নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন করলে অমন হতো
অমোন করলে এমন
কেমন করলে কেমন হতো
যেমন করলে তেমন
এইযে আমি এমন করে
তেমন যেমন কেমন
এইযে তুমি তেমন করে
এমন তেমন তেমন
আসলে বিষয়টাতো কমন
তুমি যেমন তখন যখন
আমি তখন যখন তখন
ভাবছি এখন এখন এখন
শুন আমি এলাম গেলাম
কি দিলাম আর কি পেলাম
নাইবা হলাম আবুল কালাম
তবুওতো কিছু একটা হলাম
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
বাকপ্রবাস বলেছেন: আমি জানি আপনি হলেন শুদ্ধ কবি, আপনার ভাল লাগাটা আমার কাছে অন্যরকম অনুভূতি কাজ করে, ধন্যবাদ রইল
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
বাকপ্রবাস বলেছেন: এমন এমন কেমন কেমন
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
আরজু পনি বলেছেন:
এমন তেমন কয়টা দিন
কবিতা নয় ঘোড়ার ডিম !
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
বাকপ্রবাস বলেছেন: খেয়েই একবার দেখুননা
হোপ করছি মন্দনা
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
সিংহমামা বলেছেন: ন-বর্গীয় কবিতা ভালা হইছে মামা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
বাকপ্রবাস বলেছেন: সিংহ মামা সিংহ মামা
করছ তুম কি?
এই দেখনা তোমার জন্য
ঘোড়ার ডিম এনেছি
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
কবীর হুমায়ূন বলেছেন: ছড়া এবং ছবির জন্য অনেক ধন্যবাদ রেখে গেলাম কবি।
ছড়া পড়ে যতো খুশি
ছবি দেখে তারচে' বেশি।