নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আম্মু আমার একা একা ভাল লাগেনা
আব্বু কেন বিদেশ থাকে দেখতে আসেনা
তুমি থাকো তোমার কাজে সারা দিন ব্যাস্ত
এটা সেটা কত কি একটু পাওনা রেস্ট ও
আম্মু আমার একা একা ভাল লাগেনা
তুমি শুধু পড়তে বল ইচ্ছে করেনা
আমার শুধু ভাল লাগে পুতুল নিয়ে খেলতে
কত কথা বলি আমি পারেনা সে বলতে
আম্মু আমার একা একা ভাল লাগেনা
একটা ছোট্ট বাবু হলে মন্দ হবেনা
খেলব দুজন একসাথে করবনাতো ঝগড়া
আব্বুকে আজ দিতে হবে সেই বায়না বাগড়া
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আম্মু আমার একা একা ভাল লাগেনা
আব্বু কেন বিদেশ থাকে দেখতে আসেনা
তুমি থাকো তোমার কাজে সারা দিন ব্যাস্ত
এটা সেটা কত কি একটু পাওনা রেস্ট ও,,,,,,,,,,,,,,,,,,,,,,দারুন
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
পাঠক১৯৭১ বলেছেন: প্রবাসে ৮০ লাখ বাংগালী থাকে, এঁদের পরিবারের কথা ভাবলে, আবেগটা সত্য; ভালো লেগেছে।