নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসিটা ঠোটে এসে টুক করে গিলতেই
ভাবলাম থাকনা ছেড়ে দেই ছেড়ে দেই।
না না ছাড়বোনা হাসিটাতো আমারই
হাসিটা জমা থাক সেটা খুব দরকারী।
হাসিটা চেপে রেখে ভাবলাম ঠিক আছে
মোচড়টা খেলাম তবে তলপেটের খুব কাছে।
না না ঠিক নেই ধরে রেখে হাসিটা
ছেড়ে দিয়ে বুঝলাম উবে গেছে ব্যাথাটা।
হাসি তায় ছড়া চাই সময়ের গোড়াতে
অসময়ে হাসি পেলে বলবেনা খাড়াতে।
হাসাহাসি করে তায় চলে যাক দিনটা
জীবনটা কেটে যাক তা ধিন ধিন তা।
০৪.০৫.২০১৫/১৩.০৫
০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৪৪
বাকপ্রবাস বলেছেন: আমার মেয়ে উমামার ছোট বেলার ছবি, অবশ্য এখনো ছোট, ধন্যবাদ জানবেন কিন্তু
২| ০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
জুলিফকার আলী বলেছেন: অনেক সুন্দর লাগলো। ধন্যবাদ।
০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন বড় ভাই
৩| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:১০
দৃষ্টিসীমানা বলেছেন: মেয়ের হাসি আর ছড়া ,সবই খুব ভাল লাগল ।ভাল থাকুন ।
০৫ ই মে, ২০১৫ রাত ১:২০
বাকপ্রবাস বলেছেন: খুৃবই ধন্যবাদ জানবেন দৃষ্টিসীমানা ব
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৩৪
কাবিল বলেছেন: ভালো হয়েছে, ভাল লাগল।
ছবিটা কার ?