| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
ভোট দিতে গিয়েছিলাম
গিয়ে দেখি নাইরে
জাল ভোটের চলছে ধুম
কেমন ভোট ভাইরে। 
কেন্দ্রে চলে গুলাগুলি
লুটালুটি হচ্ছে বেশ
ইসি বলে ঠিক আছে
অসাম সুন্দর পরিবেশ।
সরকারী দল যথারীতি
আছে খোশ প্রমোদে
চ্যানেল ঘুরে তাদের পিছু
রিপোর্ট করে আমোদে। 
ভোট কেন্দ্রে গিয়েছিলাম
কতো আশা করে রে
জাল ভোট হয়ে গেছে
আশা গুমরে মরে রে। 
ইসি বলে ঠিক আছে
আহা সুন্দর নির্বাচন
একেই বলে সুষ্ঠু ভোট
গণতন্ত্র নির্বাসন।
 
৩০ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৩:৫০
বাকপ্রবাস বলেছেন: ‘ধানের শীষের লোকজন আমাদের এজেন্ট বের করে দিচ্ছে’- HT Imam
বাহঃ বাহঃ চমৎকার ডায়লগ। শুনে পরাণটা জুড়িয়া যায়।
২| 
৩০ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৩:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
ছি: ইসি
ছি: নেতা
কেমনে বলো
ডাহা মিথ্যা?
মিথ্যাবাদী নেতারা
মিথ্যা বলো না!
সবাই কত ঘেন্না করে
তাকি বোঝ না?
আজ আছে ক্ষমতা
কাল থাকবে না
থু থু ঘৃনা ছাড়া
জেনো কিছূ জুটবে না!!!! 
 
৩০ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৩:৫১
বাকপ্রবাস বলেছেন: যাহ দুষ্টু
নির্বাচন কিন্তু সুষ্ঠু
৩| 
৩০ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৩০
দোলাভাই বলেছেন: বাল রে বাল.............সব বাল আর মাল...............।লেটে পুটে খা........।
যাহ দুষ্টু
নির্বাচন কিন্তু সুষ্ঠু
 
৩০ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৪১
বাকপ্রবাস বলেছেন: 
  
  ![]()
৪| 
৩০ শে ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৫০
অন্ধবিন্দু বলেছেন: 
ভোট দিতে গিয়েছিলেন এটাই আশার কথা, বাকপ্রবাস।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:০৪
বাকপ্রবাস বলেছেন: বিনিময়ে একটা লাশ পাওয়া গেল
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৩:১৩
কল্লোল পথিক বলেছেন: ইসি বলে ঠিক আছে
আহা সুন্দর নির্বাচন
একেই বলে সুষ্ঠু ভোট
গণতন্ত্র নির্বাসন।