নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হচ্ছে বড় উমামা
পড়া লিখা হচ্ছেনা
দুষ্টুমি টা কমছেনা
কারো কথা শুনছেনা।
দুষ্টু বড় উমামা
রাতে জেগে ঘুমায়না
সকালে আর জাগেনা
স্কুলে ও যাবেনা।
লক্ষি মা উমামা
আব্বুর কাছে এসোনা
বলছে যারা সত্য-না
তুমিই ভাল ওরা-না।
উঠল মাথায় উমামা
আব্বু ভাল আম্মু-না
শোন আব্বু শোননা
খেলব শুধু পড়বনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯
বাকপ্রবাস বলেছেন: অ সেলিম ভাই খুব করে ধন্যবাদ নেবেন
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪
মুচি বলেছেন: চমতকার লাগলো।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০
বাকপ্রবাস বলেছেন: অ মুুচি দা
কাজটা তোমার বেশ
শেলাই কর পথ চলার
আরামদায়ক বিশেষ
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫
এম এ কাশেম বলেছেন: আদর দেন সোহাগ দেন
মাঝে মধ্যে বকে দেন
খেলার সময় খেলতে দেন
পড়ার সময় পড়তে বলেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২
বাকপ্রবাস বলেছেন: ঠিক তাই ঠিক তাই
সেটাই করতে চাই
কার কথা কে শুনে
কন্যার মার আদরগুণে
ধরা যাবেনা মারা যাবেনা
যদি ব্যাথা পায়
কন্যা তাহার দুষ্টুই থাক
কোন প্রবলেম নাই
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০
আরণ্যক রাখাল বলেছেন: আপনার মেয়ের জন্য অনেক শুভকামনা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩
বাকপ্রবাস বলেছেন: অ আরণ্যক রাখাল দা, খুব করে ধন্যবাদ নেবেন
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০
এ কে এম রেজাউল করিম বলেছেন:
বাবা ও মেয়ের ভালো বাসাময় ছড়া পড়ে খুব ভালো লাগল ।
চঞ্চল উমামা'র প্রতি ভালো বাসা রহিল ।
আর বাবার প্রতি রহিল সুভেচ্ছ ।
বাবা-মেয়ের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ চিরস্থাই হোক কামানা করি ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪
বাকপ্রবাস বলেছেন: আমিন আমিন আমিন
ধন্যবাদ নেবেন ভাই এ কে এম রেজাউ করিম
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: মজা পেলুম । চমৎকার ।