নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

# লিমেরিক

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮



টলছে গদি নড়বড়ে খুব যায়না বলা কখন

ধাক্কাটা তাই জোরসে লাগাও সময় কিন্তু এখন

ও দাদা ভাই

দেবে নাকি ঠাঁই

গরম তেলে ফুটছে কড়াই আর খাবনা মাখন।



পেতেছে নতুন ফাঁদ ডিগ বাজ এরশাদ

অনশনে বসে আছেন খাবেন না ভাত

ললনার ছলনা

টলানো যাবেনা

গণেষ পাল্টি খায় ফিরে এলে রাত।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

কাহাফ বলেছেন:
বেঈমান এরশাদ কত কিছুই করতে পারে!!!

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮

বাকপ্রবাস বলেছেন: হুমমমম ধন্যবাদ জানবেন

২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

নিলু বলেছেন: পোলট্রি আর পালটী এক নয়

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

বাকপ্রবাস বলেছেন: হুম ধন্যবাদ জানবেন

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন ।

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সেলিম আনোয়ার ভাই

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: ছবি এবং লিমেরিক একেবারে পরিপূরক হয়েছে। দেশের বর্তমান চিত্রই তুলে ধরেছেন। আর চাচা মিয়াঁর কথা কী বলবো। উনার মতিগতি পাবলিক জীবনেও বুঝতে সক্ষম হবে না।
দুটো লিমেরিকই বেশ ভালো লিখেছেন। সত্য কথন। নিরন্তর শুভ কামনা রইলো বাকপ্রবাস।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন বিদ্রোহী বাঙালী ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.