নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইযে একটু শুনুন, পেয়াজ নাকি রসুন
ঝাঝটা একটু দেখুন, বুঝে শুনে বলুন
রসুন রসুন রসুন, এযে দেখি রসুন
আসুন আসুন আসুন, চেয়ার টেনে বসুন।
আসুন বসুন রসুন, একটু ঝেড়ে কাশুন
এবার একটু হাসুন, ফিডার আছে চুসুন
ইচ্ছে হলে ঘুমুন, নাহয় জেগে থাকুন
চেরাগ দিলাম ঘষুন, চাওয়া পাওয়া বলুন।
উঠুন উঠুন উঠুন, এবার একটু উঠুন
দেখি একটু হাটুন, এবার একটু আসুন
রাখুন উমের কুসুন, ঢের হয়েছে দুষণ
রাগ করছেন করুন, লাভের ভাগ ছাড়ুন।
শুনুন মিসেস রসুন, খবর কিছু রাখুন?
বয়েসটা একটু গুণুন, যতই লাভলী মাখুন
চামড়া বটা দেখুন, দেখতে লাগছে শকুন
তারচে ভাল শুনুন, স্বামী সংসার করুন।
রাজনীতি কি বুঝুন? ভাগ ভাটোয়ারা ছাড়ুন
নইলে হবে করুন, লাগবে পাছায় আগুন
বুঝলে ভাল বুঝুন, নইলে প্রস্তুত থাকুন
আগুন আগুন আগুন, ছাই হবে রসুন।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন খুব করে
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
পদ্মা_েমঘনা বলেছেন: পুড়া অস্থির!!!
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হাসতে হাসতে লিখা
লিখতে লিখতে হাসা হা হা হা
৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
পানকৌড়ি বলেছেন: জটিল হইছে........থামুন একটু দম নিয়েনি ।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪
বাকপ্রবাস বলেছেন: আসুন বসুন রসুন, দমটা একটু ফেলুন
তারপর দেখি বলুন, পান কৌড়ি চিনুন!
৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
একজন সৈকত বলেছেন:
অসাধারন!
মিসেস রসুনদের এই কবিতাটি শোনানোর ব্যবস্থা করুন।
এই যে মিসেস রসুন
কবিতাখানি শুনুন
শুনুন শুনুন শুনুন
আর, মর্মখানি বুঝুন!
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫
বাকপ্রবাস বলেছেন: কিযে সব বলুন, রসুন হেসেই খুন
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯
রাফছানজানি বলেছেন: কবিতার মর্মবাণী টা জটিল,,,,
রাজনীতি কি বুঝুন? ভাগ ভাটোয়ারা ছাড়ুন
নইলে হবে করুন, লাগবে পাছায় আগুন
বুঝলে ভাল বুঝুন, নইলে প্রস্তুত থাকুন
আগুন আগুন আগুন, ছাই হবে রসুন।