নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় গেল মানবতা পায়না খুঁজে তলানী
তোমরা যদি মানুষ হবে ঝুঁলবে কেন ফেলানী!
চার বছরে দুইশত পঞ্চাশ, এক যুগে ১০৩৯ লাশ
একাত্তরের ঋণ শোধাতে বলনা তবে আর কি চাস!
তোর সাথে তো আরো আছে ছয়টা দেশের সীমান্ত
কোনখানে হয়নাতো তোর সীমা রেখার বাড়ন্ত
কিসের এতো দুঃখ মনে বাংগালী তোর চক্ষসূল!
তোর কারণে আমার দেশে জাতি বিভেদ গন্ডোগোল
বিডিআর রুখে দিয়েছে রৌমারী আর পাদুয়ায়
শুধটাতো নিলি ভালই ৪৭ জোয়ান পুড়ে ছাই
শুনছি এখন সেনারাও নাকি ঢুকে গেছে তোর রাডারে
দালালে আজ দেশ ভরেছে বস্তা ভরা টাকার জোরে
খুব সহজেই বাগিয়ে নিলি জুলুম রাজ ভাদার দল
যার মনে শুধু বিভাজন আর রক্তে মেশা কোন্দল
বাজারটাও তোর দখলে আমার বেলায় টালবাহানা
বিনা পয়সায় ট্রানজিট দিলাম এক ফোটা পানি দিলিনা
এমন করে হয়কি বল প্রতিবেশীর হক আদায়
আমরা কিন্তু দ্বন্দ্ব চাইনা মিলে মিশেই থাকতে চাই
তবুও তুই বলিস যদি না
আমরাও তবে রোখে দেব ছাড় হবেনা
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
বাকপ্রবাস বলেছেন: হয়তো!! ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
শ্রাবন প্রধান বলেছেন: শালা পুত গো বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
বাকপ্রবাস বলেছেন: করতে হবে কিন্তু ঠান্ডা মাথায়, ধন্যবাদ শ্রাবন প্রধান ...
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: অসভ্য দেশের যদি প্রকৃত তালিকা করা হয় তাহলে ভারতীরা হবে নাম্বার ১ অসভ্য জাতী , সভ্য পৃথিবীতে ভারতীদের মতো এতো অসভ্য জাতী আর দ্বিতীয়টা খুজে পাওয়া মুশকিল ।