নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-এই শুনতে পাচ্ছো?
-হুম, তখনো আমি তন্দ্রায় আচ্ছন্ন। বললাম পাশের বাসায় কাঠ মিস্ত্রি কাজ করছে, তুমি ঘুমাও
-আরে ধ্যুর, এতো রাতে কাঠ মিস্ত্রি কোথা থেকে আসবে, আমাদের ছাদে নাচানাচি চলছে, সেদিন সোলায়মানের বউ আমাকে বলেছিল, আমাদের এই কোনটাতে খুব অন্ধকার থাকে, রাতে কি জানি কি দেখেছে সে। আমিতো শুনে পাত্তা দেইনি এখন দেখছি সত্যি বলেছে।
শংকা আর আশংকা নিয়ে সেই রাত পার হলো।
পরের দিন সকালে ছাদের দরজটায় হুক লাগানো হলো, বাতাস বেচারা পাশ কাটিয়ে চলে যায় আজকাল।
২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন কিন্তু জেন রসি
২| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১
তুষার কাব্য বলেছেন: আহারে বেচারা !
২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৮
বাকপ্রবাস বলেছেন: বাতাস এর জন্য খুব মায়া বুঝি হা হা হা, ধন্যবাদ জানবেন কিন্তু
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৪
জেন রসি বলেছেন: বাতাস বেচারা পাশ কাটিয়ে চলে যায় আজকাল
হা হা হা
মজা পাইলাম