| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
বাঁশের বহর যাচ্ছে কোথায় কিসের এতো কাম-রে?
কিসের এতো তাড়ারে ভাই একটু না'হয় থামরে। 
কে শুনেগো কার কথা যাচ্ছে বাঁশ বহরে বহর
মুলি বাঁশ তল্লা বাঁশ হরেক বাঁশে পুরছে শহর। 
খেলার সাথে বাঁশের যোগ আছে নাকি নাই জানা
শুনলাম আজ খেলা আছে বাঁশ কি তবে দেবে হানা!
আমি বাপু ওসবে নেই বাশেঁর গিরায় চোট লাগে 
ওই যে দেখো বাঁশের ভয়ে খেলা ছেড়ে দল ভাগে।
 
২২ শে জুন, ২০১৫  দুপুর ২:১৯
বাকপ্রবাস বলেছেন: পাকলে করে ঠাস ঠাস
ঢুকলে আবার সর্বনাস
২| 
২২ শে জুন, ২০১৫  দুপুর ২:২২
সাখাওয়াত হোসেন  বাবন বলেছেন: বাঁশের ঝালায় প্রাণ সারা 
মওকা মওকা গাওয়ার টাইম নাই 
আনেন বাঁশ দেন বাঁশ 
আপাতত বাঁশের উপর কিছু নাই ।। 
 
২২ শে জুন, ২০১৫  রাত ১১:২৪
বাকপ্রবাস বলেছেন: জোরে বল হেইয়া
চিল্লাক বাঁশ খাইয়া
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৫  দুপুর ১:৩৫
কাবিল বলেছেন: বাঁশের রাজা, আঁকক্যুওয়ালা বাঁশ।