নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল তুমি ছিলে ভাল
আজও তুমি আছ ভাল
গতকাল ছিলাম কালো
আজও তাই আছি কালো।
কালো বলে তাই বলে কি
দূরে দূরে ঠেলো
এমন করে দূরে রেখে
প্রেম হয় কি বলো?
দেহ কালো
মনতো আমার সাদা
তোমার বেলায়
উল্টো কেন রাধা?
সাদা কালোর বিভেদ ভুলে
এক হয়ে যাই চলো
দেখি এবার কেমন শুনায়
লাভ ইউ বলো।
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, নিজের ক্ষেত্রে চিন্তার, জানার, বুঝার অনেক সীমাবদ্ধতা আছে সেটা আমি অনেকটা বুঝি, তবুও আপনার কমেন্ট পেয়ে বুঝতে পারছি আরো অনেক পরিশ্রম আর সাধনার পথ বাকি, আসলে খেয়ালি মনের লিখা হয়তো আবার আসব ফিরে কবি হয়ে এই বাংলায়...............
২| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবিতা ।
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর:-)
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল মায়াবী ছায়া
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: চটুল।
আপনার লেখার মধ্যে গভীরতার সম্ভাবনা আছে সেটার শক্তিকে কবিতার উপমার ক্ষেত্রে ব্যবহার করুন। কেননা এটা না করলে চটুলও সার্থক চটুল না হবার সম্ভাবনা তৈরি হয়।