নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখির চেষ্টা করি...কিছু হয় কিনা জানি না...তবু লিখি...কেউ পড়ে কিনা জানি না...তবওু লিখি...যদি কেউ পড়ে....এই স্বপ্নে..... @লেখক। এই ব্লগের কোন লেখা লেখকের লিখিত অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবে না।
স্থান সদরঘাট।
লঞ্চের ছাদে উপচেপড়া মানুষের ভিড়। এক লঞ্চমালিক তার লঞ্চের ছাদে গাদাগাদি করে থাকা যাত্রীদের দিকে তাকিয়ে আছেন আর মনে মনে ভাবছেন, আহা বেশ! এমনে চললে তো আগামী বছর আরেকখান জাহাজ নামামু ইনশাল্লাহ। তারপরের বছর আরেকখান ... হের পরের বছর আরেকখান ...
হঠাৎ তার চিন্তার বেলুনে হুল ফোটাল এক সাংবাদিক, ভাই, আপনের লঞ্চের ছাদে এত মানুষ কেন? জেনেশুনে এত মানুষকে আপনি কেন বিপদের দিকে ঠেলে দিচ্ছেন?
লঞ্চমালিক চোখমুখে প্রচণ্ড বিস্ময় নিয়ে বলল, কি কন ভাই! আমার লঞ্চের ছাদে তো ‘মানুষ’ নাই, এরা তো সবাই ‘যাত্রী’!
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৯
নিঃসঙ্গ অভিযাত্রী বলেছেন: আমার লঞ্চের ছাদে তো ‘মানুষ’ নাই, এরা তো সবাই ‘যাত্রী’!