকলের একটু খোঁজ খবর নিতাছি আর কি! ;)

ভুটটা কদবেল মার্কায় দেওনের অনুরোধ কইরা গেলাম!

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমি আমরা মার্কার সাপুট করি

২৪| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

ফেরদৌসা রুহী বলেছেন: বাঘ মামা আড্ডার দেখছেন কি :P


আগে কামাল ভাই, হেনা ভাই, নাহার আপা, আমি আরো কয়েকজন আড্ডা পোস্টে কমেন্টের বন্যা বইয়ে দিতাম।

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: এখন দেখতাছি, বাঘ মামা একাই ৪২০ B-)

২৫| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

গুলশান কিবরীয়া বলেছেন: আমি হলাম এক নাম্বারের আড্ডাবাজ । আর সাদা মনের মানুষ হলে তো কথাই নেই । তবে একটা কাপে তো হবে না , অনেক গুলো কাপ লাগবে । আরও চায়ের কাপ জোগাড় করেন । ;)

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আইজকা কিন্তু আপ্নার নাম্বার ২৫ :D

২৬| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আড্ডাবাজের স্ত্রীলিঙ্গ মহিলা আড্ডাবাজ। ঠিক কইছি না? ভুল হইলে ক্ষ্যামা দিয়েন।

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আমার কাছে মনে হইতাছে আড্ডিবাজ হইবো, ডিকশনারী খুঁজতে হইবো B:-)

২৭| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আড্ডাবাজ ব্যক্তিদের চা কফি সরবরাহের জন্য সামুর তরফ থেকে একটা টি-স্টল খোলা হোক! আর সেই টি-স্টলের টি বয় হিসাবে আমাগো পারভেজ ভাইরে নিয়োগ দেওনের জোর দাবি জানাইতেছি....... ;)

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ কন্নাই

২৮| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: ফেরদৌসা রুহী, হায়!হায়!! কি কইলেন,
অসময়ে
বন্যা বইতে শুরু করলে মোরা কোথায় যামু,

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: হৃদয় ভাই, কলা গাছ রেডি রাইখেন :D

২৯| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: তেব্রো প্রতিবাদ জানাইলাম! X((

হের লাইগাই বুঝি ভাবির লগে আপনার নিত্য ঝগড়া বাঁধে? শাড়ি কইলে আনেন হাড়ি, ছাতা কইলে আনেন কাঁথা!
হুম, বিষয়টা তাইলে বুঝবার পারছি! :P

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: আমি আগেই কইছিলাম, টাইগার গেয়ানী লুক B:-)

৩০| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা এই বন্যা সেই বন্যা না =p~

এই বন্যা কমেন্টের বন্যা।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: হৃদয় ভাই, আপনার বন্যার বিষয়টা হৃদয় দিয়া উপলব্ধি করতে পারে নাই B-)

৩১| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাই, আড্ডায় খানা পিনা কই? আমি আবার খালি পেটে আড্ডা দিতে পারি না। খাই আর আড্ডা দিই। এই অভ্যাস আমার মরহুম পিতার থাইকা পাইছি। তিনি পাইছিলেন তার পিতার থাইকা। তিনি পাইছিলেন......

৩২| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: আরেক ঠ্যাং রাইখা আইছেন কুন্ডাই হেইয়া আগে কন =p~

কানাবগী স্টাইলে
এক ছিলো উপড়ে;
ভাগ্যিস কয়েছিলে
কি যে ছিনু ফাঁপরে।

আড্ডাতো অলরেডি
অল্পতে গেছে জমে;
এসেছে সবাই হেথা
তুমি খালি আছো চামে।

চা দেবার ডরে তুমি
গেছো খাট তলে লুকি;
আমি আর বাঘমামা
শেয়ারেতে বিড়ি ফুঁকি।

আরি আরি দেখো ভায়া
আবুহেনা দাদা হেথা;
হাতে বিড়ি মুখে ধোয়া
বিড়িখানা লুকি কোথা?

