নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প ছবিব্লগ

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৮


মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর আমেরিকার নির্বাচন নিয়া ব্লগ বেশ সচল হয়ে গেছে, মানে প্রচুর পোষ্ট আসা ধরছে, তাই আমিও নানা অঙ্গভঙ্গির জন্য বিখ্যাত ট্রাম্পকে নিয়া একটা ছবিব্লগ দিয়া ওখানে গা ভাসাইলাম।





















মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মূখ হল মনের আয়না.. ;)

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

সাদা মনের মানুষ বলেছেন: এখানে নানা রকম আয়না দেখা যাইতাছে B-)

২| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: বিদ্রোহী ভৃগু যথার্ত বলেছেন।

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমিও তাই কই

৩| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

অরুনি মায়া অনু বলেছেন: ছবি গুলোও দিয়েছেন আপনি। আপনার ছবিব্লগ দেখে হাসি পাচ্ছে। আর আমেরিকার জন্য আফসোস হচ্ছে।

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আমি ছবিগুলো দিয়েছি ঠিকই তবে আমিগুলো কিন্তু আমি তুলিনি আপু :-B

৪| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

হাবিব শুভ বলেছেন: ট্রাম্প কি আয়না বাজি দেখাইব তা দেখার আশায় বিশ্ব.।

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আয়নাবাজি এখনো দেহি নাই।

৫| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

ধ্রুবক আলো বলেছেন: উনি এখন আমেরিকার প্রেসিডেন্ট এইসব দেখে এখন কোন লাভ নাই হা হা হা.,,, আমেরিকার জনগন তাকে নির্বাচিত করেছে তার মানে ট্রাম্পকে উনারা পছন্দ করেন!!
যাইহোক ছবিগুলো ফাটাফাটি কালেকশন করছেন, ধন্যবাদ.,,,

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: আহেন আমরা ট্রাম্পকে বুট দেই :D

৬| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

সোহানী বলেছেন: যথার্থ ছবি !!!!!!!!

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে B-)

৭| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

কাবিল বলেছেন: আমিও একটা ছবি দিয়া আপনার ব্লগে গা ভাসাইলাম। :P

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আহেন দুইজনই ভাইস্যা যাইগা :D

৮| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

কাবিল বলেছেন: আমিও একটা ছবি দিয়া আপনার ব্লগে গা ভাসাইলাম। :P

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

সাদা মনের মানুষ বলেছেন: B:-)

৯| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

কাবিল বলেছেন: ধুর--- ছবি দেখা যায়না।

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ট্রাম্প মনে লয় আপ্নের লগে রাগ করছে :P

১০| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আর যাবো না আমিরিকা,
তোমার বাড়ীর পাশে বাড়ী করে থাকবো ঢাকা। B-) B-)
]
আর যাবো না আমেরিকা ( Donald Trump fact )

১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: অনেক দিন পরে সেই বিখ্যাত গানের কলিটা মনে করিয়ে দিলেন ভাই, শুভেচ্ছা জানবেন।

১১| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: ট্রাম্প ব্যাডার ছবি নিয়া আর ব্যাঙাইয়েন না, ট্রাম ব্যাডায় আর পাগোল নাই এহন প্রেসিডেন্ট।

১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: হ এখনো পাগল থাকলে কেম্নে হইবো, এখন তো পেরসিডেন্ট :)

১২| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

প্রামানিক বলেছেন:

ট্রাম ব্যাডায় নাস্তা পাঠাইছে সকাল সকাল ট্রাম ব্যাডায় নাস্তা পাঠাইছে সকাল সকাল খাইয়া লন।

১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আর কয়েকটা ভাত কিন্তু আপনার বাসা থেকে দিতে পারতেন, ট্রাম্প না হয় কিপ্টুস লোক।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিশ্ব পাগল ট্রাম্পের সাথে একটা সেলফি তুলতে মুঞ্চায়।

১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ঠিকাছে আমি টম্পারে খবর দিতাছি :D

১৪| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পোস্টের প্রথম ছবিটা বাদ দিয়ে বাঁকি ১১টি ছবির ক্যাপশন। প্রথম ছবিটা ট্রাম্পের ভোটে জিতে লজ্জা পাওয়ার।
১ম ছবির ক্যাপশন-- হিলারি ফ্যাত ফ্যাত কইরা কানতেছে দ্যাখেন।
২য় ছবি-- পুরাপুরি হান্দাইয়া দিছি।
৩য় ছবি-- কী কইলেন? আমি পাগল? এক্কেরে হান্দাইয়া দিমু।
৪থ ছবি-- হিলারি, তুই কান্দিস না ভইন। তোর কান্দন আমার সহ্য হয় না।
৫ম ছবি-- পাগলামিই আমার ট্রাম্প কার্ড, বুঝছস? এই কার্ড খেইলা এইবার জিইতা গেছি।
৬ষ্ঠ ছবি-- লুকজন আমারে পাগল কয় কিল্লাই? আমি তো পাগল না, ম্যাড।
৭ম ছবি-- হিলারির কান্দন দেইখা আমারও কানতে মুঞ্চায়।
৮ম ছবি-- আমেরিকার লুকজন কী বুকা! আমারে ভুট দিয়া খাল কাইটা কুমির আনলো।
৯ম ছবি-- জিইতা গেছি রে হুমুন্দির পুত।
১০ম ছবি-- পিসিডেন হওয়া এত সহজ! আগে ঝানতাম না।
১১তম ছবি-- ভুটে দাঁড়াইয়া আমার দশ বিলিয়ন ডলার খরচ হইছে? উফ! আমি শ্যাষ।

