নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তরে আটকে গেছে সব
সামনে শাপ পেছনে অভিসাপ
কোনদিকে যাই ডানে নাকি বামে
কোন দিকে মিলাই খাপে খাপ।
ইতিহাসের চলছে নতুন পাঠ
লিখছে সবাই যে যার মতো করে
পেছনে তাকানো নিষেধ সামনেও না
লিখতে না চাইলেও লিখায় ঘাড় ধরে।
ওরে বাবা! বাবা ছাড়া হয়কি সন্তান
বুঝলাম তবে মান্য করো খুব
তাই বলেকি নাওয়া খাওয়া ছেড়ে
হুস হারিয়ে থাকবি বেহুস, উজবুক।
ওই দেখ আকাশে ঘন মেঘ
বৃষ্টি হবার আগে ছাতা যোগাড় কর
নিজের ছাতা নিজেকেই ধরতে হয়
ভিজলে মিছে উঠবে ভীষণ জর।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ বড় ভাই, আসলে আমি কবি নই, জাস্ট ফান করে লিখে মজা পায়, বানান ভুল আর যতি চিহ্ন এর অপব্যবহার খুবই হয়...তার জন্য দু:খিত
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩
নির্বাসিত কবি বলেছেন: ভুল শুধরাতে শুধরাতে এক সময় নির্ভূল হয়ে উঠবে। এগিয়ে যান।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন, আসলে লিখতে হরে বানান এর দিকে মনযোগ দেবার প্রয়োজন সেটা বুঝি, তবে সময় আর মন ঠিক থাকেনা, থাকি প্রবাসে, চাকরি করে অপিষ এ কাজের ফাঁকে ফান করে লিখি, পড়ার এবং লিখার উপকরণগুলো পাওয়া যায়না ঠিক মতো
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
নির্বাসিত কবি বলেছেন: যথাস্থানে কমা এর অনুপুস্থিতি বর্জণীয়।