মরনের শেষ নেই
আরো হেথা রুহীপু;
ঐ ব্যাটা টাইগার.......
বিড়ি লুকা মামুরপো।

বিশ্বাস কর আপু
বিড়ি আমি খাইনা;
টাইগার বদে কয়
দ্যাহনা ইট্টু টাইনা।

তাই স্রেফ টেস্ট করি
জীবনে আর খামুনা;
কামালদা'র চা না খায়া
এইবেলা যামুনা।

ভালো কথা কও দিনি
খেলার কি আপডেট;
খেলা কি হইবো আইজ?
আছি বড় আপসেট।:(

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: এই তো কবিরাজরা ও লেখা শুরু কইরা দিছে, আড্ডা না জইমা যাইবো কই :D

৩৩| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বুঝবার পারছি, হের লাইগাই বুঝি আজকে বাংলাদেশের খেলাডা হইতাছে না! রুহীপু জ্যামনে বইন্যা বহাইয়া ছাড়ছে........ ;)

৩৪| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

থার্টিন বলেছেন: চলবে আড্ডা ......

৩৫| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন:


আমি খাবার দিয়ে গেলাম। যার যার মত খেয়ে নিয়েন।

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: আপু আমি ভেজ =p~

৩৬| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হেনা ভাইরে আড্ডা থিকা বয়কট করা হোক! উনার খালি খাওনের ধান্দা!
তয় কানে কানে কই, হেনা ভাইরে বাদ দিতাছি মুই যাতে একটু বেশি বেশি খাইবার পারি হের লাই! ;)

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাইয়ের ১৫ গুষ্টি আড্ডাবাজ, ওনারে বাদ দিলে আড্ডার ১৩টা বাজবো :-B

৩৭| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: ভালো , আছি তবে সমকালিন, আপদকালিন, বিপদকালিন, কিংবা কালিন ছাড়া যেই কোন বিষয় হতে পারে, খালি রাজনীতি আর ধর্ম বাদ দিয়া
রাজী ।

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: তাইলে আমি ভুট পাইছি :-B

৩৮| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: দ্যা রয়েল বেঙ্গল টাইগার ভাই, ঠিক আছে,
সবাই কইলে দায়িত্ব নিবার পারুম, কিন্তু
এ ক্ষেত্রে আপনি হইবেন আমার সহকারী,

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: হ আমিও সাক্ষি, আপনার একজন সহকারী খুবই জরুরী দরকার :)

৩৯| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কামাল ভাই দেহি বুইজ্জা ফেলচে! বহুতদিন খরগোশ দিয়া ডিনার করি না! আহারে.......(মুখ ভার করা ইমো হবে)

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: মুখে পাথর বান্ধেন দেইখেন কেমন ভার হয়, যতো বড় পাথর ততো বেশী ভার (খিক খিক খিক)

৪০| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০২

সুমন কর বলেছেন: শুক্রবার তো হবে না !!! অফিস আছে....

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আপনি শনিবারে আড্ডাইবেন, পোষ্ট তো সারা সপ্তাহই ওপেন থাকবো :D

৪১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: রহীপু সবার লাইগা খানাপিনার ব্যাবস্থা করলো কিন্তু মোর ব্যাপারটা ভাবলো না......


পারভেজ ভাই, মোর মেলা কাম পইড়া আছে। আজ আবার পশু সমবায় সমিতির কন্ফারেন্সে আমার যোগ দেওনের কথা বার্তা আছে! আপনি সহকারী হিসাবে আর একজনরে ডাইক্কা লন! :`>

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪

সাদা মনের মানুষ বলেছেন: লুকটা কান্দে কেরে!!

