| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১.
শুরু হলো পায়জামা টুপি পাজ্ঞাবী কাষ্টিং
চাঁদটা দেখা দিলেই শুরু আবার ফাষ্টিং
সংযমের মাসটা
থাকেনা শেষটা
জিজ্ঞিরার ঈমাণদারী করেনা লং লাষ্টিং। 
২.
প্যাকেটে লিখা থাকে বিষ পান
বখাটে সুবোধ সবাইতো মারে টান
ধোয়া ধোয়া
খোয়া খোয়া 
প্রিয়ার টানে পরান করে আনচান। 
৩.
তোমার হাতের ছোয়া পেলে ভরে আমার দিল যে
যতই তুমি শাসন করে পিঠে লাগাও কিল যে
তোমার আমি
আমার তুমি
পৃথিবীতে মায়ের মতো হয়না কিছুর মিল যে।
 
১৭ ই জুন, ২০১৫  রাত ৯:৪০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন একটি নদী
২| 
১৭ ই জুন, ২০১৫  রাত ১১:৫৬
বাকা পথ বাকা চোখ বলেছেন: ভাল লাগলো
 
১৮ ই জুন, ২০১৫  সকাল ১১:৪২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৫  রাত ৮:০১
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন লাগলো সবকটাই।