| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
দু:খিত পরিমল কিছু করা গেলনা
গোপালের মাল তুমি আদালত খেলনা।
কোথাকার মাল তুমি মুখ ফোটে বলনি?
লজ্বায় মুখ ঢেকে ছিলে নাকি এমনি !
ছিলনা বুঝি কেউ চাচা মামা দাদা
ইশারায় হয়ে যেতো তুমি কিন্তু সাদা।
মিছেমিছি অভিযোগ দুষ্টু ছাত্রীটা
পয়সা নাকি দিয়েছিলে কিনে খেতে বড়িটা। 
কত কি হয়ে যায় আজব এই দেশটা
তোমারও হয়ে যেতো করোনিতো চেষ্টা।
দু:খিত পরিমল কিছু করা গেলনা
যাবজ্জীবন হয়ে যাবে সেটা জানা ছেলনা।
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:২৯
বাকপ্রবাস বলেছেন: পরিমল যেখানে আমরা আছি সেখানে
২| 
২৬ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:১০
সামাইশি বলেছেন: good satayar
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:২৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন প্রিয়ভাজন
৩| 
২৬ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:৩৮
Md Naimur Rahman বলেছেন: হুম।।। ভাল লিখেছেন।
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন প্রিয়ভাজন
৪| 
২৬ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৭
লুৎফুল ইসলাম বলেছেন: দু:খিত পরিমল কিছু করা গেলনা
যাবজ্জীবন হয়ে যাবে সেটা জানা ছেলনা।
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩১
বাকপ্রবাস বলেছেন: ভেবেছিলাম ছেড়ে দেবে সেটা কিন্তু হয়নি
আমাদের আদালত গোপাল হয়ে যায়নি
৫| 
২৬ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৫৩
সারোয়ার ইবনে গিয়াস বলেছেন: দু:খিত পরিমল কিছু করা গেলনা
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩২
বাকপ্রবাস বলেছেন: তোমার কাছে ছাত্রীরা নিরাপদ রইলনা
৬| 
২৬ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:০৭
ধমনী বলেছেন: দুক্কিত...
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩২
বাকপ্রবাস বলেছেন: হ, খুনিরা ক্ষমা পায় তাই বলছিলাম
৭| 
২৬ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
//দু:খিত পরিমল কিছু করা গেল না
যাবজ্জীবন হয়ে যাবে সেটা জানা ছিল না।// 
-দু:খিত পরিমল।
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩৩
বাকপ্রবাস বলেছেন: হ ভেরি ভেরি দু:খিত
৮| 
২৬ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২২
সুলতানা রহমান বলেছেন: ঠিক হইছে। আরো কঠিন কিছু হলে ভাল হতো।
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩৪
বাকপ্রবাস বলেছেন: আরো কঠিন হলে রাষ্ট্রপতি ক্ষমা করার নজির আছে সুতরাং এটাই থাক
৯| 
২৬ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই পশুর সাজা কম হয়েছে এর একমাত্র সাজা মৃত্যুদন্ড হওয়া উচিৎ ছিল।
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩৫
বাকপ্রবাস বলেছেন: ওটা হলে ভয় হয় রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয়!!!
১০| 
২৬ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:১৭
অতঃপর হৃদয় বলেছেন: বাহ.!!!!!! চমৎকার 
 ![]()
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন প্রিয়ভাজন
১১| 
২৬ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:২৬
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: পরিমলরা নিপাত যাক
সবখানে পাক ওরা দূর দূর ধিক্কার,
ওদের নিকটে কিছু আছে নাকি শিক্ষার?
নামে ওরা শিক্ষক ,কাজে চার পা-ওয়ালা
হোক ওরা তাড়াতাড়ি নরকের হা-ওয়ালা
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন প্রিয়ভাজন, সুন্দর কমেন্ট করার জন্য
১২| 
২৬ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৫৫
মিলন হোসেন১৫৮ বলেছেন: কুত্তা টার প্রকাশ্যে ফাসি হত্তয়া উচিত ছিলো
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩৬
বাকপ্রবাস বলেছেন: মন্দ হইতনা
১৩| 
২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৩৯
তামান্না তাবাসসুম বলেছেন: ভাল লিখেছেন ![]()
 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন প্রিয়বু
১৪| 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ২:০১
সচেতনহ্যাপী বলেছেন: শেষ পর্যন্ত এটা টিকলেই খুশী।। কারন এদেশে অসম্ভব কিছুই না।।
 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:২৭
বাকপ্রবাস বলেছেন: ঠিক তাই
১৫| 
২৭ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:১৮
কাবিল বলেছেন: দু:খিত পরিমল
 
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:২৭
বাকপ্রবাস বলেছেন: ভীষণ দু:খিত
১৬| 
২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ২:২৬
কিরমানী লিটন বলেছেন: অতল ছুঁয়ে গেলো মুগ্ধ ভালোলাগায়- সত্যিই নান্দনিক , অনেক শুভকামনা প্রিয় কবির জন্য...
 
০৩ রা ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:১৪
বাকপ্রবাস বলেছেন: ভীষণ ধন্যবাদ জানবনে প্রিয়জ
১৭| 
০৩ রা ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার হয়েছে, বাকী পরিমলেরা সাবধান হুশিয়ার -------
 
০৩ রা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:০৮
বাকপ্রবাস বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫  ভোর ৫:২১
প্যারিস থেকে আমি বলেছেন: সবখানেই আছেন দেখি।