৪২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



এইসব ছবির খাওয়া দাওয়ার আড্ডায় আমি নাই । রিয়েল খানাদানা চাই ।
আমার সাথে আওয়াজ দেন আড্ডাচ্ছুক সবাইইইইইইইইই.................। :P

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনি জী এস মানুষ, আপনার সাথে কথা কওনের আগে আপনার ভিপির সাথে কথা কইয়া লই :D

৪৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাব দেখো সকলের
খানা নিয়ে ব্যস্ত;
চাইলুম আপডেট;
দেয়না কেউ, বেশ তো।

খাও খাও পেট পুরে
আমি আর নাই;
খালি কই রুহীপু'রে
সে দই ভুলি নাই।

কোন ফাঁকে এলে হেথা
প্রিয় আপু গুলশান?
জানো,টাইগারে বিড়ি খায়
কি বেয়াদব পুলাপান!!

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: টাইগার খরগোশ থুইয়া বিড়ি খাওয়া ধছে, খিক খিক খিক

৪৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: আপনি জী এস মানুষ, আপনার সাথে কথা কওনের আগে আপনার ভিপির সাথে কথা কইয়া লই :D

হেসে হই কুটি কুটি
কি সেন্স অব হিউমার;
জিএফ নাকি দিছে ছ্যাকা
বাজারে আছে রিউমার।(ফিসফিস)

কানেকানে বলি শুনো
সুমন কর কিসে বিজি;
সারাদিন ছিলো রমনায়
ডেটিংএতে সাজিগুজি।;)

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭

সাদা মনের মানুষ বলেছেন: সুমন ভাইয়ের ইজ্জতের তো দেখছি বারটা বাজিয়ে দিলেন ভাই B-)

৪৫| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কি করি ভাইরে মাইনাচ! বিড়ি খাইলে মানুষ বেয়াদব হয়, মুই কইলাম টাইগার! তাছাড়া মুরুব্বিরা কয় বিড়ি খাইলে নাকি ইস্মার্ট হওন যায়?

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪

সাদা মনের মানুষ বলেছেন:
আমারও ইস্মার্ট অইতে মুন্চায়

৪৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খেলা হইতেছে না দেইখা আবার আইলাম আড্ডায়। ফেরদৌসা যে খানা দিছে, ওইডা তো আমার একারই লাগব। আন্নেরা খাইবেন কী?

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭

সাদা মনের মানুষ বলেছেন: খেলা হয় নাই বইল্লা আপ্নে একা সব খাইবেন এইটা কিন্তু ঠিক না, কমপক্ষে মেজদারে কিছুটা দিয়েন

৪৭| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: হায় হায় রে আমি পিছনে পইরা গেলাম। চা টা কি শেষ না কিছু আছে।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২

সাদা মনের মানুষ বলেছেন: যে পিছনে পড়ে তার মার বড় গলা শুনতে চাই না আমরা B:-)

৪৮| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন:
ব্লগের আড্ডা দিতে প্রয়োজনে বাড্ডা যেতে রাজী আছি।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন: যান, তয় আবার ভাড়া চাইয়েন্না কিন্তু

৪৯| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: হেনা ভাই একপায়ের উপর খাড়া আমি তাইলে দুই পায়ের উপরে খাড়া হইলাম তবু প্রতি শুক্রবারে আ্ড্ডা চাই।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫

সাদা মনের মানুষ বলেছেন: শুক্রবারে আড্ডা চাইলে আপনাকে কি করি আজ ভেবে না পাই ভাই মতো ছন্দে ছন্দে কথা কইতে হবে

৫০| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই, আপনি কী এন্ট্রি ফি দিছেন? না দিলে কামাল ভাইয়ের কাছে একটা টিনের কৌটা আছে, ওইডার মইধ্যে ফালায়া দিয়েন।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: হক মাওলা, টিনের কৌটা ভড়ে যাক

৫১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

মেজদা বলেছেন: এখানে এত পোলাপান কী করে ?

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: পোলাপানের সাথে কিন্তু মেয়েপান ও আছে =p~

৫২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: সামু ব্লগের কর্তৃপক্ষের কাছে অনুরোধ, প্রতি শুক্রবারে আড্ডার পোষ্টটা স্টিকি করে দেয়ার জন্য।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: স্টিকি করলে কম খারাপ হয় না

৫৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: কোহিনুর ভাই, পোলাপানে এই খানে হাডুডু খেলায়।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ওনি তো তাল পাতার সেপাই, হাডুডু খেলবো কেম্নে?

