নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

হিলারীর জন্য যাদের মন খারাপ তারা এখানে চইলা আসেন..........

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮


রানা ঘাটে জন্ম নিয়ে
ঘুরে বাংলাদেশ।
সবাই যেন আৎকে উঠে
দেখে তার বেশ।

পীরের আদেশ কয়না কথা
জবানটি তার বন্ধ।
জটা চুলে যায়না দেখা
চোখ থাকিতে অন্ধ।

ধ্বংস নাকি হয়ে যাবে
ধরলে তার গায়ে।
জুতা বিহীন হাটেন তিনি
গুটি গুটি পায়ে।

কেউবা বলে ভন্ড ফকির
কেউ বা দেয় গালি।
তাকে দেখে মনে হয়
যেন জ্যান্ত কালি।

ইঞ্জিল পাগলা নাম দিয়েছে
গুরু সোহাগ করে।
বিস্তারিত জানতে পারি
বায়োডাটা পড়ে।

আমার "কালী বাবা" পোষ্ট দেখে আমার বন্ধু পল্লব ছড়াটা লিখেছে, তার সামহোয়্যারইন ব্লগে কোন একাউন্ট নাই।

মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: তার চিন্তা মোটামুটি ভাল, ধন্যবাদ

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ট্রাম্পের চাইতে নাকি?? :D

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

সাদা মনের মানুষ বলেছেন:
তেতুল খাইলে গাছে চড়তে হবে, গাছে চড়া জানেন তো? না খালি স্বপ্ন নিয়াই ঘুরে বেড়ান? ;)

৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ভিনদেশের জয়-পরাজয় দেখে আমার কি লাভ?
এতে কারো মন খারাপ হয়নি।তবুও যদি কারো হয়ে থাকে,
তাদের জন্য সান্তনা। B-) ;)

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

সাদা মনের মানুষ বলেছেন: আমরা বেকার মানুষ কোন কিছু নিয়া মেতে না থাকলে সময় কাটে কেম্নে? :-B

৪| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:

স্বপ্ন আছে বুক ভরা কিন্তু কোথায় বাঁধি ঘর?
গাছে উঠতে মনডা চায় .......
কিন্তু দেখুন সিদ্দিক মামা কি কয় ?

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ছিদ্দিক মামার চা খাইতে মুন্চায়

৫| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

বাকরখানি বলেছেন: বেডার চোখগুলা সাদা আছে এখনও।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

সাদা মনের মানুষ বলেছেন: ছবির মধ্যে তো দেখতাছি আছে, এখন তো ওনার দেখা পাইনা।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হিলারি কার প্রেমিকা? কার মন খারাপ কিছুই বুঝলাম না। তয় সুন্দর ছরার জন্য পল্লব্ রে ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

সাদা মনের মানুষ বলেছেন: হিলারিরে নিয়া আমাদের তো লাফালাফির কমতি নাই, পল্লবরে আমি কমু নে।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হিলারির আসলে ফাটা কপাল। সে যদি আমেরিকার প্রেসিডেন্টের বউ না হয়ে বাংলাদেশের প্রেসিডেন্টের বউ হইতো তাহলে হয় প্রধানমন্ত্রী না হয় বিরোধী দলীয় নেত্রী একটা না একটা কিছু হইতোই। :-B

৮| ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার "কালী বাবা" পোষ্ট দেখে আমার বন্ধু পল্লব ছড়াটা লিখেছে, তার সামহোয়্যারইন ব্লগে কোন একাউন্ট নাই।


আপনার বন্ধুকে ধন্যবাদ। তার এ্যাকাউন্ট নাই, এ্যাকাউন্ট কইরা দেন। ছড়া তো মন্দ লেখে নাই।

হিলারি জিতে নাই ঠিক আছে, কিন্তু পাগলা ট্রাম্পরে নিয়া এখন আমেরিকার লুকজন কী শৃঙ্খলার মধ্যে পড়ে দেখেন। এই পাগল নিজের দেশেই এ্যাটম বোমা মাইরা বসে কী না কে জানে?

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন:
এই পাগল নিজের দেশেই এ্যাটম বোমা মাইরা বসে কী না কে জানে?.........কম খারাপ কন্নাই :-B

৯| ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তেঁতুল হুজুর একাই সব তেঁতুল খাইব? আমরা কী বানের জলে ভাইসা আইছি?

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে আপাতত চা খান, তেতুল খাইলে দাঁত চুক্কা অইয়া যাইবোগা B-)

১০| ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছিদ্দিক মামার চায়ে কী তৈল দেয়? তাইলে আমিও এক কাপ খাইতাম।

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন:

১১| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
@ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই,
আপনি বুড়া বয়সে তেঁতুল কি ভাবে খেতে চান?
আপনার দাঁত আছে তো?তেঁতুল খেতে দাঁত লাগে।

যদি দাঁত না থাকে, তাহলে সিদ্দিক মামার ফ্ল্যাটের নিচে।সিদ্দিক মামার দোকানে তেঁতুল চায়ের রং চা পাওয়া যায়।
যোগাযোগ করে দেখতে পারেন। তৈল চাতে আবার গ্যাসের সমস্যা হতে পারে ।নিজের খেয়ে উত্তম বুদ্ধি দিয়ে গেলাম। আশা করি কাজে দিবে।

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তেতুল চা কাইটাম্চাই, প্রেসারের একটু ভাব আছে তো B-)

১২| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: প্রথমে তো ভেবেছিলাম, আপনিই লিখেছেন........শেষে পেলাম, আপনার বন্ধু পল্লব লিখেছেন। উনাকে বলবেন, ভালো হয়েছে।

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আমি এমন লিখতে পারলে তো আমি বনের রাজা থুক্কু ব্লগের রাজাই হতাম :D

১৩| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:১৯

ডঃ এম এ আলী বলেছেন: শেষ মেষ কালী বাবার দরবারেই যেতে হবে বলে মনে হচ্ছে । বন্ধু ভাল লিখে, তাঁর আরো অনেক লিখা দেখতে চাই ।
শুভেচ্ছা রইল ।

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আমেরিকার অভিবাসীদের আর উপায়ই বা কি?

