| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
দিয়েছিলাম গলায় দড়ি
ঝুলতে গিয়ে ফেনে
উেল্টো দেখি ঝুলছে ফেন
দড়িখানা টেনে।
বাজার থেকে কিনেছিলাম
এক শিষি বিষ
মরনতো আর দেয়না ধরা
ভেজাল অহর্ণিশ।
ভাবলাম এবার ডুবেই মরি
দিতে গিয়ে ঝাপ
সাঁতারটাতো হয়নি শেখা
ওরে বাপরে বাপ!
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৬
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা
২| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:০০
কাবিল বলেছেন: ব্যাচারা ফ্যানটাই তো গলায় রশি দিয়ে মরল  
  
  ![]()
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৪
বাকপ্রবাস বলেছেন: উেল্টো দেখি ঝুলছে ফেন
দড়িখানা টেনে। 
  
  
 
৩| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:০২
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলা
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
৪| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৮
আল ইমরান বলেছেন: হা হা হা......
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল  ![]()
৫| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:০৫
সুমন কর বলেছেন: মজা পেলাম....... ![]()
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:১০
বাকপ্রবাস বলেছেন: ছবিটা ফেবুতে পেলাম দেখেই মজা তার উপর ছড়া হা হা হা
৬| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:০৮
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো হইছে
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৪২
বাকপ্রবাস বলেছেন: হুম ওজনটা একটু কমাতে হবে ভাবছি না হলে ফ্যানের সাথে ছাদও ঝরে পড়তে পারে
৭| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: এভাবে মরা যাবে না । নতুন উপায় বাতলাতে হবে!
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:৫০
বাকপ্রবাস বলেছেন: সব চেষ্টা ব্যার্থ হয়ে একটু সস্তি পাবার সময় হল হায় হায় আপনি দেখি আবার মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন হা হা হা ধন্যবাদ ভাইযান
৮| 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:২৮
ডা: এনামুল হক মনি বলেছেন: মজা মজা ![]()
 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:২৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ডা. সাহেবও দেখি হাজির
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ছবি দিলেন ভাইজান!
  
  
মোটা মহিলারা আপনার নামে মামলা দিল বলে