৫৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পানের পিক ফেলব কনে?

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

সাদা মনের মানুষ বলেছেন: পান পাইলেন কই? এখানে তো রাখা আছে কচু পাতা, কচু পাতা চিবাইলে পিক ফেলা লাগে না, গলার ভেতর চালান কইরা দেন B-))

৫৫| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মেজদা আড্ডার গন্ধ পাইল ক্যামনে?

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৬

সাদা মনের মানুষ বলেছেন: লুকটার মনে হয় শকুনের চোখ, তাই গন্ধটা ঠিকই পেয়ে যায় :D

৫৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৩

মেজদা বলেছেন: হাডুডু খেলায় রেফারী লাগলে আমি আছি

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আবার কোথ্থেকে উড়ে এসে জুড়ে বওয়ার ধান্ধা করছেন, হাডুডুর রেফারী তো আমি

৫৭| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪

মেজদা বলেছেন: আমার নাকে মিটার আছে হেনা ভাই, আড্ডার গন্ধ পাইলে ছুটতে ইচ্ছা করে।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২

সাদা মনের মানুষ বলেছেন: বেচারার ডিজিটাল নাক

৫৮| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫

সায়েল বলেছেন: ব্যাপক আড্ডা চলছে দেখছি B-)

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, বইসা যান......খাবার দাবার আরো আইতাছে B-)

৫৯| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এত আড্ডা না দিয়া বাসায় গিয়া পড়াশুনা করেন। এ বছর ফেল করলে কিন্তু স্কুল থাইকা বহিস্কার হইবেন মেজদা।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: এই লুক জীবনে ও পরিক্ষায় পাশ কর্তে পারবে না

৬০| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

জুন বলেছেন: এই নেন আড্ডা শুরু করেন :

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

সাদা মনের মানুষ বলেছেন: জাল মুড়ির চাইতে চানাচুরটা বেশী মজা হইছে

৬১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:০১

মেজদা বলেছেন: বহিস্কার করলে আপত্তি নাই। আমি আড্ডা ছাড়ছি না।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: হেই কতা মনে অইয়া যায়, "জামাই বউরে কয় তরে আমি ছাইরা দিছি, তুই যা, বউ কয় তুই আমারে ছারলে কি হইবো, আমি তো তরে ছাড়ি নাই".......যামু ক্যান??

৬২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ সায়েল। হাঁ আমরা ভীষণ আড্ডাবাজ। আমাদের বংশে সবাই আড্ডাবাজ। আমাদের বাড়ির বুয়ারাও আড্ডাবাজ।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: বংশগত রোগ হইলে তো চিকিৎসায় আর কাম অইবোনা, অকালে আড্ডাবাজী কইরা ১০০ বছরের মধ্যেই মারা যাইবো দেক্তাছি

৬৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জুনের দেওয়া ঝালমুড়ি আর চানাচুর শুধু আমার আর মেজদার। আন্নেরা হাত দিবেন না।

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: হাত দেওয়ার দরকার কি? ঠোঙা মুখে ঢেলে নিলেই হয় B-)

৬৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৭

মেজদা বলেছেন: সাদা মনের হাদা মানুষটা গেল কই ?

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: নাক সামলাইয়া কথা কইয়েন কিন্তু মেজদা X(

৬৫| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:১০

জুন বলেছেন: বড়দা মেজদা সবাই খাইতে পারেন এই ভার্চুয়াল মুড়ি চানাচুড় B-)

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আপু আপনি কি মরেন ঝাল মুড়ি খেয়ে এই মেজদা ধামাকা দেহ বানাইছে? ওনার দরকার পান্তা ভাত আর কাঁচা পেয়াজ :D

৬৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৩

মেজদা বলেছেন: মরার খিদা মুড়িতে মিটে না।। @ জুন

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন:

