নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজপত্র অনুযায়ী বৈধ বেকার ...

নাজমুল ইসলাম সাদ্দাম

সময়ের সাথে বিলিয়মান।

নাজমুল ইসলাম সাদ্দাম › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব, সময় ।

৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৭


রাত ২ টা। হঠাত করে মনে হল ভাজা মাংস দিয়ে তন্দ্রু রুটি খাওয়া দরকার। ওমনি কয়েকটা পাগলকে ফোন। কোথায় যাবো কেন যাবো সে প্রশ্ন না করে তারাও চলে আসে। মধ্যে রাতে চলে আমাদের ভোজন। মধ্যে রাতের পর যদি কেউ বন্ধুদের সাথে বাইরে হেটে থাকেন বুঝবেন অনুভূতি কেমন। মনে হয় এই রাত যেন শেষ না হয়। আমরা যখন খাওয়া শেষ করে রাস্তার মাঝখান দিয়ে আড্ডা দিতে দিতে হেটে আসতাম মনে হত, এই রাস্তা আমাদের, এই শহর আমাদের।

মাঝে মাঝে বিকেলে একসাথে সাইকেল নিয়ে চলে যেতাম শহরের অদূরে। গ্রামের পর পর গ্রাম। রাস্তার দুপাশে ধান ক্ষেত। মাঝে মাঝে খালি পায়ে হেটেছি ধানক্ষেতের আইল ধরে। একেঁবেকেঁ রাস্তা চলে গেছে। থেমেছি রাস্তার পাশের কোন চায়ের দোকানে।

স্যারের বাসায় পড়তে গিয়ে একসাথে পিছনে বসে গল্প করেছি। স্যার মাঝে মাঝে খুব বকা দিতেন। মাঝে মাঝে আলতো করে হেঁসে চলে যেতেন। জানতেন, এরা আর যাই করুক , আমাকে ডোবাবে না।

নিজের কোন প্রিয়জন বা বন্ধুর কোন প্রিয়জন হসপিটালে ভর্তি হলে একাসাথে গল্প করে রাত পার করেছি। বড় একটা সময় কাটিয়েছি হসপিটালের পুকুর পাড়ের ল্যামপোস্টের নিচে বসে আড্ডা দিয়ে।

সপ্তাহের শেষে সবাই একসাথে চা খাবো বলে সপ্তাহ জুড়ে অপেক্ষা করেছি। যেদিন চায়ের আড্ডায় বসেছি সেদিন গভীর রাত পর্যন্ত চলেছে আমাদের আড্ডা।

পরিবার প্রিয়জন সবাইকে সামলে উঠতে না পারা বন্ধুকে বলেছি, আরে পাগলা সমস্যা নেই। আমরা আছি তো।

সকলেরই সময় আসে। সময় ফুরায়।
আমাদের সময় ছিল। হয়ত আমাদের সময় ও ফুরিয়েছে। হয়তো না।
চাইলেই অনেক কিছু লেখা যায় না।

নাজমুল ইসলাম সাদ্দাম
জুলাই ৩০, ২০২০।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এই দুনিয়া এখনতাে আর সেই দুনিয়া নাই
বন্ধু নামের বন্ধু আছে আসল বন্ধু নাই!!

৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:২৩

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: আসলেই।

২| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২২

আলআমিন১২৩ বলেছেন: "Friends in need are friends indeed." আজ আর নেই-আজ আর নেই।

৩| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আহা বন্ধুতা !
জীবনের অমূল্য সম্পদ। সময় যেখানে শেষ হয়েছে আবার দেখা হলে দেখবেন ঠিক সেখান থেকেই শুরু।

৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:২৩

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: যেন তাই হয়।

৪| ৩০ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: মানব জীবন এই রকমই।

৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:৩১

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: সবই বুঝি ভাই। কিন্তু এগুলো নিয়ে ভাবলে মাঝে মাঝে কান্না পায়। বাস্তবতা দেখা আর অনুভব করার মাঝে আকাশ পাতাল পার্থক্য। ভালো থাকুক সব সম্পর্ক ।

৫| ৩০ শে জুলাই, ২০২০ রাত ৯:২৬

ঢাবিয়ান বলেছেন: কোথায় যে হারিয়ে গেল সেই অমূল্য দিনগুলো!

৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৪

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: খুব মিস করি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.