নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
হূচেইন্না নামক জনৈক ব্লগার (আসলে ব্লগার নামের কলঙ্ক) বিভিন্ন পোষ্টে যেরূপ অশালীন মন্তব্য করছে তা তাড়াতাড়ি ডিলিট করা উচিৎ। গতকালকে তিনি ছিলেন মার্কেল আব্রাহাম নামে। এবার ব্যন করলে এই কুলাঙ্গার যেন নতুন কোন নিকে ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা অবশ্যই করতে হবে। আর উনি যে পুরানা পাপী এটা নিশ্চিত, তাই সামুতে ওনার প্রকৃত নিকটা কি সেটাও খুজে বের করে শাস্তি মূলক ব্যবস্থা অবশ্য দাবী করছি।
২| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
হূচেইন্না
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৪২টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৪১ মিনিট ৫২ সেকেন্ড
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: মানে হলো তিনি প্রতি মিনিটে একবারে ব্লগে লাদি ছড়াচ্ছেন
৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৮
আলী আজম গওহর বলেছেন: গত কয়েকদিন ধরে ব্লগে এসব কি হচ্ছে!!!! জ্ঞানী, গুনিদের মধ্য এসেও দেখছি শান্তি নেই।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১১
সাদা মনের মানুষ বলেছেন: আগাছা সব জায়গায়ই আছে, ওদের মুলোৎপাটন না করলে বার বার গজাতেই থাকবে।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১১
ভ্রমরের ডানা বলেছেন:
এখানেও চলে আসতে পারে।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৩
সাদা মনের মানুষ বলেছেন: কর্তৃপক্ষ ঘুমিয়ে থাকলে এমনটি চলতেই থাকবে, ওনাদেরকে সজাগ করতেই তো আমার এই পোষ্ট।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৪
গারোপাহাড় বলেছেন: আসলে কি বলবো....
লজ্জাজনক।
তবে একজনের খারাপ কথার জবাবে অন্যজন খারাপ কথা না লিখলে ভালো হয়। তাতে কেবল বাজে বিষয়টিরই চর্চা হবে।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৬
সাদা মনের মানুষ বলেছেন: এখানে কাউকে প্রতিউত্তর করতে এখনো দেখিনি, এটা ভালো লক্ষণ....সাথে থাকার জন্য ধন্যবাদ।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৫
সাহসী সন্তান বলেছেন: একজন ব্লগার যখন নিক খোলার সাথে সাথে এত স্বল্প সময়ে অধিক সংখ্যক মন্তব্য করতে থাকেন, তখন সামুকে বুঝতে হবে; অবশ্যই সেই ব্লগারের টেন্ডেন্সি ভাল নয়! স্বল্প সময়ে মন্তব্য করার সুফল থাকলেও আপাতত সুফলের দিকে না তাকিয়ে বরং মেজরিটি পার্সেন্ট ব্লগারদের কথা চিন্তা করে কয়েকদিন এই সুবিধাটা বন্ধ রাখলে সামু ঠিক করবে!
এরা যে আসলেই কি বলতে চাচ্ছে কিছুই বুঝতেছি না! মন্তব্য ফ্লাডিং আসলেই ব্যাপক খারাপ লাগে! বিশেষ করে যে সমস্থ নোংরা ছবি দেয়, সেগুলো দেখলে ব্যাপক গা গুলিয়ে ওঠে!
এরা পরিচ্ছন্নতার কাজে নেমে নিজেরাই অপরিচ্ছন্নতার মাঝে হাবুডুবু খাচ্ছে সেটা বোধহয় বুঝতে পারছে না (কয়েকটা পোস্টে তাদের মন্তব্য দেখে যা বুঝলাম আরকি)!
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার সাঠে আমি আমি একমত
৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: নতুন নিক মন্তব্যে এক্সেস এতো দ্রুত না দেওয়াই উচিত।
২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন, প্রথম ২/৩ দিন সর্বোচ্চ ১০টি মন্তব্য করার সুযোগ দেওয়া যেতে পারে।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫২
প্রামানিক বলেছেন: বিপদের কথা!!!
