নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসিনা :
ধৈর্য যখন ধরে আছেন আরো একটু ধরুণ
পাঁচটা বছর এদিক সেদিক দৌড়ের উপর থাকুন
খালেদা:
ধৈর্যের কিন্তু সীমা আছে সেটা জেনে রাখুন
ডের হয়েছে হাংকি পাংকি এবার একটু নামুন
হাসিনা:
বললেই কি আর যায় কি ছাড়া এমন গদির মায়া
সহজে আর ছাড়ছিনা যে থাকবে একটি পায়া
খালেদা:
তাই হোক নিলাম কেড়ে গদির সব ঠেং
দেখব এবার কেমন করে কারে মারো লেং!
হাসিনা:
গদি আমার উভয়চর ঠেং যদি যায় চলে
পানিতেও ভাসতে পারে নৌকার মতো হেলে
খালেদা:
দিলাম তবে চিত করে সাতার জানো নাকি?
তবে তুমি ডুবেই মরো কার তাতে কি!
হাসিনা:
মরবো যখন সাথে মরি চলো দুজন মিলে
দেশটা তবু ভাল থাক আমরা চলে গেলে
খালেদা:
তাই হোক তাই হোক চল আমরা যাই
ভালো থেকো বাংলাদেশ টাটা গুড বাই
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
বাকপ্রবাস বলেছেন: রাষ্ট্র এবার যে ঝাকুনি খেয়েছে যদি টিকে থাকে তাহলে খুব বেশীদিন নাই এই নোংরা রাজনীতি জগনণ ছুড়ে ফেলবে
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯
স্বপ্ন বাংলা বলেছেন: হেতীগো কি দোষ? দোষ আমাগো।আমরা কেন হেতীগো পিছে যাই ?
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
বাকপ্রবাস বলেছেন: অনেক সময় মন্দের ভাল খুঁজতে গিয়ে এমন হয়, কারন ভাল লোক আসার পথ রূদ্ধ হয়ে গেছে
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
ভাইটামিন বদি বলেছেন: মারহাবা মারহাবা....
ক্যায়া বাত!!!
অামরা উনাদের বিদায় দিতে চাই না....
তবে উনারা যদি দয়া করে আমাদের বিদায় দিতেন?
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
বাকপ্রবাস বলেছেন: যুক্তিটা মন্দ নয়, যদিও তারা এসব যুক্তির ধারে কাছে নেই
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩
ঢাকাবাসী বলেছেন: উনারা আমাগো মাপ কইরা দিতে পারেনা!
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
বাকপ্রবাস বলেছেন: মাফ কইরা দিতে পারে শর্ত হল উত্তরশুরীর যন্ত্রনা সইতে হবে
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
এ ধরনের অথর্ব, জামাতি লেজুরবৃত্ত্বি করা বিরোধীদল থাকলে এরকমই হবে।
নির্বাচন পিছিয়েও কোন লাভ হতনা। এমনকি তত্তাবধয়ক পদ্ধতি রাখা হলেও কোন লাভ হতনা, তত্তাবধয়ক সরকার প্রধান কে হবে .. সিলেক্সান নিয়ে দির্ঘ অচলাস্থা থাকতো।
বিএনপি কখনোই জামাত বিহীন নির্বাচনে আসতনা।
আবার নির্বাচন দেয়া হলেও জামাত বিম্পিকে আসতে দিবে না।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
বাকপ্রবাস বলেছেন: হুম..........যত দোষ জামাতিগো, হেরা টেন্ডার ছিনতাই করে, পদ্মাসেতু দুনীতি করে, ব্যাংক আর শেয়ার বাজার লুট করে, হেতাগো পাকিস্তান পাঠানো দরকার, তবেই দেশে শান্তি
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২১
হাসিব০৭ বলেছেন: সালার হাম্বারা কথায় কথায় জামায়াত টাইনা নিজের দোষ ঢাকতে চায়। সেইদিন আর বেশী দেরি নেই যখন সাধারন জনগন সবকিছুর হিসেব নিবে জামায়াত বলেন বা বিএনপি আপনারা হাম্বারাও জনগনের হাত থেকে রেহাই পাবেন না। তখন মরলে শুধু তৃনমূলের নেতারাই মারা যাবে কিন্তু স্বার্থপর বড় বড় নেতারা ঠিকই বেচে থাকবে। বর্তমানে নেতৃত্বে আমূল পরিবর্তন আশা জরুরি এবং আগামী ৫-১০ বছরের মধ্যেই তা আসবে বলে আমার বিশ্বাস।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
বাকপ্রবাস বলেছেন: কিছুই আর কইলামনা, যা বলার উপরের তলায় দিয়ে আসলাম দয়া করে একটু পড়ে নিবেন
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
আমিনুর রহমান বলেছেন:
হাসিনা:
মরবো যখন সাথে মরি চলো দুজন মিলে
দেশটা তবু ভাল থাক আমরা চলে গেলে
খালেদা:
তাই হোক তাই হোক চল আমরা যাই
ভালো থেকো বাংলাদেশ টাটা গুড বাই
ছড়া +++
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬
সেমিবস বলেছেন: এমনটাই চাচ্ছি আমরা এমনটাই চাই
এই দুই নেত্রী ছাড়া বাংলাদেশকে চাই।