নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

এলাকার ভাবিরা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

এলাকার ভাবিরা যেন বক পায়রা

পারেনা শুধু উড়তে,

সংসারে মন নেই করে শুধু ধেই থেই

চাই শুধু ঘুরতে।



এলাকার ভাবিরা খুব বেশী বেয়াড়া

থাকেতে চাইনা ঘরে,

সারাদিন টং টং সেজে গুজে মারে ঢং

চোখে চোখ মারে।



এলাকার ভাবিরা করে চোখ ইশারা

বুঝিনা কি মানে,

মরি হায় লজ্বায় কার কি আসে যায়

মারে শিষ সমানে।



এলাকার ভাবিরা দেখে ভাবে কবিরা

পায়না ভেবে কূল,

দেখনা চোখ খুলে লাজ শরম সব ভুলে

প্লাবন জাত কুল।



(ছন্দটা একটু শেয়ার করা যাক, প্রথম লাইন ৫শব্দ, দ্বিতীয় আর চতুর্থ লাইন তিন শব্দ আর তৃতীয় লাইন ৭শব্দ পুরো কবিতা বা ছড়াটায় এটা বজায় রাখা হল, প্রথম আর তৃতীয় লাইন নিজেদের মধ্যেই ছন্দ ভাগ করে নিল ভাবিরা/পায়রা, নেই/থেই আবার দ্বিতীয় আর চতুর্থ লাইন অন্তমিল রাখা হল, উড়তে/ঘুরতে, ঘরে/মারে। ছবিতে দেখা যাচ্ছে ভাবিরা ফুটবল খেলছে কিন্তু কোন গোল বার নেই, তার মানে হল গোল হবেনা, উদ্দেশ্যবিহীন গন্তব্য, ভাবিরা কি চায কেন চায় কিভাবে চায় সেটা তারা নিজেরাই জানেনা, জানতে চাই তাও না, তারা শুধু তা ধিন ধিন করে করে দিন পার করতে চায়, ক্ষমা প্রার্থী এই জন্য যে, এটা শুধু ফান ছড়া, এলাকার ভাবিদের আমার শ্রদ্ধা আর সালাম রইল, তারা ফুটবল খেলবে নাকি হাডুডু খেলবে সেটা ভাইয়ারা ঠিক করবে বা তারা দুজন মিলে সিদ্ধান্ত নেবে, আমাদের কিছু করার নেই, আমরা বড়জোড় একটা ছড়া লিখে আনন্দ পেতে পারি আর ভাবি ভাইয়াদের পড়ে শুনাতে পারি।)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

এম এ কাশেম বলেছেন: ভাবীরা খেলছে বল
মজা লুঠার ছল..............।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

বাকপ্রবাস বলেছেন: খেলছে যখন খেলুকনা
আরো একটু চলুকনা
মন্দ কিন্তু লাগছেনা

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

ভিটামিন সি বলেছেন: সব হিজড়া রে পাগলা, এখানে ভাবী নাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

বাকপ্রবাস বলেছেন: ভিটামিন সি খাইনাই তাই বুঝিনাই হা হা হা

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

উদাস কিশোর বলেছেন: ভিটামিন সি বলেছেন: সব হিজড়া রে পাগলা, এখানে ভাবী নাই।
হা হা প গে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

বাকপ্রবাস বলেছেন: আমিতো আর ....... উল্টাইয়া দেখিনাই হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.