নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাটা দিন অপিস করে
রাতে ফিরি বাড়ি
আসতে যেতে কি-সব শুনি
শরমে যাই মরি।
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
মাইয়া তোমার স্কুল ছেড়ে
পার্কে কেন ঘুরে।।
কার জন্য করছি কামায়
হাড় ভাঙ্গা কষ্ট
মানুষ যদি না হয় সন্তান
হয় পথভ্রষ্ট।
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
মাইয়া তোমার স্কুল ছেড়ে
সিনেমায় কি করে।।
দিনে দিনে তুলছ মাথায়
আদর সোহাগ করে
মান সম্মান মিশলে ধুলায়
বুঝবে দুদিন পরে।
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
মাইয়া তোমার মার্কেটে যায়
বন্ধুর হাত ধরে।।
ইচ্ছে করে চলে যায়
সমাজ সংসার ছেড়ে
এমন মেয়ে জন্ম দিয়ে
পাপের বোঝা বাড়ে।
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
শিকল দিয়ে রাখবে নাকি
ধরে বেঁধে ঘরে।।
কোথায় যায় কেন যায়
শাষন করে শেষে
না জানি আবার উল্টো বিচার
সেকুলার দেশে।
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
সেকুলারী শিক্ষায়
মানুষ কেমনে করে।।
এসব আর চলবেনা
ধর্ম কর্ম ছেড়ে
আদব কায়দা শিখতে হেব
থাকতে হলে ঘরে
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
আলট্রা মডার্ন এমন মেয়ে
রাখবে নাকি ঘরে।
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭
বাকপ্রবাস বলেছেন: সেইটাও মন্দ বলেননাই
২| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: ভাইডি দেহি মাইয়ার মা’ উপর নিদারুন ক্ষেইপ্যা আছেন।
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭
বাকপ্রবাস বলেছেন: হা হা হা
৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮
আমি লিখতে চাই না বলেছেন: আইচ্ছা ।মাইয়ারে এইবার থেইকা টাইম মত পৌছায়া দিমুনে ।
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
বাকপ্রবাস বলেছেন: বাপরে
ছাইড়া দে মাইয়ারে
এত মাইয়া থাকতে কেন
নজর আমার দিকেরে
৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আ মোর খোদা!
জিগাবে কি?
মাইয়ার মাতো বেজায় খূশি!
মাইয়া যেন বিদ্যা বালান
আপনি কি ভাই! মাল পুরান?
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
বাকপ্রবাস বলেছেন: চল মাইয়া ছাইয়া ছাইয়া
মা বেটি মার্কেটে যাই
হিন্দি গান গাইয়া
৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি বলেছেন: ওরেব বাপ!
মাইয়ার মা-যে আর এক ধাপ!!!
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
বাকপ্রবাস বলেছেন: ভুলটাতো ওখানটাই
বিয়ের আগে বুঝিনাই
বউ ছিল ছাইযা ছাইয়া
মাইয়া আছে এক ধাপ আগাইয়া
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: সব দোষ মাইয়ার মায়েরে দিলে বাপের কি ভুমিকা? খালি টাকা কমানো না আরো কিছু?