নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ভিক্ষা থুইয়া কুত্তা সামলা অবস্থা আমাদের সামহোয়্যারইন ব্লগ তথা সামুর। আমি 'মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি' নামে একটা পোষ্ট দিয়াছিলাম, আপনারা ওখানে ক্লিক করেই দেখতে পারেন আমাদের ভালোবাসার সামুর দুরাবস্থা কোথায় গিয়ে দাড়িয়েছে।
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: মডারেটরদের জন্য খাটি সুরেশ তেল
২| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
সাহসী সন্তান বলেছেন: যতক্ষণ পর্যন্ত নয়া নিকের আইডি খোলার ব্যাপারে এবং আইডি খোলার সাথে সাথে কমেন্টের ব্যাপারে সামু জিরো টলারেন্স না হবে, ততক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ হবে বলে আমার মনে হয় না! বাংলা ব্লগের আর কোথাও এত সহজে আইডি খোলা যায়, এবং আইডি খোলার সাথে সাথে মন্তব্যের এক্সেস পাওয়া যায় কিনা আমার জানা নাই!
তবে সামুতে যে যায় সেটা এখানে এসেই বুঝতে পারলাম! একটা নিক খোলার সাথে সাথেই যদি একজন ব্লগার মন্তব্যের এক্সেস পেয়ে যায়, তাহলে সে প্রশিক্ষণ পিরিয়ডটা অতিক্রম করছে কোথায় মাননীয় স্পিকার?
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮
সাদা মনের মানুষ বলেছেন: মাননীয় স্পীকার আমিও হেইয়াই কই
৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
মার্ক জুকারবার্গ বলেছেন:
ভাই, আমার ব্লগও নতুন। আমি কারো সাথে কোন খারাপ আচারণ করেনি,
তবুও কেন জানি? কিছু কিছু ব্লগার আমাকে ভুল বুঝতে শুরু করেছে।
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: মডুগণ ঘুম থেকে উঠে দেখে শুনে সিদ্ধান্ত নিবে, ভালোকে কেউ কালো বলতে পারেনা, ধন্যবাদ।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭
মশামাছি ভ্যানভ্যান করে বলেছেন:
আর বইলেন না। খালি লিস্ট করছি মাফিয়াদের, এখন নিত্য নতুন নিকে সুসাহিত্যের ছাপ রাইক্যা যাইতে আছে আমার পোস্টে। কি যে করি
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৭
সাদা মনের মানুষ বলেছেন:
৫| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৪
সিফটিপিন বলেছেন: আগে কুপ ফারমারকে ব্যান করা হোক।
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৮
সাদা মনের মানুষ বলেছেন: দেখিনা ওনারা কি করে
৬| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যান সমাধান নয়। বরং সিস্টেমই আপেগ্রড করতে হবে।
আগে যেমন ছিল।
রেজি: করে তীর্থের কাকের মতো চেয়ে থাকতাম কবে আসবে নোটিফিকেশন মেইল!!!!
প্রথম পাতায় এক্সেস কি পেয়েছি!
৭ দিনের জায়গায় মাসও পার হয়েছে কত.....
তারপর সেই অনুমোদনে সেকি উচ্ছা্স ছিল। ব্লগিংয়ের দায়ও আপনাতেই বেড়ে যেত!
আশা করি মডারেশন ভালই বোঝেন।
আমরা শুধু পরিচ্ছন্ন ব্লগ চাই!
মডারেশন- সামু ভিন্ন কোন নামে ট্যাগড হবার আগেই প্লিজ কিছু করুন।
ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই।
৭| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১০
ডার্ক ম্যান বলেছেন: বাংলা ব্লগিং এর দুরাবস্থার মধ্যে সামু কিছুটা ঠিকে আছে। তাই সামুর উচিত ঠিক ভাবে পরিচালনা করা।
৮| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮
সুমন কর বলেছেন: মডুর সংখ্যা বাড়ানোর দরকার। এতে সামু নিয়মিত নজরে থাকতে সুবিধে হবে। বর্তমানে শুক্রবারে সামু সম্পূর্ণভাবে মডারেটর ছাড়া থাকে।
২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ঐ দুষ্ট নিকরাও বিষয়টা বেশ ভালোই জানে
৯| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
নীলসায়র বলেছেন: ৩. ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮ ০
মার্ক জুকারবার্গ বলেছেন:
ভাই, আমার ব্লগও নতুন। আমি কারো সাথে কোন খারাপ আচারণ করেনি,
তবুও কেন জানি? কিছু কিছু ব্লগার আমাকে ভুল বুঝতে শুরু করেছে।
জুকাভাই রাগ কইরেন না কিছু কিছু বলগারের অবস্থা হইসে ঘর পোড়া গরুর মত। সিন্দুইরা মেঘ দেখলেই ডরে মেঘের গায়ে ঢিল ছুড়ে।
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমমমমমমম
১০| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামুতে ইদানিং যে সমস্যা দেখা দিয়েছে, সেটা সাময়িক বলে মনে হয়। মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করে আপনি যে পোস্ট দিয়েছেন, সেখানে কা ভা সাহেবের দেওয়া প্রতিশ্রুতি সঠিক ভাবে রক্ষা করা হলে সমস্যা কেটে যাবে। দেখা যাক।
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: দেখতাছি
১১| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩২
ডঃ এম এ আলী বলেছেন: সমস্যাটা গুরুতর এর আশু সমাধান প্রয়োজন । আশা করি কাভা ভাই এর আস্বাসবানীর প্রতিফলন ঘটবে ।
২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
১২| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
প্রামানিক বলেছেন: আপনার দুখের মত আমিও দুখে আছি।
৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১
সাদা মনের মানুষ বলেছেন: টিস্যু লাগলে কইয়েন
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
ধ্রুবক আলো বলেছেন: এ দেখি পুরোই বিপদ!! তাহলে তো এখন কয়েক দিন পোষ্ট করা বন্ধ রাখতে হবে।