নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঘ ছিলাম থাকতে চাই ছাগল হতে চাইনা
নাসাকার এই ঐদ্ধত্ব আরতো মানা যায়না।
রাজ্জাকের হাতে শেকল বন্দী নাসাকা শিবিরে
এমন দৃশ্য দেখে তবু বাঘ ঘুমের তিমীরে।
না না চাইনা মানা যায়না এমন খোলসে বাঘ
নাফ নদীতেই সমাধী হোক চাইনা এমন ছাগ।।
কোন সে শুয়োর গেয়ে দিল ভুল বুঝাবুঝির গান
নর্দমায় সৎকার হোক সেই দেশদ্রোহী বেঈমান।
সীমান্ত ছুড়ে যে চালায় গুলি আপন ভাই এর বুকে
শেকল পরে যে বিকায় স্বাধীনতা ঘুমায় পরম সুখে।
না না চাইনা মানা যায়না এমন খোলসে বাঘ
নাফ নদীতেই সমাধী হোক চাইনা এমন ছাগ।।
গর্জে উঠুক ব্যাঘ্র আবার সেই ২০০০ সালের মতো
৬০০ চামচিকা বধ হলো তবু হয়নি কিঞ্চিত ক্ষত।
হাতে পায়ে ধরে যারা মেনেছিল হার বশ্যতা স্বীকার
ঘুমিয়ে কেন বাঘ নেই হুংকার মানা যায়না আর।
না না চাইনা মানা যায়না এমন খোলসে বাঘ
নাফ নদীতেই সমাধী হোক চাইনা এমন ছাগ।।
©somewhere in net ltd.