নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসছে পাখি যাচ্ছে পাখি ওড়ছে পাখি আকাশে
খাচ্ছে পাখি দেখা দেখি ভাসছে পাখি বাতাসে।
পাখি পাখি হাকা হাকি পাখির এবার বসন্ত
গাইছে পাখি থাকি থাকি নাইতো কমা হসন্ত।
কিনছে সখি লাকি বীথি হোকনা যত দামের বাহার
ছাড়ছে আহার মার্কেট ঘুরে পাখি ছাড়া মন বেজার।
পড়ল ধুম ছাড়ল ঘুম যে করেই হোক পাখি চাই
স্টার জলসার সিরিয়ালের নায়িকার নাম পাখি তাই।
এবারে তাই ঈদের ফ্যাসন নামটা পাখি থ্রি-পিস
হুড়ো হুড়ি কাড়া কাড়ি পাখি যেন ওয়ান পিস।
হায়রে পাখি ভাবতে থাকি তোর কদর বুঝলামনা
চেয়ে থাকি মা বোনেরা পাখির খোঁজে দিওয়ানা।
বি.দ্র. স্টার জলসার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র নায়িকা পাখির ড্রেস। এবার ঈদে সব তরুণীর পছন্দের তালিকায় রয়েছে পাখি।
১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
বাকপ্রবাস বলেছেন: লেখক বলেছেন: আপু দীর্ঘ মন্তব্য করেছেন তার জন্য অনেক অনেক সাধুবাদ, মানব জমিন পত্রিকার স্পেশাল রিপোর্ট পড়ে লিখা, লিঙক দিলাম, পড়ে আসতে পারেন, আমার জন্য ঈদে কিছুই কেনা হবেনা, বউকেও মেয়ে উমামাকেও দিচ্ছিনা, তারা রিসেন্টলি সওদি আরব গিয়েছিল সেখানকার গিফ্ট আর আমার বোনরা দেবে তাই আমি আর দিলামনা, আমি একটু কিপটুস মার্কা তাই অপচয়টা সহ্য করতে পারিনা হা হা হা হা
লিঙক : Click This Link
২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৮
দৃষ্টিসীমানা বলেছেন: বর্তমান হালচালের উপর লেখা সুন্দের কবিতার জন্য +++++++++++ ।ভাল থাকুন সব সময় ।
০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
আরজু মুন জারিন বলেছেন: এবারে তাই ঈদের ফ্যাসন নামটা পাখি থ্রি-পিস
হুড়ো হুড়ি কাড়া কাড়ি পাখি যেন ওয়ান পিস।
ওমা তাই নাকি ? আমি শুনলাম না এই পাখির কথা। ষ্টার সিরিয়াল দেখা হয়নি। দেখলাম বাংলাদেশ এ সবাই ইন্ডিয়ান ষ্টার প্লাস যত দেখে আমাদের কানাডায় মনে হয় কম ই দেখে। আমার পরিচিত সবাইকে দেখি এন টিভি আর এখানকার বাচ্চাদের ট্রি হাউস চ্যানেল দেখে। ষ্টার প্লাস এর আজগুবি ড্রামার চেয়ে এন টিভির নাটক অনেক কোয়ালিটি নাটক আমি মনে করি।
আপনি পাখি থ্রী পিস কার জন্য কিনছেন ?
অনেক অনেক শুভেচ্ছা কবির জন্য। কবিতাটির জন্য ধন্যবাদ। ভাল থাকুন।