নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোয়ারে হইয়ে হনে বিয়া গরিবেল্লায়
বিয়া গরি দুই মাসের মাথাত দুবাই যাইবেল্লায়
আর হোয়ালত লিখা আছিল মরার দুবাই ওয়ালা
দুইন্নার বেগ্গুন বউ লই ঘুরের আঁই একালা।
কি গইল্লাম আই কি গইল্লাম
দেশে এতো জামাই থাইকতে
তোয়ারে বিয়া গইল্লাম।
মনের জ্বালায় আর নফারির জলদি আইয় দেশে
নইলে কিন্তু মরা মুখ দেখিবা হইলাম শেষে
ঘরের পাশে কাঠাল গাছে গেলে আই ঝুলি
বিয়া তুঁই আর উগ্গা গর মুখে রুমাল তুলি।
কি গইল্লাম আই কি গইল্লাম
দেশে এতো জামাই থাইকতে
তোয়ারে বিয়া গইল্লাম।
না ফুটিতে গাছে ফুল ফুলের ভেতর কলি
তুষের আগুন জ্বালাই গেলা নিরবে যায় জ্বলি
তুঁই পাষাণি কি বুঝিবা আর মনের আগুণ
তোয়ার হতা মনত ফইল্লে গোস্বা বারে দ্বিগুণ
কি গইল্লাম আই কি গইল্লাম
দেশে এতো জামাই থাইকতে
তোয়ারে বিয়া গইল্লাম।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ সাকিব হক ভাই, আসলে ফান কলে লিখি, সিরিয়াস লিখা লিখতে পারিনা, আপনার ভাল লেগেছে শুনে আপ্লুত হলাম
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১
সাকিব হক ২০১৩ বলেছেন: THANK YOU, apnar lekhata khubi chomotkkar hoise. Ajke sara din bivinno jhamelai mon mejaj kharap silo, lekhata pore onekkhon haslam. Mon ekhon valo. Next lekhar oppekkhai thaklam.