নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ তো বাসি ভাল, আরো চাই বাসতে
তবুও যদি তুমি, একটুও হাসতে
কেন যে এমন তুমি, যাব নাকি মাঝারে
ধমকের সূরে বল, এখনই যাও বাজারে।
একদিন না গেলে, এমন কি ক্ষতি হয়
একদিন না খেলে, দেখিনা কি হয়
দিনটা আজ শুধু, গল্পে কাটুক না
তুমি আমি আমি তুমি, রাজ্জাক শাবানা।
বুড়া বয়সে ভীমরতি, দিলে-তো ঝেড়ে
ভেবেছিলাম যা আজ, উড়ে গেল ঝড়ে
বুঝলেনা বুঝলেনা, এ মনের যাতনা
প্রেম বল ভালবাসা, কোনটাই পেলামনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২
বাকপ্রবাস বলেছেন: হায় হায় একেবারে মরহুম বানিয়ে দিলেন দেখছি
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
ভাইয়া বলেছেন: সহমত।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৫
বাকপ্রবাস বলেছেন: সহমত কর সাথে, কবিতার সাথে হলে বাচা গেল, আর যদি উপরের মন্তব্যের সাথে হয় তাহলে মরহুম হ্ওয়া ছাড়া গতি নেই দেখছি
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
এম এ কাশেম বলেছেন: বুঝলেনা বুঝলেনা, এ মনের যাতনা
প্রেম বল ভালবাসা, কোনটাই পেলামনা।
পাবে পাবে সব পাবে
তার আগে মরতে হবে।