৬৭| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৪

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: একটু জায়গা দেন মুই ফিইরা আইছি,
টাইগার ভাইরে দায়িত্ব দিয়ে একটু বিরতিত
গেছিলাম,
সবাইরে সুযোগ দেওনল লাই,

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার দয়ার শরীর ;)

৬৮| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৭

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: প্রামানিক বলেছেন: সামু
ব্লগের কর্তৃপক্ষের কাছে
অনুরোধ, প্রতি শুক্রবারে
আড্ডার পোষ্টটা স্টিকি করে
দেয়ার জন্য।

আমি প্রমানিক ভাইয়ের সাথে সহমত
পোষণ করছি,

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো দুই পায়ে খাড়া

৬৯| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪০

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: প্রমানিক ভাই, আপনারা চা টা পাইছেন তো?
আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে
টাইগার ভাই তার দায়িত্ব পালনে অবহেলা করছে,

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: নিচে তাকায়া দেহেন, প্রামানিক ভাই চায়ের গেলাসে ডুবাইতাছে

৭০| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: মুই কইলাম কি এতক্ষণ খেলা শুরু হয়না
কিল্লাই,
এবার বুঝবার পারছি,
খেলোয়াড়ররা সবাই সাদা মনের মানুষ এর পোষ্টে আড্ডা মারতেছে,

যান খেলা শুরু হইল

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: ওদেরকে আমি কইয়া দিছি বৃষ্টিতে ভিজার দরকার কি? তার চাইতে ব্লগে আহো আড্ডাবাজি করি B:-/

৭১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: পারভেজ ভাই, চা তো দূরের কথা জুন আপা একটু মুড়ি খাইতে দিছে তাও দুইজনে দখল কইরা রাখছে। খামু কেমনে?

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: জুন আপা তো আপ্নারে খাইবার কইছেনা, দেক্তে দিছে :-B

৭২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: হেনা ভাই, এন্ট্রি ফি আবার দিব কি, কামাল ভাই আড্ডা চালাইতে থাক আমরা তো আছিই।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আগে পকেটে হাত দেন

৭৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৮

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: মনে হয় আন্দোলন এ নামতে হবে,
কেউ কোন খাবার আনলে ২/১ জন মিল্লা দখল কইরা হালাই,
মোরা আমজনতা একটাও পাই না,

আর সাদা মনের মানুষ রে কই,
প্রমানিক আইল অনেক্ষন হইল,
খাড়ায়া রাখছেন কিল্লাই?
চা দিবার না পারেন,বসবার ত দিবার পারেন

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন:
হেতেরে তো চা দিলাম, হেতে চায়ের গেলাসে বইয়া পড়ছে ক্যান!!

৭৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৬

তাসলিমা আক্তার বলেছেন: আইস্যা গেছি মামুজান। কারে মামু কইলাম!! প্রেজেন্স দিয়া গেলাম। আবার আইতেয়াছি।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫

সাদা মনের মানুষ বলেছেন: হ আপু, মামু কারে কইলেন? মনে হয় বাঘ মামারে :-B

৭৫| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫০

মিজানুর রহমান মিরান বলেছেন: আমিও আছি কইলাম! B-)

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪

সাদা মনের মানুষ বলেছেন: হ, আমিও কইলাম :-B

৭৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫১

ধমনী বলেছেন: হাজির...
তয় অাফনে কই?

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি আর আপনি একই জায়গায় আছি, মানে ব্লগে :D

৭৭| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৫

ডা: শরীফুল ইসলাম বলেছেন: ওহ ঝাল মুড়ি !!!!! আহারে কতদিন খাইনা :(

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০২

সাদা মনের মানুষ বলেছেন: আইজকা মন খুলে খান, জুন আপু আপনাদের জন্য নিজে হাতে বানাইয়া পাঠাইছে :D

৭৮| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:১০

মনিরা সুলতানা বলেছেন: আড্ডা কি শেষ ,কিছু পাইতাম না চা কফি ?

