নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ন্যান্সি তুমি যেওনা কোলের সন্তান ছেড়ে
ধন দৌলত হয়না সবার মনের মতো করে
দুই ঘরে দুই সন্তান তোমার দেখ চেয়ে আছে
মা ছাড়া সন্তান বল; থাকবে কার কাছে।
ন্যান্সি তুমি যেওনা এমন হতাশ হয়ে
তোমার দিকে পুরো বাংলা দেখ আছে চেয়ে
তোমার ধর্ম তোমার বিশ্বাস তোমার রাজনীতি
তোমার মতই জেগে উঠুক ঠেলে ভয় ভীতি।
ন্যান্সি তুমি যেওনা আমরা আছি সাথী
তোমার কন্ঠে উঠে আসুক এই বাংলার মাটি
যতই রুদ্ধ হোকনা তবু তোমার চলার পথ
ততই তোমার বাড়ুক জেদ চলুক বিজয় রথ।
ন্যান্সি তুমি যেওনা যেওনা যেওনা বলছি যেওনা
কেউ না থাকুক তোমার পাশে তবুও তুমি যেওনা
দু’টো দিন থেকে যাও ন্যান্সি, যেওনা বলছি যেওনা
কন্ঠে তোমার বেজে উঠুক সূরের মূর্ছনা।
©somewhere in net ltd.