নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

চাচা চা চায় চাচী চেচায়

২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০



চাচার মুখের নাকের আগায় ঘুরছিল এক মাছি

চাচার পেল হাচি

চাচার পাশে ঘুমের ঘোরে উঠলো জেগে চাচি

মরলে বুড়া বাঁচি



সাত সকালে পাখির ডাকে উঠল সবাই জেগে

চাচা গেল ভেগে

খাটের তলে বাগানে খোঁজা হল সব খানে

চাচী ফোসে রেগে



চাচা চাচির কান্ড দেখে হেসেই হলাম খুন

পড়ল বিয়ের ধুম

চাচীর ঘরে সতীন এল পড়ল ঢোলে ধুম

চাচী এবার গুম

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

aoaiii বলেছেন: ইনি কি নতুন চাচী?ছড়া ভালো হয়েছে।

২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

বাকপ্রবাস বলেছেন: চাচারে লইয়া আইজগা মোটের উপর ৩টা লিখছি মাগার সাহস পাইনা বাকি দুইডা এহানে দেবার, ব্লক খাইবার চাইনা....আপনাকে বিয়ের দাওয়াত, চাচার জন্য দোয়া করবেনা, ধর্মে চার চাচার নিয়ম নাই থাকলে চাচী ঝিলিক দেখাইতে পারত, চাচা একের পর এক ঝিলিক মারতাছে

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

টয়ম্যান বলেছেন: B-)) B-))

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন

৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০

হেডস্যার বলেছেন: B-)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ হেডস্যার

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ছবিটা কি চাচির ?

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

বাকপ্রবাস বলেছেন: হবু চাচির , এখন টেষ্ট চলতাছে পরে ওয়ানডে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.