নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

উদয়নে অর্ধশতাধিক ছাত্রীর জামার হাতা কেটে দিলেন মন্ত্রীর স্ত্রী

২২ শে মে, ২০১৩ রাত ৮:৫৭





কোথায় রাখি মান সম্ভ্রম

কোথায় যাব শেষে

লুটছে নারী নিজের ইজ্জত

আজব বাংলাদেশে!



স্কুল কলেজ হচ্ছে টা কি

কিসের দিচ্ছে শিক্ষা

পরিমলের লুলুপ দৃষ্টি

পাচ্ছেনা কেউ রক্ষা



মাহবুবা খানম কল্পনা

তুমি, কোন গজ্ঞের মাল

সাবধান করে দিলাম এবার

থাকবেনা পিঠের ছাল



কোন বোতলের মাল খেয়ে

কেটেছ আমার বোনের জামার হাত

কোন নষ্টামির ভ্রুণ তুমি

কাটাও কোথায় রাত!



আজ তোমায়

করে দিতে চাই সাবধান

আমরা থাকতে হতে দেবনা

মা বোনদের অপমান





লিংক: View this link

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ রাত ৯:১০

বাংলার হাসান বলেছেন: আরে ভাই বুঝেন না কেন, যুগের সাথে তাল মিলাইতে হবে না। ;)

২| ২২ শে মে, ২০১৩ রাত ১০:১২

রাফােয়ল িসদ্‌িদক বলেছেন: এইসব লেইখেন না ভাই। আমাগো চুশীল ভাইদের গায়ের টেম্পারেচার বেড়ে যায়।

৩| ২২ শে মে, ২০১৩ রাত ১১:৪৯

পানকৌড়ি বলেছেন: আল্লাহ তুমি রক্ষা করো । তাদেরকে হেদায়েত নসিব করো না হলে তোমার কুদরতি দেখাও ।

৪| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭

জানা বলেছেন:

অন্যায় প্রতিরোধ করতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কি আমরা যা খুশি বলতে বা করতে পারি?

এখানে মন্তব্যগুলো এবং মন্তব্যের উত্তরগুলো সবাই দেখুন আমাদের কথা বলার স্বাধীনতা পেয়ে দায়িত্বহীনতা এবং অসুস্থ মানসিকতার প্রমাণ দেখুন।

বাকস্বাধীনতার এই অপব্যবহারের ফলাফল কি হতে পারে বলে মনে হয়?


এই পোস্টটি আরো কিছু সময় থাকুক। সুস্থবুদ্ধি চর্চায় এই মানিসিকতার সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা কতখানি প্রতিবন্ধকতা তৈরী করছে দেখুন।

অত্যন্ত লজ্জার!!

২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৩৯

বাকপ্রবাস বলেছেন: কমেন্ট মুছে দেয়া হয়েছে, কবিতায় আপত্তি থাকলে বলুন, আমি মুছে দেব, আপনাদের পরিবেশ নষ্ট হোক সেটা আমার কাম্য হতে পারেনা, জাস্ট একটু কষ্ট করে বলতে হবে, মুছে দিতে, আমি মুছে দেব, তবে আমাকে না বলে আপনার মুছবেননা আশা করি, আমার ভুল হলে আমি নিজে শুধরাতে চাই, ধন্যবাদ

৫| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৫১

জানা বলেছেন:

এই প্ল্যাটফর্ম আমার নয়; আপনার, আমার, আমাদের সবার। আমাদের সবার কথা বলার স্বাধীনতার এবং মুক্ত ও সুস্থবুদ্ধি চর্চার খোলা জায়গা। অধিকার সংরক্ষণের প্রশ্নে 'কথা বলার স্বাধীনতা' একটি বড় জায়গা। আমাদের সেই স্বাধীনতা উপভোগের পাশাপাশি গণতন্ত্র চর্চার সর্বোচ্চ সুযোগটি দিয়েছি এই প্ল্যাটফর্ম। এই সুযোগটি ব্যবহারের সাথে অবশ্যই 'দায়িত্বশীলতা' জড়িয়ে রয়েছে। কেবল এই কথাগুলো আমাদের মনে রাখা দরকার।

এখানে আমরা যারা কিছু না কিছু লিখে মতবিনিময় করতে, নিজেকে বা নিজের মত এবং অভিজ্ঞতা প্রকাশ করতে রেজিস্ট্রশন করি, তারা সবাই প্রাপ্ত বয়ষ্ক। এখানে আমরা সবাই যেমন অভিজ্ঞতা শেয়ার করি, মত বিনিময় করি তেমনি সবাই এখান থেকে কিছু না কিছু শিখিও বটে। তাই আবারও বলবো, এখানে আমরা কেউই যা খুশি তাই বলতে/ লিখতে পারিনা, সাধারণভাবে এই বিষয়টি সবারই বোঝার ক্ষমতা রয়েছে। 'সামাজিক মাধ্যম' এর শক্তকে সত্যিকার অর্থে, যথাযথ এবং পরিপূর্ণভাবে ব্যবহার করুন। আপনার কাছ থেকে হয়তো কোন কিছু শেখার রয়েছে আমাদের সবার। সেই সুযোগটি উন্মুক্ত রাখুন।

ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.