নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

# বসন্ত শেষে গণেষ যখন উল্টে যায় =p~

০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১১

হ্যাপি নামের লাজুক একটা মেয়ে ছিল

বাউন্ডেলে রুবেল তার চারপাশ ঘুরছিল।

হ্যাপি যখন স্কুল যায় রুবেল রাস্তার মোড়

মনে মনে জপে হ্যাপি খবর আছে তোর।

=p~

বছর ঘুরে উল্টে গণেষ হয়ে আছে চিৎ

হ্যাপি এখন ঘুরে ঘুরে গাইছে রুবেল গীত

রুবেল আমার জানের জান পরানের ধন

তুই ছাড়া কে আর বুঝবে আমার মন।

=p~

ভোমর কি আর আসে ফিরে বসন্ত গেলে

ফুল যদি হারায় সৈারভ কে রাখে দিলে

রুবেল এখন আর থাকেনা চৌরাস্তার মোড়

হাত ইশারায় ডাকলে হ্যাপী পালায় ছিচকে চোর।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৮

লায়েবা রাহা্্্ বলেছেন: হাহাহা.... :D

০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২

বাকপ্রবাস বলেছেন: # ঘটনার আগে এবং পরে

রুবেল যখন বল করে
হ্যাপির পরান ধুপ করে
সেই বলে উইকেট পড়ে
হ্যাপি ফ্লাইং কিস মারে

রুবেল যখন বল করে
হ্যাপির পরান ধুপ করে
সেই বলে সিক্স মারে
হ্যাপি কয় মার শালারে

২| ০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: আগে রুবেল ঘুরত নাকি ভাইয়া?

০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৮

বাকপ্রবাস বলেছেন: রুবেল হ্যাপি প্রতিক যখন নষ্ট সমাজ এর
কার পিছে কে ঘুরছে নয় হিসাবের
ঘুরছে সবাই যে যার মতো মিছে কায়ার পিছু
বুঝতে হয়তো পারছে কেউ কেউ বলছে ছুছু
রুপেল হ্যাপি গন্ধ চড়ায় সেই সমাজের মাঝে
তাই আমাকে লিখতে হলে কবিতা নামে বাজে

৩| ০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮

শায়মা বলেছেন: তাই বলো আমি ভাবছিলাম তুমি তাদেরকে চেনো।

০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১২

বাকপ্রবাস বলেছেন: কোন গলিতে চলবে হাড়ি ফেরিওয়ালা জান
সেই গলিতে এসেই তবে হাকি সজোর পানে
রুবেল হ্যাপির নিবাস কোন গলির ভেতর
তুমি আমি জানিনা কেউ, কেউ জানিনা খবর
ময়লা যখন গলে পঁচে গন্ধে মাতোয়ারা
কেউ তখন পার পায়না মানুষ পক্ষি ভেড়া

৪| ০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২০

শায়মা বলেছেন: হাহা

তুমি তো ভালোই ছড়া চর্চা করছো ভাইয়া।:)

০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩

বাকপ্রবাস বলেছেন: আমি হ্যাপি তুমি হ্যাপি
হ্যাপিও হ্যাপি রুবেল কই?
সারা বাঙলা উঠল জেগে
নাচল নাচন তা তা থৈ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.