নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

নাট্যপাড়ার টুকিটাকি

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯





চলুন একটু নাটক পাড়ার খবরাখবর নিই। আমাদের বর্তমান যুবক যুবতি সমাজ এই পাড়ায় নাম লিখানোর প্রতি অতি মাত্রায় উৎসাহী। যে কারো হাত ধরে কোন রকম একটু চান্স পেলেই হলো তারপর উল্টে যেতেও সময় লাগেনা, সেটা অমুক ভাইয়া কিংবা তমুক আপা সবার ক্ষেত্রে প্রযোজ্য। প্রেম বিয়ে সব হয়ে যাচ্ছে শুধু একটু উপরে উঠার চান্স পাবার জন্য। একটু উপরে উঠলে বদল হয়ে যাচ্ছে আপন বন্ধু বা সামি স্ত্রি। ভাংছে মন, ভাংছে ঘর, হচ্ছে লাগামহীন জীবন যাপন। আসুন ছন্দে ছন্দে একনজরে পড়া যাক নাট্যপাড়ার হিসেবে নিকেশ



তুমি এখন আসতে পার

চাইনা আর এই তোমাকে

চাইলে তুমি মরতে পার

পাবেনা আর এই আমাকে



আমার কাছে তোমার আর নেই প্রয়োজন

শেষ হয়েছে দেবার নেবার এই আয়োজন

এখন আমার খুব প্রয়োজন উপরে ওঠার

তোমার মতো চুনোপুঠির নেই দরকার



এমনই হচ্ছে হরহামেশায় নাটক পাড়ায়

মনের সাথে দেহ দিলে বিজ্ঞাপনে নাম উঠে যায়

তারপর ভাব জমে যায় গলায় গলায়

নাটকের অফার আসে দফায় দফায়



এরই ফাঁকে ঘটনা আর রটনায়

ইউটিউব সার্চ এর ধুম পড়ে যায়

সেই সব কথা মুখে কি আর আনা যায়!

ভাবছি তাদের লাজশরম যায় কোথায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.