২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৪
সাদা মনের মানুষ বলেছেন: বিপদ নিয়া একটা ছড়া লিখে দেন
৯| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৬
মার্কো পোলো বলেছেন:
ব্যান হইছে।
এগুলার কাজ নাই, ব্লগে এসে পরিবেশ নষ্ট করে।
২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: এ্যালার্ড না থাকলে ওরা বার বার আসতে চেষ্টা করবে।
১০| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫২
নীলপরি বলেছেন: দ্রুত ব্যবস্থা নিলে ভালো হয় ।
২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ব্যবস্থা নিয়েছে বলে মডারেটরদের প্রতি সতর্ক শুভেচ্ছা
১১| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১০
নীলপরি বলেছেন: খুবই ভালো খবর । আমিও কিছুদিন আগে এরকম অপ্রসাঙ্গিক কমেন্টের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম । তবে সহব্লগারদের পাশে পেয়েছি । এরজন্যে আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ ।তাঁদের পরামর্শ মতো রিপোর্টও করেছি । আমরা তো সময় পাইনা । আর কেউ কেউ অন্যকে অকারন বিরক্ত করার জন্য এতো সময় কি করে পায় কে জানে !
১২| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
এর একটি স্থায়ী বিহিত ব্যবস্থা চাই । মডারেটরগণ শক্ত হলেই মনে হয় এটা সম্ভব ।
দ্রুত ব্যবস্থা নেয়া কোনও সমাধান নয় । ফুলপ্রুফ সমাধান চাই ।
মনে আছে, আমি ব্লগে নাম লেখানোর দু'একদিন পরেই শ্রীমতি জানা আমাকে ফোন দিয়েছিলেন । নেহায়েৎই ভদ্র আলাপাচারিতা । কিন্তু বুঝে ফেলেছিলুম, ওটা ছিলো আমাকে যাচাই করে নেয়া । কেমন মানুষ আমি , আমাকে মন্তব্য করা ও লেখার অনুমতি দেয়া যায় কিনা তা বিবেচনা করা ।
এখন সেটা হয় কিনা জানিনা ! হয় যে না, তা নিক খোলার ১ মিনিটের মাথাতেই লেখার ও মন্তব্য করার ঢল দেখে বোঝা যায় ।
আপনার মতো ব্লগে যারা যারা ঋদ্ধতার সাথে বিচরণ করেন তারা সবাই মডারেটরদের কাছে প্রস্তাব তুলে ধরতে পারেন নিজ নিজ আঙ্গিকে ।
সুন্দর ব্লগ চাই ... সুস্থ্য ব্লগ চাই ................।
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫
তাওহিদ হিমু বলেছেন: এসবের দ্রুত সমাধান না হলে এই ব্লগ সাইটের ক্ষতি হবে। পাঠক ও ব্লগাররা মুখ ফেরাবেন।
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৬
গারোপাহাড় বলেছেন: আমাকে যেটা ভাবাচ্ছে সেটা হলো এরা এটা কেন করে? সস্তা দৃষ্টি আকর্ষণের জন্য?? নাকি সামুর পরিবেশ ভালো নয় তা প্রমানের জন্য?
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
ইফতি সৌরভ বলেছেন: অনেক দিন পর গতকাল ব্লগ খুলে চাঁদগাজী সাহেবের লেখায় মন্তব্য করার কিছুক্ষণ পরেই 'বিশিষ্ট ভদ্রলোক হূচেইন্না'র রূপ দেখে "মাননীয় স্পিকার" হয়ে গেলাম!! আমার মনে হয়, সবার একই দশা ছিল শুধু কর্তৃপক্ষ বাদে। হূচেইন্নাকে থামাতে তাদের অনেক বেশি সময় লেগেছে। সসম্মানিত "মডু"গণ তাদের সম্মান অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আশা করছি
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২
সাদা মনের মানুষ বলেছেন: আজকে চলছে কুপা ফারমার নামে, কর্তৃপক্ষের কি ব্লগ বন্ধ করে দেওয়ার ইচ্ছা নাকি ঠিক বুঝতে পারছিনা।
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
শরতের ছবি বলেছেন:
হূচেইন্না কার কি হয় । কাউরে কিছু কইলে ওর এত সমস্যা কেন । চাঁদ গাজি কিছুই বলে নাই । সে খুপ ভদ্র যা কইছে তার পক্ষে হূচেইন্না কইছে ।
১৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০
সাদা মনের মানুষ বলেছেন:
আজকে কুপা ফারমার
১৮| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪
সাদা মনের মানুষ বলেছেন:
কুপা ফারমার
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৩৪টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ ঘন্টা ৫৯ মিনিট
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন
১৯| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১
আমি ইহতিব বলেছেন: কি অবস্থা
সামু এইসব শনির দশা থেকে কবে যে মুক্ত হবে?
