| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
গমটা কম ভালো কম খান
টম করে কেন সবে চিল্লান!
কোনটাইবা ভালো বলুন এই দেশে
গমটাতো এনেছিলাম ভালোবেসে। 
এই গম সেই গম ভেবেছিলাম
খেয়ে দম বাড়াতে চেয়েছিলাম
ভাবুনতো কেমন খেলে অস্কার!
মার্সেলো, উইলিয়ান, নেইমার। 
মাথাটা টাক আমার চুল নাই
দেখতে উরাঝুরা বুঝি ভাই
তাই বলে মিছেমিছি হৈচৈ!
বলুনতো এই গম পাবেন কৈ? 
ফুটবলের কি দশা জানেনতো
উন্নতিটা দরকার মানেনতো।
তাহলে গম খান ব্রাজিলের
মিছে কান দেবেননাতো ফাজিলের।
 
১১ ই জুলাই, ২০১৫  রাত ২:৪০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা হা
সব গম খেয়ে নিল কামরু বোয়াল মাছে
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৫  রাত ১১:৪৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই গমতো গম নয়
  
 
 
আরও গম (দুঃখ) আছে,
এই গমেরা নিবে তারে
সেই গমের(দুঃখ)ও কাছে।