নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমজানে ভুরিভোজ চলে আরো বেশী
চনা মুড়ির সাথে পেটে চলে যায় খাশি
মার্কেটে জমে যায় বেড়ে যায় দাম
পার্লারে ঘষে মেজে বদলানো চাই চাম।
কি হবে ঘুম নেই চুলের কার্টিং
মাসটা পেরুলেই শুরু আবার ডেটিং
রমজানে থেমে নেই হিন্দি সিরিয়াল
নায়িকার পরকিয়া ঘটনা বেশামাল।
রমজানে রাখা চাই মাথায় টুপি
খাবার দোকান চলে ফেলে রেখে ঝাপি
লেনা দেনা অনিয়ম ঘুষের কারবার
রমজানে ঠিকই চলে কমেনাতো আর।
এভাবেই চলে যায় সিয়ামের মাস
গরু যেমন রোজই খাই কচিকাচা ঘাস
তেমনই আমাদের তাকওয়ার হাল
রমজানের ছড়াটা তাই একটু ঝাল।
০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা স্বাগতম মানে এসে খেয়ে যান হা হা হা ধন্যবাদ পাগলা বাবু যায়
২| ০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা ।
তেমনই আমাদের তাকওয়ার হাল
রমজানের ছড়াটা তাই একটু ঝাল।
ঝাল কবিতা ভালো লাগলো।
০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯
বাকপ্রবাস বলেছেন: হা হা ধন্যবাদ জানবেন কিন্তু
৩| ০২ রা জুলাই, ২০১৪ রাত ২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: পড়ে মজা পেলাম।
০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫০
বাকপ্রবাস বলেছেন: সেলিম আনোয়ার ভাই, অনেক অনেক শ্রদ্ধা আর ধন্যবাদ জানবেন
৪| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ৮:৫৪
হাসান বিন নজরুল বলেছেন: ইস সত্যিই ঝাল
০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫০
বাকপ্রবাস বলেছেন: হাসান বিন নজরুল ভাই এক মন ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৮
পাগলা বাবু যায় বলেছেন: কাকড়াইল মোরের একটি চায়ের দোকান, একটি কাপড় দিয়ে ঢাকা, ভিতরে চলছে খানা-পিনা। যে কাপড়টি দিয়ে দোকানটি ঢাকা সেটিতে লিখা-" পবিত্র মাহে রমজান স্বাগতম"।