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০১

সাদা মনের মানুষ বলেছেন:
কি কন আপু, আপনার জন্য সাত খুন মাপ, কন কয় কাপ লাগবো

৭৯| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: আড্ডা দিতে ভালই লাগে। আমারেও দলে নিয়েন! আমি পেয়াজ আর মরিচ কেটে আনছি!
মুড়িতে দিব বলে!

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: পেয়াজ আর মচিচে এতো ঝাঁঝ কেনো, আমার তো খালি মাথা ঘুর্তাছে

৮০| ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: খাবার শেষ এই আমি ............. বড় ভাই আমার খাওন কই?

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: শাহরিয়ার ভাই, লাইনে খাড়ান

৮১| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হাজির হইলাম -- কাজ ছিল বহুত তাই শুক্রুরবারদিন আইতে পারি নাই --- হাইটা আসতে আসলে শনিবার সকালে --- যাক দেন এক কাপ চা -- চা খাইয়া কতা কই -----------

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

সাদা মনের মানুষ বলেছেন:

৮২| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৫

প্রামানিক বলেছেন: কামাল ভাই লায়লা আপারে তাড়াতাড়ি চা দেন। অনেক দূর থিকা হাইটা আইছে।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: লায়লা আপুরে দিছি, আপ্নারে দিমু না

৮৩| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুক্রবারের আড্ডায় শনিবার আইলাম। কেউ নাই। চারদিক ফকফকা। সারারাত আড্ডা দিয়া সবাই নাক ডাইকা ঘুমাইতাছে। প্রামানিক ভাই কাউরে না পাইয়া ঘুইরা গেল।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: প্রামানিক ভাই সেকেন্ড হইছে, আমি আরো আগেই ফাষ্ট হইয়া গেছিগা :D

৮৪| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাই, ঘুম ভাংছে? না ভাংলে ঘুমের মধ্যেই শুনেন। আগামী শুক্রবারে পুষ্ট দেওনের সময় জানাইয়া দ্যান। আমি ফার্স্ট হইবার চাই। =p~

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: সকাল আট টায় দিলে কেমন হয়?

৮৫| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৬৪ নং কমেন্ট- মেজদার নাকে ঘুষা না মাইরা ক্ষমা করলে হয়না? ক্ষমা মহৎ গুন।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: মেজদার নাকে ঘুষা মারার সৎ সাহস কি আমার আছে? :P

৮৬| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

প্রামানিক বলেছেন: কোহিনুর ভাইরে নাক সামলাইতে কইছেন গন্দের জন্যে না ঘুষের জন্যে।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

সাদা মনের মানুষ বলেছেন:

৮৭| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২

বিদগ্ধ বলেছেন: মনে পড়ে যায় ছুডু কালের কথা। তখন কামাল মিঞা শুক্কুরবারে আড্ডা লইয়া আইতো! আপনি তো সাদামনের মানুষ! সাদামাটা মানুষ দিয়া কী আড্ডা অইবো বুঝতে পারতেছি না। যাউগ্গা, আশায় রইলাম।

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নের এতো ছুডুকালের কতা মন্থাকে কেম্নে!!

৮৮| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০২

তাসলিমা আক্তার বলেছেন: আশায় থাকিও কাউয়া
পাকিলে খাইও ডাওয়া
হি হি...প্রামানিকের মত ছড়া কাটতে মুঞ্চায়। কিন্তু ছড়াডা আমার আসেনা। শ্যালকের জীবন :(

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: শ্যালকের জীবন মানেটা কি আপু?

৮৯| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আর এক ঘণ্টা বাদে (মানে নয়টায়) দিলে খুব ভালো হয়। আপনার আড্ডা পোস্টে সারা দিন সারা রাত আড্ডা দিয়া সকাল আটটায় উঠতে কষ্ট হইতে পারে। আমার না, মেজদার।

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১

সাদা মনের মানুষ বলেছেন: গুরুজনের আদেশ অমান্য করলে বেহেস্ত দূরের কথা দোযখ থেকেও ফেরেস্তারা প্যাদানি দিয়া বাইর কইরা দিবো, তাই ৯টাই সই :D

