নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- আশা পুরন

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০


গ্রামের ছেলে আমি পেটের দায়ে রিকশায়
লিখাপড়া করিনাই করতে এখন মন চায়।
মন চায় গ্রামে যাই কাটি সাঁতার নদিতে
যাবার কি উপায় আছে আটকে আছি যদিতে।

বৃষ্টিতে রাজধানী জমে পানি পথঘাট ডুবাইল
ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল।।

রিকশাটা ছেড়ে দিয়ে হয়ে গেলাম মাঝিরে
বিশ টাকা উঠানামা যদি থাকেন রাজিরে
ফার্মগেট যাবনা পানি কম সেখানে
বউবাজার যেতে পারি শুক্রাবাদ যেখানে।

বৃষ্টিতে রাজধানী জমে পানি পথঘাট ডুবাইল
ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল।।

ও মাঝিরে তুই যাস কোথায়রে গানটা
কতো যে শুনেছি ভরে যেত প্রাণটা।
সেই গান গায় লোকে দেখে আমার নাওরে
বর্ষায় মজা তাই ভাড়া মারি ফাওরে।

বৃষ্টিতে রাজধানী জমে পানি পথঘাট ডুবাইল
ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:

ভাতে মারব পানিতে মারব
তাই বলে কি এভাবে ভাবব!!!!! ;)

কি যে বলেন ভাই
মৃত ৫৪ নদীর প্রাণ ফেরত চাই।

পেলে সকল নদী প্রাণ
হবেনা আর নাগরিক বান!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

বাকপ্রবাস বলেছেন: খানিক রিকশায় খানিক নৌকায়
অপিস শেষে ঘরে ফিরলাম ভাই
এই আমাদের প্রাণের রাজধানী
পানি জমে নাকানি চুবানি।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

সুমন কর বলেছেন: চরম একটা দিন কাঁটালাম......

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

বাকপ্রবাস বলেছেন: পানিতে নাকি ডাঙ্গায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.