১৪| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ট্রাম্পের বিজয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

বিস্ময়কর নয়!!!!!!!

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: মুল আমেরিকানরা অভিবাসীদের কাছে সংখ্যালঘু হয়ে পড়ার ভয়েই ট্রাম্পকে ভোট দিয়েছে বলে আমার মনে হয়।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

আরজু পনি বলেছেন:
বেশ মজার হয়েছে।
ছড়াকার বন্ধুর জন্যে শুভেচ্ছা রইল।
আর আপনার জন্যেতো বটেই।

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ছড়াকার বন্ধু এখন আমার সাথেই আছে।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

প্রামানিক বলেছেন: এবার আমার ভাত মারছে। আমি এহন যাই কই?

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: আপনি এখন খালি বিল থেকে ধরে ধরে মাছ খাইবেন =p~

১৭| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কালী বাবার দোয়ায় ট্রাম্প প্রেসিডেন্ট হইছে। ডঃ এম এ আলী তার দোয়া নিতে গেছেন। আমিও যাবো। কালী বাবার দোয়ায় ভাইস প্রেসিডেন্ট হইলেও হইতে পারি। ট্রাম্পের চেয়ে আমি কম পাগল না।

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: আমাকে আপনার সহকারী বানাইয়েন কালী বাবা কইছে দোয়া করবো B-)

১৮| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: হেনা ভাইয়ের কথাই ঠিক---- কামাল ভাইও মনে হয় কালি বাবার দোয়া পাইছে। হের লাইগা দ্যাশে দ্যাশে ঘুইরা ছবি তোলে।

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: কালি বাবা কইছে আপ্নারেও দোয়া দিবো, তয় আগে ট্রাম্পেরে বুট দিতে হইবো ;)

১৯| ১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

প্রামানিক বলেছেন: হেনা ভাইরে তেলওয়ালা চা এক কাপ দিয়া গেলেন কই?

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই এক চুমুক খাইয়া রাইখা দিছে বাকীটা আপনি নাকি খাবেন :-B

২০| ১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

কাবিল বলেছেন: আপনার ছড়াকার বন্ধুকে সামুতে একাউন্ট খুলে নিতে বলেন।
জাতি তাঁর ছড়া পড়তে চায়।
কালী বাবার সঙ্গে সাক্ষাৎ করতে মুন্চায়।

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

সাদা মনের মানুষ বলেছেন: বন্ধুরে কইয়া দিছি

২১| ১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমেরিকার ইতিহাসে যা ঘটে নাই তাই ঘটতেছে ট্রাম্পর সময়...

শুরুতেই এত অর্থনৈতিক ক্ষতির কারণকি কোন প্রেসিযেন্ট হইছে বা হইছিল ইতিহাসে..!!!??/

ট্রাম্পের জয়ের খবর চাউর হবার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী শেয়ারবাজার ও মুদ্রাবাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে। এই পতনেই চোখে সর্ষে ফুল দেখছেন এসব তুখোড় ধনকুবেররা। টাকার হিসেবে এদিন তাদের লোকসান হয়েছে ৩ লাখ ২৮ হাজার কোটি টাকা (১ ডলার =৮০ টাকা ধরে)।

শীর্ষ ধনীদের সম্পদ নিয়ে ব্লুমবার্গের ইনডেক্স বিশ্লেষণে এমন তথ্যই মিলেছে।

ট্রাম্পের বিজয়ের পর বুধবার সকাল ১০টায় (সে দেশের স্থানীয় সময়) নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের এস অ্যান্ড পি সূচকের পতন হয়েছে ১.১ শতাংশ।

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: এটা কিসের আলামত কে জানে!!

২২| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:

শেয়ার বাজারে আমিরিকান ইলেকশন রিজাল্টের কি প্রভাব পড়বে তা জানতে চেয়ে
আকাশের ঠিকানায় ইমেইল করেছিলাম সর্বজান্তা কালীবাবার কাছে ।
কালী বাবা যা জানাল তা তুলে ধরা হল নীচে ।

US election result, opportunities for investor.

Dear Dr Ali
Donald Trump's meteoric rise to power was confirmed this morning after the Republican candidate swept past the 270 Electoral College votes needed to secure the presidency. That has led to slight falls in markets around the world, but not the turmoil many investors had predicted.

Trump has proven an unpredictable presidential candidate, and that is likely to add to the uncertainty and volatility that has been swilling around markets in recent months. However, that uncertainty means there is plenty of cash sat on the side-lines. The smaller than expected fall this morning, and subsequent recovery, suggests that investors are buying market dips. There is no reason to believe this won't continue, offering support for global markets.

Indeed some areas have even rallied this morning, including pharmaceutical and defence stocks, as a Trump victory could benefit the long terms prospects for businesses in these sectors.

If you are unsure as to the suitability of any investment please seek advice. The value of investments can rise and fall . If you have any queries, or there is anything I can do for you, please do not hesitate to contact me .

Yours sincerely

kali baba

১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: জয় কালী বাবার জয়........জয় আলী ভাইয়ের জয় B-)

২৩| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৬

ডঃ এম এ আলী বলেছেন: জয় তো বুঝলাম তয় আমার চা কোথায় ? B-)

১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নার চা আশরাফুল ভাই খাইয়া ফালাইছে, আমি কি কর্মু কন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.