৯০| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

ছায়ামান০০৭ বলেছেন: বাংলার টাকা ডিজিটাল ভাবে চুরি হইলো কেমনে বিষয়টা নিয়া চায়ের কাপে (চিনি ছাড়া ,কম বেশি,রং কড়া )ঝড় তুলুন

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ঝড় তুফান শিলা-বৃষ্টি সব সমানে তুলুন, আমি বাদামের ব্যবস্থা কর্তাছি

৯১| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুক্রবারের আড্ডা কী শনি রবিবার চলবে? পোস্টদাতারে কই, আগের মতো মন্তব্যের ফাঁকে ফাঁকে বেসম্ভব কিছু ছবি দিয়া আড্ডায় প্রাণ সঞ্চার করতে পারেন। এই পোস্টে কয়েকটা দিয়েছেন।কিন্তু মজা পাওয়ার মতো ছবি চাই। আগে মেজদা কিছু কিছু দিত। বুয়ার মোটর সাইকেল চালানো, পিছনে কাস্তে নিয়া বেগম সাহেবার স্বামী খোঁজা, ঘোড়ার টানে পিক আপ চলা এইরকম মজার সব ছবি।

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আগে তো শুক্রবারের আড্ডার মেয়াদ ছিলো পরের বৃহস্পতিবার পর্যন্ত, এবার কেনো নয়?

৯২| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১

লালপরী বলেছেন: আড্ডা মারতে চাই :`>

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তো হেইয়াই কই আপু, পরীদের সাথে কখনো আড্ডা মারা হয়নি, আশা করছি জম্বে ভালো :-B

৯৩| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাহ বাহ বাহ!

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

সাদা মনের মানুষ বলেছেন:

তবে তাই সই

৯৪| ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি আপনার গরু জন হইলাম কবে?

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

সাদা মনের মানুষ বলেছেন: :-P :P

৯৫| ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঘোড়ামানব! :P

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হ হ হ

৯৬| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৭৩ নং কমেন্টের জবাব- চায়ের কাপে এইডা পারভেজ ভাই না বাচ্চু মিয়া? এক পায়ের জুতা খুইলা গেছে। বাচ্চু মিয়াও এক পাটি স্যান্ডেল ফালাইয়া দৌড় দিছিল।

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: হইলে হইতেও পারে, আপ্নে গিয়ানি লুক :-B

৯৭| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৭৮ নং- মনিরা সুলতানা এত্ত চা খাইব ক্যামনে? দুই একটা এইদিকে চালান করেন।

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন:
মনিরা আপু ওনার ভাগ থেকে আপনার জন্য এক কাপ দিয়া দিছে

৯৮| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৮

তুষার আহাসান বলেছেন: আড্ডাতে আমি থাকব।
ি

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো অবশ্য থাকবেন, আর আড্ডায় আসতে আপনার দেরীর কারণ যে ভিসা জটিলতা সেইটাও জানি B-)

৯৯| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তুষার আহাসান ভাইরে আপনার টিনের কৌটাটা দিয়া কিছু আমদানী করেন কামাল ভাই। অত দূর থাইকা যখন আইছে, তখন পকেট খালি নাই।

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ওনি ভারত থেইকা আইছেন, ওনি আমাদের অতিথী, সুতরাং..........

১০০| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাপ হাতে খাড়ায়া আছে মাইয়াডা কেঠা?

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: তিনি একজন উইন্টার, বুঝলেন না? বুঝবেন কেম্নে? আপনি তো অতো লেখাপড়া করেন্নাই!


