নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনে যাও মিরু'র মা
খবরতো আার রাখনা
তোমার মেয়ে সেলফি তোলে
নানান ভাব আর ভঙ্গিমা।।
গাছের ডালে পা ঝুলিয়ে
ট্যারা চোখে গাল ফুলিয়ে
বান্ধবী সঙ্গে নাচে
শায়লা খাতুন আর রহিমা।।
ফেইসবুকে লাইকের হিড়িক
ফলোয়ার হাজার অধিক
পোলাপাইন কমেন্ট করে
রুপের আর গুণ বন্দনা।।
সময়ে যদি না দাও খিল
খাচায় কি আর থাকবে দিল
অপাত্রে বিলিয়ে দেবে
বুঝবে তখন কি যন্ত্রনা।।
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন বড় ভাই
২| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪১
প্লাবন২০০৩ বলেছেন: হা হা, ভীষণ মজার।
ধন্যবাদ।
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন দাদা
৩| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪২
ঢাকাবাসী বলেছেন: কবিতা ভাল লেগেছে।
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১০
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল ঢাকাবাসী
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৬
মো: আশিকুজ্জামান বলেছেন: সুন্দর কবিতা। ভাললাগল।