নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

কা কা সিগারেট খা

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৫



কাক তোর কা কা

আরতো ভাল লাগছেনা,

পারলে একটু থামানা

আরতো সইতে পারছিনা।



রাখ তোর কা কা

ধর এবার সিগারেট খা।



সাত সকালে কা কা টা

যাচ্ছেনা আর থাকা টা,

চরমে উঠে মেজাজ টা

সাধ্য নেই আর নামা টা।



রাখ তোর কা কা

ধর এবার সিগারেট খা।



হা হা হা হা

খা খা খা খা,

হা খা কা খা

কা কা কা কা।



রাখ তোর কা কা

ধর এবার সিগারেট খা।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

বৃষ্টিধারা বলেছেন: হি হা হা

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

বাকপ্রবাস বলেছেন: বৃষ্টি তুমি একটু পরেই এসো
কাকটা আগে সিগারেট ধরাক
বৃষ্টি তুমি আজকে না ই আসো
কাকটা আজ ধোয়য় মন মজাক

২| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১০

বোধহীন স্বপ্ন বলেছেন: ছবিখানা কি নিজের তোলা? কাকটাকে ম্যানেজ করলেন কেমনে??

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

বাকপ্রবাস বলেছেন: ফেইসবুকে এক বন্ধু ইনবক্স করেছে দুষ্টামি করে, আমি ছড়া লিখে দিলাম.... ধন্যবাদ আপনাকে সিগারেট দেখেও পালিয়ে যাননি বলে

৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-) B-)

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:২৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই

৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

অস্থির কোবতে হইছে বস।

রাখ তোর কা কা
ধর এবার সিগারেট খা। B-)) B-)) B-))

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:২৯

বাকপ্রবাস বলেছেন: হা হা পুরাই অস্থির , ধন্যবাদ কান্ডারি অথর্ব

৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:২৭

মতিউর রহমান মিঠু বলেছেন: " বৃষ্টি তুমি একটু পরেই এসো
কাকটা আগে সিগারেট ধরাক
বৃষ্টি তুমি আজকে না ই আসো
কাকটা আজ ধোয়য় মন মজাক "

এটা আরো চমৎকার হয়েছে কবি।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৩২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ব্লগে আমার লিখালিখি শুরু কিন্তু কমেন্ট থেকে, ছন্দ মিলিযে কমেন্ট দিতে গিযে দেখলাম ছড়া হযে যাচ্ছে, পরে সেই কমেন্ট পোষ্ট করছিলাম এভাবে শুরু

৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৫২

মতিউর রহমান মিঠু বলেছেন: ভালতো ক'জন পারে এমন ভাবে লিখতে বলেন, চমৎকার লিখেন আপনি।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:০৩

বাকপ্রবাস বলেছেন: ছবিটা এক ফেবু বড় ভাই গিফ্ট করেছিল, আমাকে বলল একটা স্লোগন লিখে দিতে, কলস মার্কা ভোটের ব্যাপার, তাৎক্ষনিক লাগবে, বললাম চেষ্টা করা যাক, লিখে দিলাম, তাই ছবিটা দিল আমাকে গিফ্ট, সাথে সাতে ছড়াও বের হল একটা

রাহেনা আপার কলসে
তৃষ্ণা মেটায় পরশে
ভোট দেবেন হরষে
লাইন ধরে কলসে

কলস মার্কায় ভোট দিলে
সুখ মেলে শান্তি মেলে
জোয়ান বৃদ্ধ দলে দলে
বলছে সবাই এক তালে
কলস মার্কা দেব ভোট
আমরা সবাই শান্তির জোট
অথবা
আমরা সবাই কলস জোট

৭| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:৫০

মতিউর রহমান মিঠু বলেছেন: হাহা দারুন তো, চারন কবি যাকে বলে ঠিক তাই। দারুন...

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৫

বাকপ্রবাস বলেছেন: আল্লাহর রহমতে কবি হতে না পারলেও উপাধি কিন্তু অনেক হল হা হা হা

৮| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৪

মতিউর রহমান মিঠু বলেছেন: আরে না ভাই নিজেকে এতো হেলা করবেন না। আপনি অবশ্যই কবি।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

বাকপ্রবাস বলেছেন: =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.