উইন্টার হলো গিয়া ওয়েটারের স্ত্রীলিঙ্গ =p~

১০১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আবার কী স্কুলে ভর্তি হব? মেজদা রাজী থাকলে দুইজনে একসাথে ভর্তি হইতাম।

১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: বুড়াদের স্কুল দেখে ভর্তি হইয়া গেলে কম খারাপ হয় না :D

১০২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আমারে ছাড়া আড্ডাবাজি চইলতো ন'... ওপরের সব বাতিল। এবার নতুন করে শুরু হোক! X((

১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আন্নেরে হেনা ভাই কুপিয়া খুঁজতাছে কাইলকা থেইক্কা

১০৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: শেষ পর্যন্ত তদন্ত করে প্রমাণ হইল, চায়ের কাপের ভিতরে নাকি আশরাফুল ভাইরে ঠ্যাংগানি দিয়ে ফালায় দিছে টাইগার ভাই,
হেয়া মোর কাছে ৩.৫৫ / ৪২০ ধারায় অভিযোগ দায়ের করেছেন,

আমি এর যথাযথ সমাধানের জন্য সাদা মনের মানুষ এর কোর্ট এ পাঠাইলাম,

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: সাদা মনে বিচার করলে হৃদয় ভাইকে আমার অপরাধী মনে হইতাছে =p~

১০৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আমার ভান্দবিডা কই? কেউ তো চেনেও না... ;(
@আবুহেনা ভাই যে খালি মাঠেই দৌড়াদৌড়ি করতেছে...
@মেজদা উঁকি মারে..... আগের মতো ফাল পারে না /:) সুবিধা পাইতেছে না... আজমিরে দরকার? অথবা নারসিন? ময়না?
@প্রামাণিক ভাই... ছড়া/ছন্দ ছাড়া মন্তব্য দিলে কিন্তু খবর আছে আপনার!
@রয়েল বেঙ্গল টাইগার তো খরগোশ নিয়ে মেতেছে...

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন:
আপ্নের ভান্দবিডা পাইছি,

১০৫| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সরি হলো লেট মোর
দোষ দিয়োনাকো মিয়া;
জুনাপুর বাসি মুড়ি
খেয়ে হলো ডায়রিয়া। B:-/

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন:

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ডায়রিয়ায় কোন ভয় নাই, ওরস্যালাইনের সাপ্লাই আছে প্রচুর ;)

১০৬| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মইনুল ভাই বহু লেট কইরা আইছে। তারে বেসম্ভব ফাইন করেন কামাল ভাই। ইমুন ফাইন করেন যেন দিতে না পারে। হে হে হে। =p~

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: হেইডার দায়িত্ব আপ্নারেই দিলাম =p~

১০৭| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ মইনুল ভাই। আমি বংশীয় আড্ডাবাজ ঘরের পোলা। আমার মরহুম পিতা ছিলেন আড্ডাবাজ, তাঁর মরহুম পিতাও ছিলেন আড্ডাবাজ, তাঁর মরহুম পিতাও...... আমার বিবি পোলাপান সবাই আড্ডাবাজ। বাসার কাজের বুয়ারাও আড্ডাবাজ। তাই আড্ডাঘরে কেউ না থাকলেও আমি থাকি। বুঝছেন? না আরও ভাইঙ্গা কমু?

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: কেউ কি আড্ডিবাজ ছিলো না?

১০৮| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
আমারে ছাড়া আড্ডাবাজি চইলতো ন' - মাঈনউদ্দিন মইনুল।
লেটে আইসা 'চুদুরবুদুর চইলতো ন।'- বংশীয় আড্ডাবাজ।

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আড্ডা ঘরের মালিকানা আপনার কাছে হস্তান্তর করা হলো, মুরুব্বী মানুষ, সবাইকে ধমক দিয়ে সোজা রাখতে পারবেন :D

১০৯| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধমক দিলে তো সবাই আড্ডা ছাইড়া পালাইব। :(

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: পালাইলে আবার ধমকাইয়া ফেরৎ আনবেন :D

১১০| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: সাদা মনে দেখতে গেছেন বলেইত ধাঁধায় পড়ে গেছেন?

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: হৃদয় দিয়ে দেখা হয়নি বলে হয়তো সমস্যা হচ্ছে :D

১১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪

এহসান সাবির বলেছেন: আড্ডায় দেরি করে আসায় আমাকে বেশি বেশি মিষ্টি খাওয়ান :D

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আগে কিছু ট্যাকা পাঠান :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.