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ভাবনায় পড়ে গেলাম
২০| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
ঢাকাবাসী বলেছেন: জাতি হিসেবে আমরা বড়ই নীচু মানের। এত অসভ্য দুর্বিনীত, অভদ্র, অশিক্ষিত, লোভী করাপটেড, পরশ্রীকাতর, হিংসুটে মানুষ দুনিয়ার কোন জাতির মধ্যে পাবেননা।
২১| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ।
কাল সারাদিন বসতেই পারিনি- কত্তকিছূ হয়ে গেল। কাউকে না কাউকেতো দায়িত্ব নিতেই হবে। আপনি সচেতনতার সাথৈ জেগে আছৈন দেখে প্রশান্তি পেলাম।
২২| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ব্লগ চাই ... সুস্থ্য ব্লগ চাই ................।
২৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৮
গেম চেঞ্জার বলেছেন: কিছু মানুষ আছে যারা নেগেটিভ ব্যাপারটা নিজের করে নেয়। তাদের নিয়ে ব্লগ কর্তৃপক্ষ কিছু ভাবছে না সেটা দেখা যাচ্ছে। সো, বাকিটা আপনার আমার ব্যাপার।
২৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩২
জাহিদ হাসান বলেছেন: এদের কারনে এখন সামুতে আসি না :/
২৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৫
জাহিদ হাসান বলেছেন: সামু কি দিন দিন পাগলা-গারদ হয়ে উঠছে ? সামু মডুদের উচিত প্রতিদিন এদের ব্যান দেয়া !
২৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩০
মশামাছি ভ্যানভ্যান করে বলেছেন:
আক্রমণটা চলতাছে বাবাজান নামের এক রগচটা অশালীন গালিবাজ আর চাঁদগাজী নামের এক রামছাগলরে কেন্দ্র কইরা। সাথে কেউ প্রতিবাদ করলে তারাও ডলা খাইতাছে। আমি কেবল লিস্ট বানায়াই ডলা খায়া শেষ কই যাই।
২৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৫
সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: কুপার ফারমারকে ব্যান করা হোক।
২৮| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ধরনের নোংরা ফ্লাডিং বন্ধ করার জন্য। রেজিস্ট্রেশন করার সাথে সাথে মন্তব্য করার যে সুবিধাটি চালু করা হয়েছিলো, তা সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। যে অপরাধী এই কাজটি করেছেন, যিনি আমাদের সম্ভাব্য সন্দেহভাজন, তার ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেয়ার ব্যাপারে অগ্রসর হচ্ছি। আপাতত মন্তব্যগুলো মুছার প্রয়োজন নেই। যেহেতু শুক্রশনি বার সাপ্তাহিক ছুটির দিন, এই সময় মডারেটররা তুলনামুলকভাবে কম উপস্থিত থাকেন, তাই সেই সুযোগে এই কাজটি তারা করে যাচ্ছেন।
২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, সন্দেহজনক নিকটার উপরে এ্যকশন নিন.....শুভেচ্ছা
২৯| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কা ভা যা বলেছেন, আপাতত সেটাই করা হোক। দেখা যাক, এসব নোংরামি বন্ধ হয় কী না।
৩০| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০০
স্নিগ্ধ শোভন বলেছেন: মন্তব্য করার এক্সেস দ্রুত দিলেও সমস্যা দেরিতে দিলেও সমস্যা। মানুষ নিজেই শালিন ও রুচিশীল না হলে এই সমস্যারর সমাধান হবে বলে মনে হচ্ছে না।
৩১| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৩
ডঃ এম এ আলী বলেছেন: আমার ধারনা মডারেটরগন আরো একটু সজাগ দৃস্টি দিলে এ সমস্যার হাত হতে নিস্কৃতি পাওয়া যাবে ।
ধন্যবাদ গুরুত্বপুর্ণ বিষয়ে লিখার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন:
হূচেইন্না
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৪২টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৪১ মিনিট ৫২ সেকেন্ড
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন