নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- পিরীত

০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৯



অমিয় ঘোষ নির্দোষ ফেলানীরা ঝুলবেই
কাটাতারে জড়িয়ে প্রেম তবু চলবেই।
হাবীবদের কাপড় খুলে বন্দুকের আঘাতে
পিরিতী চলবেই টলবেনা বেঘাতে।

আয় দাদা আয় দি পদ্মার ইলিশে
হাত পাখা ঘুরিয়ে পিঠে তেল মালিশে।
প্রেমে যখন পড়েছি হোক যত বদনাম
লেটে নে চেটে নে আছে যত বদ কাম।

বলাবলি যত হোক লিখালিখি পত্রিকায়
টকশো হয়ে যাক কার কি আসে যায়!
তুমি আর আমি শুধু নাই কোন যদি টা
দেহ মন সবই পাবি চাই শুধু গদি টা।

(ক্ষমা চাইছি বন্ধুদের কাছে, এটা একটা রাষ্ট্রীয় পলিটিক্যাল ছড়া, আশা করি আমাদের ব্যাক্তিগত বন্ধুতায় চিড় ধরবেনা কোন কালে, আমরা হাতে হাত রেখে রাষ্ট্রের এসব অসংগতি গুলোর উত্তরন চাই)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৩

কাবিল বলেছেন: সুন্দর, ভাল হইছে। ভাল লাগল।

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু

২| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রেমে যখন পড়েছি হোক যত বদনাম
লেটে নে চেটে নে আছে যত বদ কাম।
;)

X( X(

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.