১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

সাদা মনের মানুষ বলেছেন: এই জইন্যই কই, আপ্নে বহুত গেয়ানী লুক B-)

১৫| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্রাম্প কী জানে যে সামু ব্লগে তার চেয়েও উচ্চমানের কিছু পাগল আছে?

১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নারে না দেখলে সে এই কথা কখনো বিশ্বাস করবে না :P

১৬| ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনগুলা ছবির নিচে দিয়া এডিট করেন কামাল ভাই। পোস্টের আকর্ষণ বৃদ্ধি পাবে।

১৭| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৬

কালীদাস বলেছেন: এই লোকের চেহারা আর অঙ্গভঙ্গি দেখলে একজন খাঁটি রিপাবলিকান মনে হয়। ট্যাক্স ফাঁকি দেয়া অশ্লিল রকমের ধনী কেউ যে কিনা পাবলিক এডমিনের চেয়ে আর্মস আর পেট্রোলিয়াম ব্যবসায় বেশি চিন্তিত- এরকম একজন পলিটিশিয়ান।

১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: রিপাবলিকানদের জন্য কি বিশেষ কোন অঙ্গভঙ্গি বরাদ্ধা আছে নাকি ভাই?

১৮| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৯

ডঃ এম এ আলী বলেছেন: বিভিন্ন খবরের কাগজে দেখলাম তিনি এখন বলতেছেন




আমি আর পাগল নই, এখন সকলের প্রেসিডেন্ট ,
সকলেই ধর্য ধরুন শান্ত হোন ,কিছু কিছু
পেশাদার বিক্ষোভকারীদের রাস্তায়
রাস্তায় দেখেতো আমি অবাক
বেবাকতেই এখন পাগল
হ্‌ইয়া গেছে নাকি

১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: প্রভাব পড়ছে মনে হয় :D

১৯| ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: দু:খজনক B-)

১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার দুঃখের হাসি দেইখা আমি কাইন্দালাইছি =p~

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা -------------- দারুণ কালেকশন!!! =p~ =p~ =p~

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬

কামরুন নাহার বীথি বলেছেন:
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পোস্টের প্রথম ছবিটা বাদ দিয়ে বাঁকি ১১টি ছবির ক্যাপশন। প্রথম ছবিটা ট্রাম্পের ভোটে জিতে লজ্জা পাওয়ার।
১ম ছবির ক্যাপশন-- হিলারি ফ্যাত ফ্যাত কইরা কানতেছে দ্যাখেন।
২য় ছবি-- পুরাপুরি হান্দাইয়া দিছি।
৩য় ছবি-- কী কইলেন? আমি পাগল? এক্কেরে হান্দাইয়া দিমু।
৪থ ছবি-- হিলারি, তুই কান্দিস না ভইন। তোর কান্দন আমার সহ্য হয় না।
৫ম ছবি-- পাগলামিই আমার ট্রাম্প কার্ড, বুঝছস? এই কার্ড খেইলা এইবার জিইতা গেছি।
৬ষ্ঠ ছবি-- লুকজন আমারে পাগল কয় কিল্লাই? আমি তো পাগল না, ম্যাড।
৭ম ছবি-- হিলারির কান্দন দেইখা আমারও কানতে মুঞ্চায়।
৮ম ছবি-- আমেরিকার লুকজন কী বুকা! আমারে ভুট দিয়া খাল কাইটা কুমির আনলো।
৯ম ছবি-- জিইতা গেছি রে হুমুন্দির পুত।
১০ম ছবি-- পিসিডেন হওয়া এত সহজ! আগে ঝানতাম না।
১১তম ছবি-- ভুটে দাঁড়াইয়া আমার দশ বিলিয়ন ডলার খরচ হইছে? উফ! আমি শ্যাষ।
---

হেনা ভাই-এর জবাব নাই!!! হা হা হা -------- =p~ =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

সাদা মনের মানুষ বলেছেন: এতোদিন পর হাসতে আইলেন?? :-B

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন: জানেনতো অনেকদিন ব্লগে ছিলাম না। মেয়েদেরই যত ঝামেলা আসে।
দুই জন মেহমান যদি আসলো, তাদের নিয়েই ব্যস্ত থাকতে হবে।
একদিকে রান্নাবান্না, অন্যদিকে অবসরে তাদের সাথে গপ-সপ না করলে, ' অহংকারী বউ -এর খেতাব পেতে হয়!!!! :( যত্তসব!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই বড় কষ্টের জীবন মেয়েদের, কি আর করা কন :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.